একজন সফল উপস্থাপক হিসেবে বলিউড সুপারস্টার সালমান খানের জুড়ি মেলা ভার। যখনই কোন টিভি শো উপস্থাপনা করেন, সেটির জনপ্রিয়তা ওঠে তুঙ্গে। সালমান উপস্থাপিত "বিগ বস" তার উদাহরণ।
বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির সফলতম অভিনয় তারকা সালমান খান। শুধু নিজ দেশেই নয়, দেশের বাইরেও বলিউড সুপারস্টার সালমান খান ব্যাপক সমাদৃত। শুধু অভিনেতা কিংবা মডেল নয়, একজন সফল উপস্থাপক হিসেবে সালমানের জুড়ি মেলা ভার।ভারতীয় রিয়্যালিটি শো "বিগবস" এর সফলতা তার জ্বলন্ত প্রমাণ। যখনই সালমান ছাড়া 'বিগ বস'র কথা ভাবা হয়েছে, ব্যর্থ হতে হয়েছে। আর তাই যখনই এর সঞ্চালনা ছাড়ার কথা ভেবেছেন,অনুরোধে আবারো ফিরে এসেছেন বলিউড ভাইজান সালমান। তবে এবার সত্যিই পুরোপুরি ছেড়ে যাবার সিদ্ধান্ত নিলেন তিনি।
২০১০ থেকে ২০২৫ - ‘বিগ বস্’ সঞ্চালনার ১৫ বছরের লম্বা সফর সলমন খানের। তার সঞ্চালনাতেই ‘বিগ বস’র তুমুল জনপ্রিয়তা। সিনেমার ব্যস্ততায় কোন সিজনে তিনি না থাকলে শোয়ের জনপ্রিয়তায় ভাটা পড়েছে। সালমানের জনপ্রিয়তার জোরেই ছোট পর্দা থেকে ওয়েব প্ল্যাটফর্মে পা রেখেছে রিয়্যালিটি শো। দেখতে দেখতে চার বছর বয়স ওটিটি শো-এরও। ‘বিগ বস্ ১৮’ শেষ হওয়ার পরেই শোনা গেছে, ছোট পর্দার সঞ্চালনা ছাড়ছেন সালমান। গত ১ ফেব্রুয়ারি (শনিবার) ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ‘বিগ বস ওটিটি ৪’-এর সঞ্চালনাতেও আর থাকতে চাইছেন না ‘ভাইজান’। অর্থাৎ "বিগ বস" শো থেকে সবসময়ের জন্য নাকি নিজেকে সরিয়ে নিতে চলেছেন সালমান খান।
জনপ্রিয় এই শো-এ সঞ্চালনার সময় ভাইজানকে কঠোর-কোমল রূপে পাওয়া গিয়েছে। সালমান কখনও প্রতিযোগীদের বড় ভাইয়ের মতো সামলেছেন, কখনও বন্ধুর মতো হাসিঠাট্টায় মেতেছেন। তার উপস্থিতি মাতিয়ে রেখেছে অংশগ্রহণকারীদের। একই ভাবে তার সান্নিধ্য উপভোগ করেছেন রিয়্যালিটি শো-এ আসা তারকা অতিথিরাও। সেই তিনি-ই থাকবেন না! ‘'বিগ বস" কি তার জৌলুস ধরে রাখতে পারবে? এমন প্রশ্ন স্বাভাবিক ভাবেই উঠছে। ভক্তরাও ভাইজানের উপস্থিতির অভাব বোধ করবেন। ভক্তদের আকুতিতে সালমান কতটা টলবেন, সেটাএখনই বলা যাচ্ছে না।
আরও পড়ুনঃ- আবারও দেবের নায়িকা হলেন ইধিকা পাল
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ওটিটি-তে সঞ্চালনার জন্য রোহিত শেট্টি আর সোনু সুদের নাম উঠে এসেছে। এর মধ্যে সোনু সুদের পাল্লা ভারী। ছোট পর্দায় কে সঞ্চালনা করবেন সেটা এখনও জানা যায়নি। তবে এর আগে সালমানের শুটিং ব্যস্ততায় করণ জোহরকে সঞ্চালনা করতে দেখা গিয়েছে।
সালমান খানের হঠাৎ করেই জনপ্রিয় এই শো থেকে সরে যাওয়া নিয়ে বলিপাড়ায় জোর চর্চা চলছে। আপাতত দুটো মত বলিউডের অন্দরে ঘুরপাক খাচ্ছে। এক, ভাইজান ‘বিগ বস্ ১৮’-র বেশ কিছু প্রতিযোগীর থেকে খারাপ ব্যবহার পেয়েছেন। তাদের আচরণে অসম্মানিত তিনি। তার জন্যও নিজেকে সরিয়ে নিতে চাইতে পারেন। দুই, এক টানা একটি শো-এর সঙ্গে থাকতে থাকতে দর্শকের সঙ্গে তিনিও হয়তো একঘেয়েমিতে ভুগতে পারেন। আর একই সঙ্গে তার নিরাপত্তার বিষয়টিও একেবারে উড়িয়ে দিচ্ছে না বলিপাড়া।
তবে এর আগে বহুবার সালমান খান "বিগ বস" ছাড়তে চেয়েও ছাড়তে পারেননি। চ্যানেল অধিকর্তাদের অনুরোধ ও দর্শকের ভালোবাসায় ফিরে এসেছেন সঞ্চালনায়। এবারও শেষপর্যন্ত কি হবে, সেটা সময় বলে দিবে।
ডেস্ক রিপোর্টার
সর্বাধিক পঠিত
Loading...