বলিউডের সফল ফ্র্যাঞ্চাইজি 'হেরা ফেরি'র তৃতীয় সিক্যুয়েল আসা নিয়ে জল্পনা কল্পনা ছিল।অবশেষে দীর্ঘ দেড় যুগ পর নির্মাতা প্রিয়দর্শন নিজেই 'হেরা ফেরি ৩' নির্মাণের ঘোষণা দিলেন।
বলিউডের সফল ফ্র্যাঞ্চাইজি ছবিগুলোর মধ্যে 'হেরা ফেরি' অন্যতম। পরপর দুই কিস্তি দর্শকদের মুগ্ধ করার পর থেকেই এর তৃতীয় সিক্যুয়েল আসার অপেক্ষায় দর্শকরা। তবে এতদিন শুধুমাত্র গুঞ্জনে সীমাবদ্ধ ছিল বলিউডের অন্যতম সফল পরিচালক-অভিনেতা জুটি অক্ষয় কুমার ও প্রিয়দর্শনের সেরা এই কাজ । তবে হেরা ফেরি, ভাগম ভাগ, ভুল ভুলাইয়ার মতো ব্লকবাস্টার ছবির পর, এই জুটি নিয়ে আসছেন তাদের নতুন কাজ।শেষপর্যন্ত হেরা ফেরি ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তির জন্য দুজনে হাত মেলাতে প্রস্তুত।
এইচটি সিটিকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা অক্ষয় কুমারও বিষয়টি নিশ্চিত করে জানালেন, ‘প্রিয়ন স্যার হেরা ফেরি ৩ পরিচালনার প্রস্তাব দিয়ে আমাদের সবাইকে চমকে দিয়েছেন। ২০২৫ সালের শুরুটা কী দারুণ।’
৩০ জানুয়ারি বৃহস্পতিবার নিজের জন্মদিনে প্রিয়দর্শন প্রাথমিকভাবে এই ইঙ্গিত দেওয়ায় ভক্তরাও রীতিমতো বিস্মিত। ইনস্টাগ্রামে অক্ষয়ের থেকে আসা শুভেচ্ছাবার্তা রিপোস্ট করে, ৬৮ বছর বয়সী এই নির্মাতা তার ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, ‘'অক্ষয় কুমার, তোমার শুভেচ্ছার জন্য অনেক ধন্যবাদ। বিনিময়ে আমিও তোমাকে একটি উপহার দিতে চাই। আমি হেরা ফেরি ৩ করতে রাজি আছি। তুমি কি প্রস্তুত আছো অক্ষয়, সুনীল শেট্টি ও পরেশ রাওয়াল’।
অভিনেতা অক্ষয় কুমার নির্মাতা প্রিয়দর্শনের এই ইন্সটা স্টোরি দেখার পর গণমাধ্যম এইচটি সিটিকে নিশ্চিত করেছেন যে, তিনি চলচ্চিত্র নির্মাতা প্রিয়দর্শনের সঙ্গে কাজ করতে চলেছেন হেরাফেরি ৩-এ।
আরও পড়ুনঃ- গান গাইতে গাইতে মঞ্চে লুটিয়ে পড়লেন সাবিনা ইয়াসমিন
এর আগে বৃহস্পতিবার সকালে অক্ষয় দুজনের একটি সুন্দর ছবি শেয়ার করেছিলেন এবং ইনস্টাগ্রামে ক্যাপশনে লিখেছিলেন, ‘শুভ জন্মদিন, প্রিয়ন স্যার! ভূতে ঘেরা ভুতুড়ে সেটে দিন কাটানোর চেয়ে জন্মদিন উদযাপনের এর চেয়ে ভাল উপায় আর কী হতে পারে... আমার জীবনের একজন পরামর্শদাতা হওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনিই একমাত্র ব্যক্তি, যিনি বিশৃঙ্খলাকেও মাস্টারপিসে পরিণত করতে পারেন। আশা করি, আজকে আপনার কম রিটেক লাগবে। আর সামনের বছরটি হোক আপনার জন্য চমৎকার।’
প্রসঙ্গত,বর্তমানে 'ভূত বাংলা' নামে একটি হরর-কমেডি ছবির শুটিং করছেন প্রিয়দর্শন। সিনেমায় অক্ষয় এবং পরেশ রাওয়াল ছাড়াও অভিনয় করবেন টাবু, রাজপাল যাদব, ওয়ামিকা গাব্বি, আনসারি প্রমুখ।এছাড়া টলিউড থেকে এই ছবিতে রয়েছেন যিশু সেনগুপ্তও।
উল্লেখ্য, অক্ষয় কুমার এবং প্রিয়দর্শন অতীতে হেরা ফেরি (২০০০), ভুল ভুলাইয়া (২০০৭), খাট্টা মিঠা (২০১০) এবং ভাগম ভাগ (২০০৬) এর মতো কাল্ট ক্লাসিক সিনেমাগুলোতে কাজ করেছেন একসঙ্গে। 'হেরা ফেরি' সিরিজের দুটি সিনেমাই ছিল সুপার ডুপার হিট। ২০০০ সালে মুক্তি পেয়েছিল 'হেরা ফেরি'। আর ২০০৬ সালে আসে 'ফির হেরাফেরি'। "হেরা ফেরি ৩" আসার চর্চা চলছিল সেই করোনার আগে থেকে। এতদিনে বুঝি সত্যি তা শুরু হতে চলেছে। আর পুরনো কাস্টকে প্রিয়দর্শন ট্যাগ করায় আনন্দে আত্মহারা দর্শক। কারণ তাদের পুরনো ব্লকবাস্টার ত্রয়ী বাবুরাম, রাজু আর শ্যামকে এই সিনেমার মধ্য দিয়ে আবারও ফিরে পেতে যাচ্ছেন।
ডেস্ক রিপোর্টার
সর্বাধিক পঠিত
Loading...