দক্ষিণী চলচ্চিত্রের দুই তারকা ধানুশ ও নয়নতারা নেটদুনিয়ায় ভাইরাল তিন সেকেন্ডের একটি ভিডিওকে কেন্দ্র করে আইনি দ্বন্দ্বে জড়িয়েছিলেন। এবার সেই লড়াইয়ে ধানুশের জয় হলো।
ধানুশ ও নয়নতারা দক্ষিণী সিনেমার দুই জনপ্রিয় মুখ।
কিছুদিন পূর্বে তুচ্ছ এক ঘটনাকে কেন্দ্র করে দ্বন্দ্বে জড়ান তারা। নয়নতারা পরিচালিত তথ্য চিত্র ''নয়নতারা: বিয়ন্ড দ্য ফেয়ারি টেল'' -এ তিন সেকেন্ডের জন্য ধানুশ প্রযোজিত ছবি ‘নানুম রাউডি ধান’-এর ছোট্ট অংশ ব্যবহার করা হয়েছে।নয়নতারা তার অনুমতি ব্যতীত এই সিনেমাটির ক্লিপিং ব্যবহার করেছেন - এই মর্মে বিষয়টি নিয়ে অভিনেত্রীকে ১০ কোটি রুপির আইনি নোটিশ পাঠিয়েছিলেন । পরবর্তীতে নয়নতারার বিরুদ্ধে মামলা করেন অভিনেতা।এবার সেই আইনি লড়াইয়ে ধানুশের কাছে হেরে গেলেন নয়নতারা।
জানা গেছে, কপিরাইট আইন লঙ্ঘনের মামলায় নয়নতারার বিরুদ্ধে আইনি লড়াইয়ে জয়ী হয়েছেন অভিনেতা ধানুশ। সম্প্রতি নয়নতারার পক্ষে নেটফ্লিক্স ইন্ডিয়ার করা মামলাটি বাতিল চেয়ে আবেদন খারিজ করে দিয়েছেন মাদ্রাজ হাইকোর্ট।
মূলত নয়নতারার ডকুমেন্টারি ‘নয়নতারা: বিয়ন্ড দ্য ফেইরিটেল’-এ ধানুশ প্রযোজিত সিনেমা ‘নানাম রাউডি ধান’র তিন সেকেন্ডের ফুটেজ অনুমতি ছাড়াই ব্যবহারের কারণে এই মামলা হয়। গত বছরের নভেম্বরে কপিরাইট লঙ্ঘনের অভিযোগ এনে অভিনেত্রীর বিরুদ্ধে এই মামলা করেন ধানুশ। যেখানে নয়নতারার স্বামী ভিগনেশ শিবান এবং তাদের প্রোডাকশন হাউস রাউডি পিকচার্সকেও বিবাদী করা হয়।
এক বিবৃতিতে ধানুশের আইনজীবী বলেন, "কপিরাইট লঙ্ঘন করে ‘নানাম রাউডি ধান’ সিনেমার ফুটেজ ব্যবহার করা হয়েছে আমার ক্লায়েন্টের। ২৪ ঘণ্টার মধ্যে সেই ফুটেজ ডকুমেন্টারি থেকে সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। যদি তা না করা হয়, তবে ১০ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করে আইনি পদক্ষেপ নেব আমরা।"
আরও পড়ুনঃ- জাতীয় চলচ্চিত্র সম্মেলনে অতিথি থাকছেন তিন উপদেষ্টা
এর আগে, ইনস্টাগ্রামে একটি পোস্টে ধানুশের ক্ষতিপূরণ দাবিকে ‘অত্যন্ত নিচু মানসিকতা’ হিসেবে অভিহিত করেছেন নয়নতার। এখানেই থামেননি নয়নতারা। তার আরও অভিযোগ, “তিন সেকেন্ডের ঝলক দেখানোর অনুমতি চেয়ে কমবেশি আড়াই বছর লড়তে হয়েছে আপনার সঙ্গে। তার পরেও আপনার অনুমতি পাইনি! শেষে সমস্ত অংশ বাদ দিয়ে সমাজমাধ্যম থেকে ছবির সামান্য কিছু অংশ নিয়েছিলাম। তাতেও এত কাণ্ড!”
পাশাপাশি সেখানে তিনি শাহরুখ খান,চিরঞ্জীবী,রাম চরণ এবং অন্যান্য প্রযোজকদের ধন্যবাদ জানান,যারা তাদের সিনেমার ফুটেজ ব্যবহারে কোনো বাধা দেননি এবং সহজেই অনুমতি দিয়েছিলেন।
উল্লেখ্য, নয়নতারা তার তথ্যচিত্র ''নয়নতারা: বিয়ন্ড দ্য ফেয়ারি টেল''-এ সেই সব মানুষের গল্প বলেছেন, যারা অন্যের সুখে সুখী।
ডেস্ক রিপোর্টার
সর্বাধিক পঠিত
Loading...