গত কয়েক বছরে একের পর এক ফ্লপ ছবি অক্ষয় কুমারের তারকা খ্যাতিকে অনেকটা ম্লান করে দিয়েছিল। অবশেষে স্কাই ফোর্স’র শত কোটি রুপির ক্লাবে প্রবেশের মাধ্যমে সাফল্য পেলেন অক্ষয়।
শুধুমাত্র কাজকে ভালোবাসেন বলেই ব্যর্থতাকে সঙ্গী করে একের পর এক সিনেমায় অভিনয় করে যাচ্ছিলেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। তিনি জানতেন পরিশ্রম করলে সফলতা একদিন না একদিন ধরা দেবে । তার সেই বিশ্বাসই সত্য প্রমাণিত হলো। অক্ষয় অভিনীত সিনেমা ‘স্কাই ফোর্স’ সিনেমা গত ২৪ জানুয়ারি বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে। সন্দীপ কেলওয়ানি নির্মিত সিনেমাটি বক্স অফিসে বেশ সাড়া ফেলেছে। দীর্ঘ ছয় বছর পর বক্স অফিসে সেঞ্চুরি করলো অক্ষয়ের কোনো সিনেমা।
শনিবার (১ ফেব্রুয়ারি) ‘স্কাই ফোর্স’ টিম একটি পোস্টার প্রকাশ করে জানিয়েছে, সিনেমাটি মুক্তির দ্বিতীয় শুক্রবার পর্যন্ত শুধু ভারতে টিকিট বিক্রি থেকে মোট আয় হয়েছে ১০৪.৩ কোটি রুপি।
এদিকে, ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানিয়েছে, ৬ বছর পর অক্ষয়ের কোনো সিনেমা শতকোটি রুপি আয় করেছে। তার অভিনীত ‘গুড নিউজ’ সিনেমা ২০১৯ সালের ২৭ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায়। কারিনা কাপুর খান, কিয়ারা আদভানি অভিনীত সিনেমাটির আয় শতকোটির ক্লাব পেরিয়ে যায়। এরপর আর কোনো সিনেমা শতকোটি রুপির মুখ দেখেনি। এরপর যে কটি সিনেমা শতকোটির বেশি আয় করেছে, সেসব সিনেমায় অতিথি চরিত্রে দেখা গেছে তাকে।
"স্কাইফোর্স" সিনেমায় অক্ষয় কুমার এয়ারফোর্সের দুঁদে অফিসার যিনি বিশ্বাস করেন ,একগালে চড় খেলে অন্য গাল রাজনৈতিক নেতারা বাড়িয়ে দেন, সৈনিকরা নয়। পাকিস্তানের হাতে বেশ কয়েকজন ভারতীয় সেনার নিহত হওয়ার পর শত্রুদের থেকে প্রতিশোধ নিয়ে মরিয়া হয়ে ওঠেন তিনি। এই ছবিতে অক্ষয়ের সঙ্গী বীর পাহাড়িয়াকে ভারতীয় বিমানবাহিনীর তরুণ অফিসারের চরিত্রে দেখা গেছে।বীর এবং অক্ষয় যখন দল বেঁধে শত্রুদের বিরুদ্ধে মিশনে যান, সেই সময় নিখোঁজ হয়ে যান বীর।
আরও পড়ুনঃ- চতুর্থবারের মত গ্র্যামি জয় করলেন শাকিরা
এই ছবিতে বীরের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন সারা আলি খান, যিনি সন্তান কোলে স্বামীর জন্য অপেক্ষা করছেন। অক্ষয়েরও বিশ্বাস বেঁচে আছেন বীর, এবং তাকে দেশে ফেরানোর জন্য উচ্চ পদস্থ অফিসারদের পাকিস্তানের উপর চাপ দেওয়ার কথা জানান তিনি। আর এভাবেই এগিয়ে গিয়েছে সিনেমার কাহিনী।
এই ছবির মধ্য দিয়ে বলিউডে অভিষেক হয়েছে বীর পাহাড়িয়ার । যদিও বহু আগে থেকেই বলিউডের পরিচিত নাম বীর। তিনি জাহ্নবী কাপুরের প্রেমিক শিখর পাহাড়িয়ার ভাই এবং মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী সুশীল কুমার শিন্ডের নাতি। পাশাপাশি সারা আলি খানের সঙ্গে বর্তমানে তার প্রেমচর্চা তুঙ্গে।
উল্লেখ্য, ‘স্কাই ফোর্স’ ভারতীয় সেনার সাহসিকতা, আবেগ এবং দেশপ্রেমের উদযাপন নিয়ে নির্মিত। সত্য ঘটনা অবলম্বনে তৈরি ছবিটি প্রযোজনা করেছেন দীনেশ বিজন, জ্যোতি দেশপাণ্ডে এবং অমর কৌশিক এবং পরিচালনা করেছেন সন্দীপ কেলওয়ানি ও অভিষেক কাপুর।অক্ষয় কুমার ছাড়াও ‘স্কাই ফোর্স’ ছবিটিতে আরও অভিনয় করেছেন বীর পাহাড়িয়া, সারা আলী খান, নিমরত কৌর, শরদ কেলকারসহ অনেকে।
ডেস্ক রিপোর্টার
সর্বাধিক পঠিত
Loading...