সন্তানের স্বাবলম্বী হবার পথে বরাবরই উৎসাহ ও প্রেরণা যুগিয়েছেন বলিউড তারকা শাহরুখ খান। সেই ধারা মেনে এবার ছেলের ওয়েবসিরিজের প্রচারণাতেও দেখা গেল বলিউড কিং শাহরুখ খানকে।
আরিয়ান খান বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম সফল, জনপ্রিয় ও দর্শকনন্দিত অভিনেতা শাহরুখ খানের জ্যেষ্ঠ পুত্র। বি-টাউনের অন্যান্য স্টার কিডের মতো শাহরুখ পুত্র আরিয়ান অভিনয়ে আগ্রহী নন। সে তার ক্লোদিং ব্র্যান্ড ‘ডি'ইয়াভল এক্স’ এর ব্যবসায় বেশি মনোযোগী। আর সেইসাথে তার রয়েছে পরিচালনার শখ। এর আগে আরিয়ান তার ক্লোদিং ব্যবসার সফল যাত্রার পথে আরিয়ান পাশে পেয়েছে তার বাবা বলিউড বাদশা শাহরুখ খানকে। এবার নিজের প্রথম ওয়েবসিরিজের প্রোমোর প্রচারণাতেও পাশে পেলেন বাবাকে।
বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম সফল অভিনেতা শাহরুখ খান। শুধু নিজ দেশে নয় বিশ্বজুড়ে তিনি সমাদৃত। তবে এই সফলতা, সমাদর সবকিছু ছাপিয়ে বলিউড বাদশা শাহরুখ খান একজন স্নেহপরায়ন পিতা। ছেলে - মেয়ের ক্যারিয়ার নিয়ে ভীষণ সচেতন বলিউড কিং। তাই বলে নিজের ইচ্ছেকে কখনও তাদের উপর চাপিয়ে দেননি তিনি। ছেলে তার নিজ ইচ্ছেয় ক্লোদিং ব্যবসা ও পরিচালনায় এসেছে, আর মেয়ে অভিনয়ে। বলিউডে মেয়ের ক্যারিয়ার গড়তে তিনি যেমন নিজে মেয়ের অভিষেক সিনেমা প্ৰয়োজনা করছেন, তেমনি ছেলের ক্যারিয়ার গড়তে বাবা হিসেবে শাহরুখ সদা সচেষ্ট। সেকারণেই ইতিপূর্বে আরিয়ানের পোশাক ব্র্র্যান্ড 'ডি'ইয়াভল এক্স' এর মডেলও হয়েছেন তিনি। এর ব্র্যান্ড অ্যাম্বাসেডরও শাহরুখ নিজেই। এমনকি ছেলের পরিচালনার ইচ্ছেপূরণের কান্ডারী হয়ে প্রথম ওয়েব সিরিজের প্রযোজকও তিনি। এবার নেটফ্লিক্স'র জন্য নির্মিত এই ওয়েব সিরিজের প্রোমোতেও উপস্থিত বলিউড সুপারস্টার শাহরুখ খান।
সোমবার ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স ২০২৫ সালে প্রচারিতব্য তাদের সকল ওয়েব সিরিজ ও ওয়েবফিল্মে প্রোমো, টিজার প্রকাশ করেছে। বলিউড তারকা শাহরুখ খান পুত্র আরিয়ান খানের ওয়েব সিরিজ সেগুলোর একটি। তাই এদিন প্রকাশ্যে এলো আরিয়ান খান পরিচালিত ওয়েব সিরিজের প্রোমো যার মধ্যমণি স্বয়ং বলিউড বাদশাহ শাহরুখ খান।প্রোমোর শুরুতে দেখা গিয়েছে, একের পর এক শট দিয়ে চলেছেন 'বলিউড কিং' শাহরুখ। তবে পরিচালকের কিছুতেই পছন্দ হচ্ছে না। পরিচালক তাকে নানান ভাবে শট দিতে বলছেন, 'এক অউর, এক অউর' (আরও একটা) করেই চলেছেন। ধৈর্য ধরে টেকের পর পর টেক দিয়ে চলেছিলেন শাহরুখ। তাও পছন্দ হয়না। এবার রেগে গেলে গেলেন কিং খাম। রেগে গিয়ে বললেন, ‘তেরে বাপকা রাজ হ্যায় কেয়া?’(তোর বাপের রাজত্ব নাকি?)
ওমনি ক্যামেরার পাশ থেকে মুখ বাড়িয়ে হাসিমুখে উত্তর এল ‘হ্যায়’ (হ্যাঁ)। যাকে দেখা গেল তিনি অন্য কেউ নন, আরিয়ান খান। তবে শাহরুখের রাগ তখনও কমেনি, বললেন, ‘চুপ, আব ম্যায় টেক করুঙ্গা, তুম সব চুপচাপ দেখোগে, অউর শিখোগে (চুপ, এবার আমি টেক দেব, তোমরা চুপচাপ দেখবে আর শিখবে)’। আর এরপরই এসআরকে বললেন, ‘পিকচার তো সালো সে বাকি হ্যায়, পার শো আব শুরু হোগা। The Biggest, The Baddest, The Bravest, The Wackiest, Funnyest, Cheekiest, Maddest, Filmiest Show On the earth. আর এই শোয়ের নাম "The Ba…ds of Bollywood’'। কিং খানের এই ডায়ালগের পর সেটে তখন উল্লাসের সুর। বোঝা গেল সকলের বেশ পছন্দ হয়েছে শাহরুখের প্রোমোর উপস্থাপনা।তাই সকলকে ধন্যবাদ জানালেন তিনি।
আরও পড়ুনঃ- পদকপ্রাপ্তদের নিয়ে গ্রুপ ফটো সেশনে পরিবর্তনের কথা জানালেন উপদেষ্টা ফারুকী
কিন্তু ঠিক এরপরই আরিয়ান উঠে মুখ কাচুমাচু করে বললেন, ‘পাপা ক্যামেরা রোল নেহি হুয়া! এক অউর মিলেগা’। আর তখনই রণমূর্তি রূপ ধারণ করে ছেলের দিকে তেড়ে গেলেন কিং খান, 'তেরি তো…'। ঘাবড়ে গিয়ে 'জওয়ান'-এর ডায়ালগ আওড়ে আরিয়ান বললেন, ‘পাপা বেটেকো হাত লাগানে সে প্যাহেলে…।’ ব্যস ওই পর্যন্তই। এরপরই পর্দায় ভেসে উঠল, পরিচালনায় আরিয়ান খান। এভাবেই শেষ হলো শাহরুখ পুত্রের পরিচালনায় প্রথম ওয়েবসিরিজ যা আসছে নেটফ্লিক্সে। আর সেটাই চমকপ্রদভাবে ঘোষণা করলেন বলিউড বাদশা।
ছেলের ডেবিউ সিরিজ বলে কথা, কিং খান শাহরুখ যে তাকে বড়সরভাবে লঞ্চ করবেন শর্ত সকলের জানাই ছিল। এদিন আরিয়ানের এই ওয়েব সিরিজের কথা ঘোষণা করে শাহরুখ বলেন, ‘সবকিছু এরাই সামলে নেন। আমি শুধু নামে প্রযোজক। আমার কাজটা খুবই সোজা। আসল কাজ করে, পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকর, আর প্রোডাকশনের লোকজন । ম্যায় তো সির্ফ এক ব্লাডি স্টার হুঁ…(আমি একজন সামান্য তারকা)।’ পাশাপাশি এদিন আরিয়ানের ওয়েব সিরিজ লঞ্চ অনুষ্ঠানে ছেলে ও মেয়ের জন্য দর্শকদের ভালোবাসা প্রার্থনা করেন শাহরুখ।
আরিয়ান খান পরিচালিত "দ্য ব্যা*আ*স অব বলিউড" (The Ba*d*s of Bollywood’) এর প্রোমো এদিন প্রকাশিত হলেও এটি কবে স্ট্রিমিং হবে তা জানানো হয়নি।
ডেস্ক রিপোর্টার
সর্বাধিক পঠিত
Loading...