শাহিদ কাপুরের রাফ অ্যান্ড টাফ অবতারের মুগ্ধতা ছড়িয়ে ৩১ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘দেবা’। তবে মুক্তির দিনেই অনলাইনে ফাঁস হয়ে গেল বহুল আকাঙ্ক্ষার সেই ছবি।
বহুদিন ধরে বড়পর্দায় শহীদকে দেখতে মুখিয়ে ছিলেন দর্শক! প্রায় এক বছর পর অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে "দেবা" নিয়ে প্রেক্ষাগৃহে এসেছেন শাহিদ। কিন্তু মুক্তির প্রথম দিনেই বিরাট অনর্থ ঘটে গেল বলিউডের "কবীর সিং" খ্যাত এই তারকা অভিনেতার সিনেমার সাথে।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, মুক্তির দিনই অনলাইনের বিভিন্ন সাইটে ফাঁস হয়েছে ‘দেবা’। তবে সেটা হলপ্রিন্ট নয়, একেবারে এইচডি কোয়ালিটিতে!ছবিটি খুব সহজেই ডাউনলোডও করা যাচ্ছে। এছাড়াও ফিল্মিজিলা, মুভিসরুলস, ফিম্লিমিফোরওয়াপ, পাগলওয়ার্ল্ড এবং ভেগামুভিতে ফাঁস হয়েছে ছবিটি।
৮০ কোটি রুপি ব্যয়ে নির্মিত "দেবা" মুক্তির দিনেই পাইরেসির শিকার হওয়ায় বক্স অফিস আয় নিয়ে শঙ্কায় আছেন নির্মাতা ও প্রযোজকরা। বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে তাদের। বক্স অফিস ট্র্যাকিং সাইটগুলি থেকে জানা যায়, ছবির অগ্রিম বুকিং থেকে আয় আশানুরূপ হয়নি। তাদের অনুমানের তুলনায় প্রায় ১-৩কোটি টাকা আয় কম হয়েছে!
সিনেবিশ্লেষকরা ও ফিল্ম সমালোচকরা আশা করেছিলেন, শাহিদের এই সিনেমা উদ্বোধনী দিনে অগ্রিম বুকিং থেকে বেশ ভালোই ফল করবে। তবে পরিসংখ্যান অবশ্য সেটা বলছে না। স্যাকনিল্ক-এর দেওয়া তথ্য অনুসারে ‘দেবা’ প্রথম দিনে অগ্রিম বুকিং করে মাত্র ১.৬৭ কোটি টাকা আয় করেছে। ছবিটি মুক্তির আগে ভারতজুড়ে এক লাখেরও কম টিকিট বিক্রি হয়েছে!
আরও পড়ুনঃ- পরিবারের সঙ্গে ছুটির আমেজে বিদ্যা সিনহা মিম
শাহিদ কাপুর অভিনীত ‘দেবা’ ছবিটি পুরোপুরি বাণিজ্যিক ঘরানার ছবি। ছবিটি ফাঁস হওয়া সত্বেও সিনেমা সংশ্লিষ্টরা আশা করছেন, ছবিটি স্পট বুকিংয়ে ঘুরে দাঁড়াবে। শুক্রবার মুক্তি পাওয়া ছবিটির বক্স অফিস আয় নিয়ে বলিউড মুভি রিভিউজ বলছে, ‘দেবা’ মুক্তির দিন এখনও পর্যন্ত ভারতীয় বক্স অফিসে ৫-৭ কোটি টাকা নেট আয় করেছে! যদিও এই আয় শাহিদের শেষ হিট ছবি ‘কবীর সিং’-এর এক-তৃতীয়াংশেরও কম। সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘কবীর সিং’ ২০১৯ সালে প্রথম দিনে প্রায় ২০ কোটি টাকা আয় করেছিল।তবে শেষ পর্যন্ত শাহিদ কাপুরের ভক্ত অনুরাগীদের জোরে "দেবা" ঘুরে দাঁড়াবে কিনা সেটা সময় বলে দিবে।
প্রসঙ্গত ,সিদ্ধার্থ রায় কাপুর এবং উমেশ কে আর বংসল প্রযোজিত। 'দেবা' ছবিটির মধ্য দিয়ে পরিচালনায় অভিষেক হয়েছে রোশন অ্যান্ড্রুর। এই ছবিতে মুখ্য ভূমিকায় 'দেব অম্ব্রে' চরিত্রে অভিনয় করতে দেখা যাবে শাহিদ কাপুরকে। পূজা হেগড়ে অভিনীত চরিত্রের নাম 'দিয়া' । এছাড়া আরো অভিনয় করেছেন পাভেল গুলাটি, প্রভেশ রানা, গিরিশ কুলকার্নি, কুবরা সেইট, অদিতি সন্ধ্যা শর্মাসহ প্রমুখ।
ডেস্ক রিপোর্টার
সর্বাধিক পঠিত
Loading...