বি- টাউনের স্টারকিড অনন্যা পাণ্ডে 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার টু' দিয়ে বলিউডে পা রাখার পরে এগিয়েছেন অনেকটা পথ।ওটিটিতেও অভিষেক হয়েছে। পাশাপাশি করছেন ব্র্যান্ড ফটোশ্যুট।
সম্প্রতি নতুন ফটোশ্যুটে ট্রাডিশনাল ও ক্লাসিক লুকে নিজেকে উপস্থাপন করতে দেখা গিয়েছে অনন্যা পাণ্ডে।অনন্যা পাণ্ডে নিজের দেশি শাড়ির লুকে ট্রাডিশনাল ব্লাউজ ছেড়ে পরেছেন ফুলের মালা দিয়ে তৈরি বিশেষ। যা তাকে ক্লাসিক লুক দিয়েছে। তার এই ব্লাউজ হয়ে উঠেছে ফ্যাশান স্টেটমেন্ট।আর এই ফটোশ্যুটের ছবি প্রকাশ্যে আসতেই সবার নজর কেড়েছে,হয়েছে ভাইরাল।
ফটোশ্যুটের ছবিতে দেখা গেছে,অনন্যার পরনে এথনিক শাড়ি, তবে সেই শাড়ি দিয়ে তিনি শুধু শরীরের নিচের অংশটিই ঢেকেছেন। উর্ধাঙ্গে ব্লাউজ হিসেবে ব্যবহার করেছেন শুধুই ফুলের মালা। অনন্যার এই ফটোশ্যুট সকলকে তাক লাগিয়েছে। এই ফটোশ্যুট দিয়ে অভিনেত্রী অনন্যা পাণ্ডে নিজস্ব স্টাইল স্টেটমেন্ট তৈরি করেছেন ।
ফটোশ্যুটের ছবি নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অনন্যা। অনন্যা সাদা-সোনালী চেক ডিজাইনের একটা শাড়ির সঙ্গে জুঁই ফুলের মালায় নিজেকে জড়িয়ে নিয়ে নতুন ধরনের অফ শোল্ডার একটা ব্লাউজ তৈরি করে নিয়েছেন অনন্যা। তার এই ফ্যাশন অনুরাগীদের মুগ্ধ করেছে। অনন্যার পোস্টের নিচে কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। একজন লিখেছেন, ‘বাহ কী সুন্দর দেখাচ্ছে!’ কারোর মন্তব্য, 'সুন্দরী অনন্যা', আবার অনেকেই ভালোবাসার ইমোজিতে ভরিয়ে দিয়েছেন। তবে এরই মাঝে ভ্রু কুঁচকে কেউ বলে বসেছেন, ‘এটা কী পরেছেন! শেষ পর্যন্ত কিনা ফুলে মালা!’ কেউ আবার শুধুই হেসেছেন।
আরও পড়ুনঃ- বড়দিনে 'ভানুপ্রিয়া ভূতের হোটেল' নিয়ে আসছে শিবপ্রসাদের উইনডোজ প্রোডাকশন
পোশাকের সঙ্গে মিলিয়ে অনন্যার মেকআপও ছিল মানানসই । মেকআপ শিল্পী রিভিয়েরা লিন অভিনেত্রীর মেকআপ করেছেন। অভিনেত্রীকে ন্যুড আইশ্যাডো, মাস্কারা-লাগানো ল্যাশ, আঁকা ভ্রু, ব্লাশড গাল, একটা হালকা বেস মেকআপ, এবং হালকা গোলাপী রঙের লিপ বাম। তবে অনন্যাকে কোনওভাবেই কোনও গয়না পরতে দেখা যায়নি, শুধু নাকে পরেছেন একটা ছোট্ট উজ্জ্বল হীরের নাকফুল। যা তার এই লুকটি আরও বেশি পারফেক্ট করে তুলেছে। আর সবকিছুর সঙ্গে মিলিয়ে নিজের লম্বা চুল খোলাই রেখেছিলেন অনন্যা।
অনন্যা পাণ্ডের এথনিক, ট্রাডিশনাল ও ক্লাসিক লুক তাকে মোহনীয় ও আবেদনময়ী রূপে উপস্থাপন করেছে।
স্টাফ রিপোর্টার
সর্বাধিক পঠিত
Loading...