দাবিডি দিবিডি’ গানের নাচে অশ্লীল অঙ্গভঙ্গির কারণে প্রবল রোষের মুখে পড়তে হয় উর্বশী ও নন্দমুরিকে। এবার ছবির সাকসেস পার্টিতে এই নাচ নিয়ে নতুন বিতর্কে নন্দমুরি।
বছরের শুরু থেকেই নেটপাড়ার চর্চার কেন্দ্রবিন্দুতে উর্বশী রাউতেলা। আর সেই চর্চার কারণ ‘ডাকু মহারাজ’ ছবির ‘দাবিডি দিবিডি’ গান।গত ২ জানুয়ারি মুক্তি পেয়েছিল ‘ডাকু মহারাজ’ ছবির ‘দাবিডি দিবিডি’ গান।বছর ৩০-এর উর্বশী রাউতেলার সঙ্গে নন্দমুরি বালাকৃষ্ণের ‘দাবিডি দিবিডি’ গানে নাচের ভিডিয়ো নিয়ে ইতিমধ্যেই নেটপাড়ায় সমালোচনার ঝড় বইছে। ৬৪ বছরের নায়কের সঙ্গে নেটিজেনরা অশালীন ভঙ্গিতে নাচার জন্য অনেকেই উর্বশীকে ছিঃছিঃ করেছেন। আর এবার নেটপাড়ায় ভাইরাল ‘ডাকু মহারাজ’ ছবির সাকসেস পার্টির ভিডিও। যেখানে ছবির গানে তেলুগু স্টার নন্দমুরি বালাকৃষ্ণের সঙ্গে নাচতে দেখা গেছে উর্বশীকে।
গত ১২ জানুয়ারি উর্বশী রাউতেলা অভিনীত দক্ষিণী ছবি "ডাকু মহারাজ" মুক্তির পর প্রথমদিনেই বিশ্বব্যাপী ৫৬ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। আর এতেই প্রযোজনা প্রতিষ্ঠান সাকসেস পার্টির আয়োজন করে। সেই পার্টির ভিডিওটি পোস্ট করেছেন উর্বশী নিজেই।
ভিডিওতে দেখা যায়, এই পার্টিতে স্যাটিনের শাড়িতে হাজির হয়েছিলেন উর্বশী।সেখানে কেক কাটেন নন্দমুরির সঙ্গে। তার পরই ‘দাবিডি দিবিডি’ গানে নাচতে শুরু করেন দু’জনে। সেখানেই উর্বশীর সঙ্গে নাচের মূল ভঙ্গিমায় নাচতে শুরু করলেও পরে নিজের মতো করে নাচের স্টেপ বদলে নাম নন্দমুরি। অভিনেত্রীর শাড়ির কুঁচির দিকে হাত ছুড়তে থাকেন অভিনেতা। উর্বশী সরে সরে গেলেও নন্দমুরি নাচ থামাননি। এই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই ফের সমালোচনা ঝড় নেটপাড়ায়।
আরও পড়ুনঃ- ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে 'নীলপদ্ম'র প্রিমিয়ার
এই ভিডিও দেখে বেজায় বিরক্ত নেটপাড়ার অনেকেই। এক নেটিজেন বলেন, 'বালাকৃষ্ণ যেভাবে উর্বশীর পেটে নাচের স্টাইলে ঘুষি মারার মতো করে স্পর্শের চেষ্টা করছিলেন, সেটা খুবই অস্বস্তিকর। উর্বশী নিজেও অস্বস্তিতে ছিটকে গেলেন।' কেউ লিখেছেন, ‘বালাকৃষ্ণ উৎসাহের সঙ্গে নাচছিলেন, তবে উর্বশীর কাছে বিষয়টা খুবই অস্বস্তিকর ছিল, তা ওর অভিব্যক্তিতেই স্পষ্ট।’
কেউ আবার বালাকৃষ্ণের উদ্দেশ্যে লিখেছেন, ‘এমন আচরণ করবেন না স্যার, উনি আপনার মেয়ের বয়সী।’ কেউ সরাসরি লিখেছেন, ‘এটা অবশ্যই হেনস্থার চেষ্টা…।’ কেউ লিখেছেন, ‘এর থেকে আর কী অস্বস্তিকর হতে পারে!' তবে এরই মধ্যে একজন বালাকৃষ্ণের হয়ে সাফই দিতে এসে লিখেছেন, ‘আমার মনে হয়, নন্দমুরি বালাকৃষ্ণের নাচকে ভুলভাবে তুলে ধরা হচ্ছে।’
প্রসঙ্গত, দক্ষিণী ছবি ‘ডাকু মহারাজ’ -এ উর্বশী রাউতেলার নায়ক নন্দমুরি বালাকৃষ্ণের বয়স ৬৪, সেখানে উর্বশীর বয়স মাত্র ৩০। ছবির গানটি প্রকাশ্যের আসার পর থেকেই বাবার বয়সী নায়কের সঙ্গে উর্বশীর এমন নাচ নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।
ডেস্ক রিপোর্টার
সর্বাধিক পঠিত
Loading...