প্রাক্তন স্বামী নাগা চৈতন্যর বিয়ে নিয়ে মানসিক বিপর্যস্ততায় বেশ দুর্বিষহ দিন কেটেছে দক্ষিণী অভিনেত্রী সামান্থার।তবে বিষাদ কাটিয়ে তিনি এখন ফুরফুরে মেজাজে আছেন।
ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ও অভিনেতা নাগা চৈতন্য দীর্ঘদিন প্রেমসম্পর্কে থাকার পর ২০১৭ সালে সাতপাকে বাঁধা পড়েছিলেন।দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির সবচেয়ে আদর্শ দম্পতি বলা হতো নাগা চৈতন্য ও সামান্থাকে। কিন্তু সে সমীকরণ মিথ্যে করে দীর্ঘ চার বছরের সংসারে ভাঙন ধরে। এখন তারা প্রাক্তন! বিচ্ছেদের সঙ্গেই হারিয়ে গিয়েছে সামান্থা প্রভু এবং নাগা চৈতন্যের সম্পর্কের মিষ্টতা। জীবনের নতুন ছন্দে তাল বেঁধেছেন নাগার্জুন পুত্র। বিয়ে সেরেছেন অভিনেত্রী শোভিতা ধুলিপালার সঙ্গে। যদিও সাবেক স্বামীর বিরুদ্ধে কোনো অভিযোগ করেননি সামান্থা।
যদিও নাগ চৈতন্যর বিয়ে সামন্থাকে বিমর্ষতায় ডুবিয়ে দিয়েছিল।কিন্তু ইদানিং তাকে আগের চেয়ে মানসিক ভাবে দৃঢ় অবস্থায় দেখা যাচ্ছে।নিজেকে অনেকটাই গুছিয়ে এনেছেন নায়িকা। এর পেছনে অনেকেই সামন্থার নতুন সম্পর্কের প্রভাব খুঁজে পাচ্ছেন।ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের মাঝে গুঞ্জন ছড়িয়েছে অভিনেত্রী সামান্থা রুথ প্রভু এক পরিচালকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদন সূত্রে জানা গেছে, সামান্থার নতুন প্রেমিক ‘দ্য ফ্যামিলি ম্যান’ এবং ‘সিটাডেল: হানি-বানি’র পরিচালক রাজ নিদিমোরু। আর সেটা নিয়েই নেটিজেনদের মধ্যে চলছে গুঞ্জন-আলোচনা।
আরও পড়ুনঃ- 'প্রিয় মালতী' নিয়ে মেহজাবীন এবার ওটিটিতে
সম্প্রতি সামান্থা সামাজিক মাধ্যমে কিছু ছবি পোস্ট করেছেন। সেখানে শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে— ওয়ার্ল্ড পিকলবল লিগ ম্যাচে নিদিমোরুর সঙ্গে হাজির হন সামান্থা। দুজনের পোশাকের মধ্যেও ছিল একই রঙের ছোঁয়া। সামন্থার নতুন প্রেমের গুঞ্জনে তার ভক্ত অনুরাগীরা ভীষণ খুশি। তাদের ধারণা এবার বিচ্ছেদ বেদনা ভুলে নতুন করে স্বপ্ন দেখছেন সামান্থা। ভক্তরা এতদিন ধরে তাই চেয়ে এসেছেন । সেজন্য অনেকেই তাদের শুভেচ্ছাও জানিয়েছেন।
গণমাধ্যমের সেই প্রতিবেদন থেকে আরও জানা গেছে, এই প্রথমবার নয়, মাঝে মধ্যেই নাকি কফি শপ, রেস্টুরেন্টে দেখা যায় এই নতুন জুটিকে।
তবে নেটদুনিয়া আর শোবিজ অঙ্গনে সামান্থা রুথ প্রভুর প্রেমের বিষয়ে যতই জোরালো গুঞ্জন চলুকনা কেন, এ নিয়েএখনও কোনো মন্তব্য করেননি সামান্থা।
ডেস্ক রিপোর্টার
সর্বাধিক পঠিত
Loading...