কনসার্টে নারী ভক্তের সাথে উদ্ভট আচরণে সমাজমাধ্যমে তীব্র সমালোচিত বলিউড গায়ক উদিত নারায়ণ। তবে এতে বিচলিত না হয়ে গায়ক বললেন,'চুম্বনদৃশ্য ছড়িয়েছে, আমারই জনপ্রিয়তা বেড়েছে!’
হঠাৎ করেই সমাজমাধ্যমে ভাইরাল জনপ্রিয় বলিউড গায়ক উদিত নারায়ণ। মঞ্চানুষ্ঠানের সময় এক তরুণী ভক্তের ঠোঁটে গভীর চুম্বন করেন এই জনপ্রিয় গায়ক। আর সেই দৃশ্যের ঝলক সমাজমাধ্যমে প্রকাশ পেতেই শোরগোল। প্রথমে উদিত এমন কাণ্ড ঘটিয়েছেন সেটা সবার কাছে অবিশ্বাস্য মনে হয়েছে। অনেকে ভেবেছেন, পুরোটাই প্রযুক্তির কারসাজি। পরে যখন বিষয়টির সত্যতা সামনে আসে ততক্ষণে সমাজমাধ্যমে নিন্দার ঝড় উঠেছে। সমালোচনা তীব্র হতেই গায়ক স্বপক্ষে যুক্তি দিয়ে বললেন, পুরোটাই খ্যাতির বিড়ম্বনা!
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার অনলাইনের সাথে সাক্ষাৎকারে উদিতের দাবি, “এই ঘটনা কিন্তু কয়েক মাস আগের। কেন নতুন করে ভাইরাল করা হল, বুঝতে পারছি না। সম্ভবত কেউ আমাকে কলঙ্কিত করতেই বিষয়টি ঘটিয়েছেন।” তবে একইসঙ্গে হাসতে হাসতে বলেন, “এতে শাপে বর হয়েছে। উল্টে আমার জনপ্রিয়তা আরও বেড়েছে।”
এই ঘটনায় নিজ বাড়িতে প্রতিক্রিয়া কি জানতে চাইলে হাসতে হাসতে গায়ক বললেন, “আরে, এই ঘটনা নতুন নয়। এর আগেও এ রকম হয়েছে। নারী ভক্তকে চুম্বন করেছি। সবটাই জনপ্রিয়তার কারণে। অনেকের অনেক রকম আবদার থাকে। পূরণ করি, পূরণ করতে হয়। দর্শক-শ্রোতাদের জন্যই তো আমরা আছি।”
তিনি আরও বলেছেন, “মঞ্চের আশেপাশে অনেক সময় আমার স্ত্রী দীপা থাকেন, ছেলে আদিত্য থাকে। সে দিনও আদিত্য মঞ্চে ছিল। ওর সামনেই সব ঘটেছে। কিচ্ছু মনে করে না ওরা। আমার জনপ্রিয়তায় ওরা খুব খুশি।”
আরও পড়ুনঃ- সদ্য প্রেমে পড়া মেয়ের লাজুক চাহনিতে মিমির প্রশ্ন,'সখী ভালবাসা কারে কয়?'
অনুষ্ঠানের ভিডিওতে দেখা গিয়েছে, তরুণী অনুরাগী প্রথমে সেলফি তোলার অনুরোধ জানান। ছবি তুলে উদিতের গালে চুমু খান। বদলে তরুণীর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেন গায়ক। তা হলে কি উদিতের সঙ্গে সেলফি তুললে চুমু ফ্রি এমন প্রশ্নের জবাবে কিছুটা গম্ভীর স্বরে শিল্পী বললেন, “বিষয়টি খামোখা কুৎসিত ভাবে দেখানোর চেষ্টা চলছে। আমাদের হাতের পাতায় এ ভাবে কত ভক্ত চুম্বন করেন। আমরাও করে থাকি। গালেও চুম্বন করা হয়। ঠোঁটে চুমু খাওয়া মানেই কিন্তু খারাপ নয়। এতে কোনও পাপ নেই।”
ভাইরাল এই ভিডিও দেখে দর্শক-শ্রোতারা বলছেন, মঞ্চে নারী অনুরাগী চুম্বন করে জনপ্রিয়তা এবং চর্চার নিরিখে শাহরুখ, সালমান ও আমির— তিন খানকেই পিছনে ফেলে দিয়েছেন উদিত নারায়ণ! এমন কথা শুনে দরাজ হাসিতে উদিত বললেন, “সব আপনাদের আশীর্বাদ, ভক্তদের ভালবাসা। প্রার্থনা করুন, শেষ দিন পর্যন্ত এই ভালবাসা, জনপ্রিয়তা যেন সঙ্গে থাকে।”
ডেস্ক রিপোর্টার
সর্বাধিক পঠিত
Loading...