ঐতিহাসিক ছবি "ছাভা"র মুক্তিকে সামনে রেখে প্রকাশ্যে এসেছে ট্রেলার। এরপরই পর্দায় স্ত্রী ইয়েসুবাঈকে নিয়ে সম্ভাজি মহারাজের নাচ-গান থেকেই ভুল তথ্য প্রদানের দাবি উঠেছে।
প্রথম ঝলক প্রকাশ্যে আসার পর থেকেই বিতর্কে ভিকি কৌশল অভিনীত আসন্ন ঐতিহাসিক ছবি ‘ছাভা’।ভিকি কৌশল-রাশমিকা মান্দানা অভিনীত এই ছবিতে পর্দায় ছত্রপতি সম্ভাজির জীবনের কিছু ঘটনা বিশেষ করে পর্দায় স্ত্রী ইয়েসুবাঈকে নিয়ে সম্ভাজি মহারাজের নাচ-গান থেকেই সকল সমস্যার সূত্রপাত। মূলত ট্রেলারে মারাঠাদের বিশেষ বাদ্যযন্ত্র লেজ়িম-এর তালে নাচতে দেখা গিয়েছে ছত্রপতি শম্ভাজি -রূপী ভিকি এবং ইয়েসুবাঈ-রূপী রশ্মিকাকে। এই নাচ- গান মহারাষ্ট্রের কেউ মানতে পারছে না।ফলে বাধ্য হয়েই ‘ছা্ভা’ নিয়ে বড় সিদ্ধান্ত নিলেন পরিচালক লক্ষ্মণ উতেকার।
গতকাল সোমবার (২৭ জানুয়ারি) নির্মাতা লক্ষ্মণ জানিয়েছেন ছত্রপতি ও ইয়েসুবাইয়ের নাচের দৃশ্য ছবি থেকে বাদ দেওয়া হবে। মহারাষ্ট্র নবনির্মাণ সেনার প্রধান রাজ ঠাকরের সঙ্গে দেখা করার পরেই এই সিদ্ধান্ত নিয়েছেন ছবির পরিচালক। আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে জানিয়েছেন তিনি। ছবিতে মারাঠা যোদ্ধা সম্ভাজি মহারাজের চরিত্রে অভিনয় করেছেন ভিকি কৌশল। তার বিপরীতে স্ত্রী ইয়েসুবাঈয়ের চরিত্রে আছেন রাশমিকা মান্দানা।
আরও পড়ুনঃ- দর্শকদের হতাশ করতে চান না মিম
ছবির এই বিতর্কিত গানটি বাদ দেয়ার প্রসঙ্গে এক বিবৃতিতে পরিচালক বলেছেন, “আমি রাজ ঠাকরের সঙ্গে দেখা করেছি। খুবই শিক্ষিত মানুষ তিনি। তাই ওর থেকে আমি কিছু পরামর্শ নিয়েছি। সত্যিই ওর পরামর্শ আমার কাছে খুবই মূল্যবান। ওর সঙ্গে দেখা করার পরেই সিদ্ধান্ত নিয়েছি, সম্ভাজি মহারাজের নাচের দৃশ্য মুছে দেব আমরা।”
দৃশ্যটিতে সম্ভাজি মহারাজ ও যেশুবাইকে ‘লেজিম’ নৃত্য পরিবেশন করতে দেখা যায়। এটি মহারাষ্ট্রের লোকনৃত্য। পরিচালক বিবৃতিতে আরো বলেন, “লেজিম নৃত্য কোন বিরাট বিষয় নয়। সম্ভাজি মহারাজ এই নাচের থেকে অনেক বড়। তাই আমরা ছবি থেকে এই নাচের দৃশ্যে মুছে দিচ্ছি।”
প্রসঙ্গত, লক্ষ্মণ উতেকার পরিচালিত 'ছাভা' ভারতীয় যোদ্ধা-রাজা ছত্রপতি শিবাজীর পুত্র ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবনের উপর ভিত্তি করে নির্মিত।শিবাজী সওয়ান্তের উপন্যাস ‘ছাভা’র উপর ভিত্তি করে এই ছবি তৈরি করেছেন লক্ষ্মণ। ছত্রপতি শিবাজির জ্যেষ্ঠ পুত্র ছত্রপতি সম্ভাজি মহারাজ। এই বইতে ২০ বছর বয়সি যোদ্ধা হিসাবে সম্ভাজি কেমন ছিলেন, তাও তুলে ধরা হবে। ছবিটিতে ভিকি কৌশল ও রাশমিকা ছাড়াও রয়েছেন অক্ষয় খান্না, আশুতোষ রানা এবং দিব্যা দত্তসহ প্রমুখ অভিনয়শিল্পী।
স্টাফ রিপোর্টার
সর্বাধিক পঠিত
Loading...