ঢাকাই সিনেমার চর্চিত অভিনেত্রী পরীমণি নিজ জীবনের গল্প,আবেগ, অনুভূতি সবার সাথে ভাগাভাগি করে নিতে ভালোবাসেন ।তবে এবার তাকে নিজের মতো বাঁচতে দেয়ার আকুতি জানালেন।
ঢাকাই সিনেমার নন্দিত- সমালোচিত চিত্রনায়িকা পরীমণি। অসামান্য রূপ লাবণ্য ও স্পষ্টবাদিতার কারণে পরী জয় করে নিয়েছেন দর্শকমন। তবে ক্যারিয়ারের শুরু থেকেই সব ছাপিয়ে পরীমণি বরাবরই তার ব্যক্তিজীবন নিয়ে চর্চায় ছিলেন ও আছেন।
পরীমণি আলোচনায় এসেছেন কখনো তার একাধিক বৈবাহিক জীবন নিয়ে, কখনো তার উশৃঙ্খল আচরণ কিংবা অন্যের সাথে দুর্ব্যবহারের কারণে। আবার কখনো মামলা মোকদ্দমা নিয়ে সমালোচিত হয়েছেন।কখনো ফেসবুক পোস্ট, আবার কখনো কাউকে জড়িয়ে পরিমণিকে নিয়ে মিডিয়ায় গুঞ্জন, কোলাহল- নানা সময় নানা কারণ আলোচনার কেন্দ্রবিন্দুতে অবস্থান তার।
ব্যক্তিজীবনে স্বাধীনচেতা পরীর জগৎ জুড়ে আছে তার দুই সন্তান।স্বামী রাজের সঙ্গে বিচ্ছেদের পর দুই ছেলে-মেয়েকে নিয়েই এখন পরীর জীবন। অতীত নিয়ে না ভেবে দুই সন্তানকে নিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে চান পরীমণি।দীর্ঘদিন ধরে এমনটাই বলে আসছেন পরীমণি। তবে অহেতুক গুঞ্জন কিছুতেই তার পিছু ছাড়ছে না।তরুণ গায়ক শেখ সাদীর সাথে প্রেমের গুঞ্জন তারই প্রমাণ। তারকা হিসেবে পরীমণি আলোচনায় থাকতে ভালোবাসেন, তবে সে আলোচনা যখন কাজ ছাড়িয়ে শুধু ব্যক্তিজীবনকেন্দ্রিক হয় তখন হয়তো সহনশীলতাকেও ছাড়িয়ে যায়। নায়িকা পরীমণি এবার তাই এই আলোচনা - সমালোচনা থেকে রেহাই পেতে চাইলেন।
আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ভোর ৫টা ২০ মিনিটে আলোচিত চিত্রনায়িকা পরীমণি তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস শেয়ার করেন। যেখানে তিনি সবাইকে মনে করিয়ে দিয়েছেন একজন নায়িকা হিসেবে সফল ক্যারিয়ারের বাইরেও এই সমাজের একজন মানুষ হিসেবে সুস্থভাবে সুন্দরভাবে বেঁচে থাকার অধিকার রয়েছে তার।তাই সবার প্রতি পরীর বিনীত অনুরোধ একজন নায়িকা পরীমণির কাজ নিয়ে চর্চা হোক,কিন্তু ব্যক্তি পরীমণিকে এবার যেন রেহাই দেয়া হয়। সবকিছু ছাপিয়ে তিনি যে এখন দুই সন্তানের মা,তিনি এবার তাদের নিয়ে সুন্দর ভাবে বাঁচতে চান। তাদেরকে এবার সকল ব্যক্তি চর্চা, গুঞ্জন, গুজব, জল্পনা - কল্পনা থেকে মুক্তি দিয়ে সুচারু রূপে থাকতে দেয়া হোক ।
চিত্রনায়িকা পরিমণির স্ট্যাটাসটি ’বার্নাবী নিউজ'র পাঠকদের জন্য হুবুহু তুলে ধরা হলো-
‘'আজ কোনো এক কারণে নিজেকে নিজের মতো করে অনেকগুলো প্রশ্ন করতে ইচ্ছে করলো আমার। নিজের সাথে কথোপকথন হলো খুব। নিজেকে আক্রমণাত্মক প্রশ্ন করলাম সবগুলোই।
আরও পরুনঃ- সাদীর নতুন গান ‘কুফা’র সফলতা নিয়ে আত্মবিশ্বাসী পরীমণি
যেমন- ১।পরী,আপনি কর্ম জীবনে কি এমন কাজ করেছেন বলে মনে করেন যার জন্য সাধারণ জনগণের আপনাকে নিয়ে এত মাতামাতি? বা পাশাপাশি গনমাধ্যমে আপনাকে নিয়ে এতো সম্প্রচার কেন হয় বলে মনে করেন?
২। আপনার কাজের থেকে লোকে আপনার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে কেন পছন্দ করে?
৩। আপনার আগের জেনারেশনের থেকেও যদি আরো একটু আগে চলে যাই,যেমন- শাবানা, ববিতা, কবরী , রজিনা’দের আমলে কি তারা তাদের কাজ নিয়ে যতটা ফোকাসে থাকতেন ততটা কি তাদের ব্যক্তিগত জীবন নিয়ে ফোকাসে থাকতেন?
৪……নিজেকে থামিয়ে দিলাম এরকম হাজারো প্রশ্নের থেকে।
কারণ, জীবনে কখনো কখনও নিজের কর্ম অবস্থানের থেকে খুব বেশি জরুরী হয়ে পড়ে ওই জীবনটা। প্রত্যেকটা জীবনের অধিকার আছে সুন্দর করে বেঁচে থাকার।
আমার প্রথম অনুরোধ, প্লিজ এবার একটু ছেড়ে দেন আমাকে। আমার কাজের বাইরে আমার ব্যক্তিগত জীবন নিয়ে আর টানাটানি কইরেন না আল্লাহর ওয়াস্তে…
বিশ্বাস করেন, এখানে আমার জীবনটাই অনেক বেশি গুরুত্বপূর্ণ এখন। আমার সাকসেসফুল কেরিয়ার এর থেকেও জরুরী আমার সুস্থ জীবন যাপনের। কারণ আমার বাচ্চাদের আমি একটা সুন্দর সুস্থ জীবন দিতে চাই। আমি আমার বাচ্চাদের মা/একমাত্র অভিভাবক হয়ে আমি তার সর্বোচ্চ টা দিতে চাই। যেমন করে হয়তো সব মায়েরাই চায়!
গত তিন/চারটা মাস আমার জীবনের সব থেকে কঠিন সময় পার করেছি আমি। কেন / কি জন্যে সেটার ডেসক্রিপশনটা দেয়ার প্রয়োজন নেই বলে ধরে নিচ্ছি।
আমি নায়িকা, আমি মেয়ে, সব কিছু ছাড়িয়ে আমি মানুষ। আমি এই পৃথিবীর সমস্ত মানুষের কাছে প্রার্থনা করছি - হে মানুষ, হে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রাণ, তোমরা আমার উপর এবার একটু রহম করো। আগে আমি সুন্দর করে একটু বাঁচি, তারপর এমন হাজারো প্রশ্নের উত্তর দেব।’'
স্টাফ রিপোর্টার
সর্বাধিক পঠিত
Loading...