প্রেক্ষাগৃহে মুক্তি পেতেই ২০২৪'র বহুল প্রতীক্ষিত ছবি আল্লু অর্জুনের 'পুষ্পা দ্য রুল'র উন্মাদনায় মেতেছিল সিনেপ্রেমীরা। ওটিটিতে রিলিজ হতেই দেখা যাচ্ছে ভিন্ন চিত্র।
আল্লু অর্জুনের 'পুষ্পা দ্য রুল'র ঝড়ে বহু বক্সঅফিস রেকর্ড উড়ে গিয়েছিল। তৈরি হয়েছে অনেক নতুন মাইলফলক। আর প্রযোজনা প্রতিষ্ঠান ও ওটিটি প্ল্যাটফর্মের প্রতিশ্রুতিমতো ছবি মুক্তির ৫৬ দিনের মধ্যে ওটিটিতে এসে গিয়েছে শোরগোল সৃষ্টিকারী এই ছবি। ৩০ জানুয়ারি এই ব্লকবাস্টার হিট ছবি ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে।আর ছবি ওটিটিতে আসতেই দর্শকরা ইতোমধ্যে দেখা শুরু করে দিয়েছে।আর ছবি দেখার পর সোশ্যাল মিডিয়ায় উঠেছে দর্শকদের মিশ্র প্রতিক্রিয়াসম্পন্ন রিভিউয়ের ঝড় ।
রিভিউ অনুযায়ী, দর্শকদের অনেকের মতে ‘পুষ্পা ২' একেবারে নিখুঁত, আবার অনেকের মতে ‘অসহ্যকর’। আর বর্তমানে এই নিয়েই দুই ভাগে ভাগ হয়ে গিয়েছে সমাজমাধ্যম। বিশেষ করে গল্পে আল্লু অর্জুন অর্থাৎ পর্দার ‘পুষ্পা রাজ’-এর হাওয়ায় উড়ে ভিলেনদের সঙ্গে লড়াই করার দৃশ্য নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা। আল্লু ভক্তদের কাছে এই দৃশ্য 'ঈশ্বরিক' অ্যাকশন।কিন্তু অনেকের কাছে এই দৃশ্য হাসির খোরাকে পরিণত হয়েছে।
আল্লু অর্জুন সঙ্গে ভিলেনদের লড়াইয়ের এই দৃশ্যটার সময় প্রেক্ষাগৃহে দর্শকরা ভীষণ ভাবে উত্তেজিত হয়ে পড়েছিলেন। প্রেক্ষাগৃহ যে তখন তুমুল করতালিতে ফেটে পড়েছে সেটা আর বলার বাকি রাখে না। তবে, এখন 'পুষ্পা ২' সবার ঘরে ঘরে পৌঁছে যাওয়ায় 'পুষ্পা'র এই লড়াইয়ের দৃশ্য নিয়ে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া।ওটিটি রিলিজ হতেই ট্রলের শিকার ‘পুস্পা ২’! উড়ন্ত আল্লুর কীর্তি দেখে রসিকতা করছে নেটিজেনরা। অনেকের কাছেই 'পুষ্পা ২'-এর এই অ্যাকশন সিকোয়েন্স অবাস্তব বলে মনে হয়েছে। মাধ্যাকর্ষণকে অস্বীকার এই ভাবে উড়ে উড়ে 'পুস্পা'-এর লড়াই করা নিয়ে প্রচন্ড ভাবে ট্রল করছেন অনেকে।
আরও পড়ুনঃ- বিপিএলে নিজ দলের শেষ ম্যাচ দেখতে মাঠে থাকবেন শাকিব
সোশ্যাল মিডিয়ায় এই দৃশ্য দেখে একজন মজা করে লিখেছেন, ‘আমাদের সত্যিই এমন কিছু অ্যাকশন কোরিওগ্রাফার দরকার যারা মাধ্যাকর্ষণ এবং পদার্থবিজ্ঞানের নিয়মকে মেনে চলবেন।’ আর এক নেটিজেন লেখেন, ‘আমি হাসি থামাতে পারিনি যখন পুস্পা সোজা হাওয়া উড়ে বুমেরাংয়ের মতো ঘুরে বেরিয়ে ওই হাত বাঁধা অবস্থায় মুখে কাটারি ধরে লড়াই করছিল।' আর একজন নেটাগরিক লিখেছেন, ‘এর ঠিক আগের অংশটা আরও খারাপ ছিল সে উড়ে বেড়াচ্ছিল আর সবাই নীচে পড়ে যাচ্ছিল সম্ভবত গত বছর আমার দেখা সবচেয়ে খারাপ ছবিগুলির মধ্যে এটি একটি। ২০০০ কোটি টাকা আয় করেছে ছবিটা এবং এখন আমরা এর আরও একটা সিক্যুয়াল দেখতে চলেছি। এর থেকে ভয়ঙ্কর আর কী হতে পারে।'
উল্লেখ্য, ‘পুষ্পা’ ট্রিলজির দ্বিতীয় সিনেমা 'পুষ্পা দ্য রুল'।প্রথম কিস্তি 'পুষ্পা দ্য রাইজ' মুক্তি পেয়েছিল ২০২১ সালে।এর শেষ পর্ব ‘পুষ্পা : দ্য র্যাম্পেজ’ মুক্তি পাবে ২০২৬ সালে।‘
ডেস্ক রিপোর্টার
সর্বাধিক পঠিত
Loading...