বলিউডের বহুল প্রতীক্ষিত আসন্ন ঈদুল ফিতরের ছবি ‘সিকান্দার’ এ প্রথমবার সালমান খানের বিপরীতে দেখা যাবে রাশমিকা মান্দানাকে। তবে তার আগেই নতুন ছবিতে ফের জুটিবদ্ধ হলেন তারা।
বলিউড ভাইজানের ভক্ত-অনুরাগীসহ সিনেমাপ্রেমীরা অধীর আগ্রহে 'সিকান্দার'র মুক্তির প্রহর করছেন। কারণ ভাইজান গত ঈদে তাদেরকে ঈদি থেকে বঞ্চিত করেছেন। আর সেই ঈদি দ্বিগুন হয়ে আসবে এবার। আর সেইসঙ্গে ধামাকা হয়ে আসছে নতুন জুটি সালমান - রাশমিকা যাদের পর্দার রসায়ন দেখার অপেক্ষায় সকলে।
বর্তমানে "সিকান্দার" ছবিটির শেষ মুহূর্তের শুটিং করছেন তারা। এরইমধ্যে নতুন এই চমকপ্রদ জুটি আবারও সুখবর দিলেন। অ্যাটলি কুমারের পরবর্তী সিনেমায় আবারও একসঙ্গে দেখা যাবে তাদের। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদন বিষয়টি নিশ্চিত করেছে। ‘পুষ্পা ২’-এ রাশমিকার অভিনয়ে মুগ্ধ হয়েই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলিউড ভাইজান ও নির্মাতা অ্যাটলি।
ফিল্মফেয়ারের এক প্রতিবেদনে বলা হয়, ‘'সালমান খান এবং রাশমিকা মান্দানা দু’জনেই ‘সিকান্দর’-এ দুর্দান্ত পারফর্ম্যান্স করতে চলেছেন। ‘পুষ্প ২’-এ রাশমিকার অভিনয় সালমান এবং অ্যাটলি দু’জনকেই মুগ্ধ করেছে। সে কারণেই প্রযোজকেরা অ্যাটলির আসন্ন ছবিতেও সালমানের সাথে তাকে যুক্ত করেছেন।
২০২৪ সালের ডিসেম্বরে অ্যাটলি কুমার সংবাদমাধ্যমে জানিয়েছিলেন, সালমান খানকে তার ছবিতে প্রধান ভূমিকায় দেখা যাবে। যদিও তিনি ছবির নাম ঘোষণা করেননি। তবে গুঞ্জন শোনা গিয়েছিল, ছবির নাম A6। রজনিকান্ত বা কমল হাসানকে নিয়ে ভারতীয় সিনেমার অন্যতম বড় ছবি বানানোরও প্ল্যান ছিল তার। অনেকের মতে, তবে কি প্ল্যান চেঞ্জ?
আরও পড়ুনঃ- মুক্তির দিনেই অনলাইনে ফাঁস হলো শাহিদ কাপুরের ‘দেবা’
অ্যাটলি তার নতুন এই সিনেমা সম্পর্কে বলেন, ‘A6 এমন একটি সিনেমা, যা মানুষকে অন্যরকম বিনোদন দেবে। আমরা চিত্রনাট্য প্রায় শেষ করে এনেছি। প্রস্তুতির পর্যায়ে রয়েছি। ঈশ্বরের আশীর্বাদে শিগগিরই সবটা ঘোষণা করা হবে।’
প্রসঙ্গত, চলতি বছরের ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এআর মুরুগাদস পরিচালিত সালমান খানের 'সিকান্দার'। ২০২৪ সালের ঈদে কোনও ছবি মুক্তি না পাওয়ায় রীতিমতো অপেক্ষায় রয়েছেন ভক্তরা। ছবিতে সালমান খান ছাড়া আরও অভিনয় করেছেন রাশমিকা মান্দানা, কাজল আগরওয়াল,সত্যরাজ, প্রতীক বাব্বর। ছবিটি প্রযোজনা করেছেন সাজিদ নাদিয়াদওয়ালা।
ডেস্ক রিপোর্টার
সর্বাধিক পঠিত
Loading...