বহুদিন ধরেই প্রিয়াঙ্কা চোপড়াকে হলিউডের সিনেমা-সিরিজে দেখা গেলেও ভারতীয় সিনেমায় দেখা যায়নি। এবার দেশে তার নতুন ছবিতে রেকর্ড পরিমাণ পারিশ্রমিকে ফিরছেন প্রিয়াঙ্কা।
বহুদিন ধরেই ভারতীয় সিনেমায় অনুপস্থিত প্রিয়াঙ্কা চোপড়া। ‘দেশি গার্ল’ খ্যাত তারকাকে দেশি সিনেমায় দেখা যায়নি। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, এস এস রাজামৌলির নতুন সিনেমায় দেখা যাবে অভিনেত্রীকে। শুধু তাই নয়, বিস্ময়কর হলেও সত্যি এ সিনেমার জন্য রেকর্ড পরিমাণ পারিশ্রমিক পাচ্ছেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে সূত্রে জানা গেছে , ‘আরআরআর’ সিনেমার অসাধারণ সাফল্যের পর এস এস রাজামৌলি নির্মাণ করতে চলেছেন সিনেমা ‘এসএসএম ২৯’। আগেই শোনা গিয়েছিলো, বহুল প্রতীক্ষিত এই সিনেমায় অভিনয় করতে আগ্রহী ছিলেন প্রিয়াঙ্কা। কিন্তু অভিনেত্রী বিরাট অঙ্কের পারিশ্রমিক চেয়ে বসলে প্রথমে রাজমৌলি রাজি হননি। শেষপর্যন্ত সাবেক এই বিশ্বসুন্দরীর কাছে হার মেনেছেন।আলোচনার মাধ্যমে তার সমাধান হয়েছে।
এদিকে, ভারতীয় গণমাধ্যম পিংকভিলাকে সিনেমার সঙ্গে যুক্ত একটি সূত্র জানিয়েছে, রাজামৌলির এই সিনেমার জন্য ৩০ কোটি রুপি বা ৪২ কোটি টাকা পারিশ্রমিক পাবেন প্রিয়াঙ্কা! রাজামৌলির অন্য কোনো সিনেমার নায়িকা আগে এত পারিশ্রমিক পাননি। সাধারণত হিন্দি সিনেমার নায়িকাদের যা পারিশ্রমিক হয়, এটা তারও প্রায় দ্বিগুণ। এর মাধ্যমে ভারতের সিনেমার ইতিহাসে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীর তালিকায় নাম লেখালেন প্রিয়াঙ্কা।
এর আগে জানা গেছে, এবার পরিচালক এস এস রাজামৌলি ভারতীয় সিনেমার ইতিহাসে অন্যতম ব্যয়বহুল ছবি উপহার দিতে চলেছেন। তার এই ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন দক্ষিণী তারকা মহেশ বাবু। তবে সিনেমাটিতে নায়ক- নায়িকা ছাড়া অন্যান্য চরিত্রে কারা অভিনয় করবেন, সেটা এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।
আরও পড়ুনঃ- স্থগিত হলো চট্টগ্রামে হাবিব ওয়াহিদের কনসার্ট
রাজামৌলির নতুন এই ছবির বাজেট এক হাজার কোটি রুপি! জঙ্গলে অ্যাডভেঞ্চার কে কেন্দ্র করে নির্মিত এ ছবিটিকে ঘিরে সিনেমাপ্রেমীরা এখন থেকেই রোমাঞ্চিত।রাজামৌলির এই সিনেমায় মনোমুগ্ধকর দৃশ্য এবং আকর্ষণীয় গল্প দেখানো হবে বলে আশা ব্যক্ত করেছেন। সিনেমার শুটিং হবে হায়দরাবাদ ও কেনিয়ার বিভিন্ন লোকেশনে।
জানা গেছে, রাজামৌলি তাঁর ‘বাহুবলী’ ছবির মতো এ ছবিটিকেও দুটি পর্বে মুক্তি দেয়ার কথা ভাবছেন।মহেশ বাবুঅভিনীত এই ছবির প্রথম পর্ব ২০২৭ সালে, আর দ্বিতীয় পর্ব ২০২৯ সালে মুক্তি পাবে বলে জানা গেছে। ছবির গল্প লেখার কাজ প্রায় শেষ হয়ে গেছে।
উল্লেখ্য, শোনা যাচ্ছে চলতি বছর এপ্রিলেই এস এস রাজামৌলি তার নতুন এই ছবির শুটিং শুরু করবেন।
ডেস্ক রিপোর্টার
সর্বাধিক পঠিত
Loading...