বলিউড তারকা আমির খান যে তার সব কাজ নিখুঁতরূপে করতে চান সেটা সর্বজনবিদিত।তাই তিনি ‘মিস্টার পারফেকশনিস্ট’। নিজের এই তকমার যথার্থতা প্রমাণ করলেন আমির তার নতুন কাজের লুকে।
হঠাৎই একটি ভিডিও আর কয়েকটি স্থিরচিত্র দিয়ে নেটদুনিয়ায় আলোচনায় আমির খান। ফেসবুক রিলস বা ইউটিউব শর্টস—সবখানেই দেখা যাচ্ছে তাকে! তবে ভিডিওটি এতটা ছড়িয়ে পড়ার কারণ আমিরের চমকপ্রদ লুক। ভিডিওতে গুহামানবের বেশে দেখা যাচ্ছে অভিনেতাকে। আর তাতেই তিনি তাক লাগলেন নেটিজেনদের।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস সূত্রে জানা গেছে, গায়ে বস্তা জড়িয়ে ‘গুহামানব’ সেজে রাস্তায় ঘুরে বেড়ানো আদতে আমিরের প্রচারের কৌশল। সম্প্রতি মুম্বাইয়ের রাস্তায় গুহামানব চলাফেরা করতে দেখেই প্রত্যক্ষদর্শীদের কৌতূহল তুঙ্গে। আর সেই প্রচারকৌশল আদতে আমির খানেরই মস্তিষ্কপ্রসূত।
জানা গেছে, সম্প্রতি আমির খান এক জনপ্রিয় কোমল পানীয়র বিজ্ঞাপনচিত্র করছেন। এ জন্যই গুহামানবের বেশ নিয়েছেন তিনি । আর তার মেকআপেও কোনো রকম কসরত বাকি রাখেননি ‘মিস্টার পারফেকশনিস্ট’। পুরোনো ছেঁড়া বস্তা গায়ে জড়িয়ে মোটা ভ্রু এঁকে, উষ্কখুষ্ক চুলে একেবারে যথার্থ গুহামানব লুক এনেছেন। তার নতুন এই লুকের ছবি দেখে ভক্ত অনুরাগীরা পুরোপুরি বিস্মিত।
আরও পড়ুনঃ- নিরবের বিপরীতে 'গোলাপ' ছবিতে চুক্তিবদ্ধ হলেন পরীমণি
এদিকে, কয়েকদিন আগেই ভক্তদের নতুন সিনেমার খবর জানিয়েছেন অভিনেতা। অনেক দিন ধরেই বড় পর্দায় দেখা নেই তার। ‘লাল সিং চাড্ডা’র পর আর কোনো সিনেমা মুক্তি পায়নি। আমির জানিয়েছেন, তার নতুন সিনেমা ‘সিতারে জমিন পার’ মুক্তি পাবে চলতি বছরের বড়দিনে। এটি তার ‘তারে জমিন পার’ সিনেমার সিক্যুয়েল।
এছাড়া অভিনয়ের পাশাপাশি আমির এখন প্রযোজনাতেও বেশ মনযোগী। তার প্রযোজিত 'লাহোর ১৯৪৭' সিনেমায় আগামীতে দেখা যাবে সানি দেওলকে। ছবিটি চলতি বছরের আগস্ট মাসে মুক্তি পাবে।
ডেস্ক রিপোর্টার
সর্বাধিক পঠিত
Loading...