বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত অভিনেতা আমির খান বেশ অনেকদিন ধরে রুপালি পর্দার বাইরে।আর এই সময়ে তিনি অভিনয়ের চেয়ে তার ব্যক্তিজীবন নিয়ে বেশি আলোচনায় আছেন।
বলিউডের অন্যতম সফল তারকা অভিনেতা তার অভিনয়ের জন্য দর্শকনন্দিত ও সমাদৃত হয়ে এসেছেন। কিন্তু "লাল সিং চাড্ডা" ছবির ব্যবসায়িক অসফলতার পরে আমির খান তার চলচ্চিত্র ক্যারিয়ারে বিরতি নেন। আর এরপর থেকেই অভিনয়ের চেয়ে ব্যক্তিগত কারণেই বেশি চর্চিত হয়ে আসছেন।
দীর্ঘদিনের প্রেমিকা রিনা দত্তকে ছেড়ে দিয়ে পরিচালক কিরণ রাওয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার মধ্য দিয়ে আমির খানের লাভ লাইফ নিয়ে আলোচনার সূত্রপাত। সেই কিরণের সাথে ডিভোর্সের ঘোষণা দিয়ে সবাইকে অবাক করে দিয়েছিলেন অভিনেতা।কিরণের সাথ কেন বিচ্ছেদ হলো আমির খানের, এটা এখনো বলিউডে রহস্য! এরপর গেল বছর আমির খানের সঙ্গে নাম জড়িয়েছিল তার দঙ্গল সিনেমার নায়িকা ফাতিমা সানা শেখের।গুঞ্জন উঠেছিল, তার সঙ্গেই বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন।যদিও সেটা গুঞ্জনেই শেষ হয়েছে সত্যতা পাওয়া যায়নি।
এরমধ্যেই আমিরের নতুন প্রেম নিয়ে খবর। ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, মিস্টার পারফেকশনিস্টের মনে নাকি নতুন কারো জন্য ভালোবাসা জন্ম নিয়েছে! তবে সে সিনেমার কেউ নয় বলেই জানা গেছে।
ভারতীয় সংবাদমাধ্যম ফিল্মফেয়ারের এক খবরে বলা হয়েছে, আমিরের সঙ্গে ওই নারীর সম্পর্ক নাকি বেশ গভীর! বলিউড তারকার নতুন প্রেমিকা বেঙ্গালুরুর বাসিন্দা বলে জানিয়েছে সেই সূত্র।তিনি এই সম্পর্ক নিয়ে এতটাই নাকি সিরিয়াস যে সম্প্রতি পরিবারের সঙ্গে পরিচয়ও করিয়ে দিয়েছেন প্রেয়সীকে।
আরও পড়ুনঃ- দেশবরেণ্য সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন আইসিইউতে
যদিও আমিরের গোপনীয়তার স্বার্থে সেই নারীর পরিচয় খোলসা করা হয়নি। তবে বেঙ্গালুরুর সেই রহস্যময়ী নারীকে যে আমিরের পরিবারের সদস্যদের বেশ মনে ধরেছে, সেই খবর নিশ্চিত করেছে ফিল্মফেয়ার প্রতিবেদনের সেই সূত্র। এখন সেই নারীর সঙ্গে আমিরের জীবনের নতুন ইনিংস শুরু করা এখন শুধু অপেক্ষা।
এদিকে, বিচ্ছেদের এতদিন পরও প্রাক্তন স্ত্রীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছেন আমির খান। প্রথম স্ত্রী রিনা দত্ত হোক কিংবা দ্বিতীয় স্ত্রী কিরণ রাও- দুই প্রাক্তনের সাথেই তার বন্ধুত্ব অটুট। শুধু তাই নয়, নিয়ম করে তাদের দুইজনের সঙ্গে সপ্তাহে দুইদিন দেখাও করেন আমির।
প্রসঙ্গত, ১৯৮৬ সালে ভালোবেসে রীনা দত্তকে বিয়ে করেন আমির। এই দম্পতির দুই সন্তান- জুনায়েদ ও ইরা খান। ইতিমধ্যেই মেয়ের বিয়ে দিয়েছেন আমির। ছেলেও বলিউডে আত্মপ্রকাশ করেছে। আমির খান ও রিনার বিবাহ বিচ্ছেদ হয় ২০০২ সালে।
এরপর ২০০৫ সালে কিরণ রাওকে বিয়ে করেন আমির। তাদের একমাত্র সন্তান আজাদ। ২০২১ সালে বিচ্ছেদের ঘোষণা করেন দুজনে।
ডেস্ক রিপোর্টার
সর্বাধিক পঠিত
Loading...