শাহরুখ, সালমান ও আমির— বলিউডের এই তিন খানকে একসাথে পাওয়া মানেই বিশেষ কিছু। আমির খানের ছেলে জুনাইদ খানের বলিউড অভিষেক উপলক্ষ্যে এমনই এক বিরল মুহূর্তের সাক্ষী হলো বলিউড।
জুনাইদ খানের চলচ্চিত্র অভিষেক হয়েছিল নেটফ্লিক্স সিনেমা "মহারাজ" এ অভিনয়ের মধ্য দিয়ে যা শুধু ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছিল। এবার ‘লভেয়াপা’ দিয়ে বলিউড অভিষেক হতে যাচ্ছে জুনাইদ খানের।
আর সেই সিনেমা ‘লভেয়াপা’-র বিশেষ প্রদর্শনীতে একসঙ্গে উপস্থিত হয়েছিলেন এই তিন খান। জুনাইদ খানের সাথে শ্রীদেবী কন্যা খুশি কাপুরও এই সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষিক্ত হলেন।
বিশেষ প্রদর্শনীতে ছবিটি দেখতে শাহরুখ খান যখন অনুষ্ঠানস্থলে পৌঁছান, আমির খান তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। দু’জন একে অপরকে আলিঙ্গন করেন এবং শাহরুখ মজার ছলে আমিরের গালে একটি চুমু খান।দুই বন্ধুর এই অন্তরঙ্গতা পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়ে মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এবং ভক্তদেরকে মুগ্ধ করেছে। পরবর্তীতে তিন খান একসঙ্গে জুনাইদের সঙ্গে পোজ দেন এবং সেই ছবিও নেটদুনিয়ার আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।
আরও পড়ুনঃ- বন্ধ হচ্ছে না মধুমিতা সিনেমা হল
শাহরুখ সরাসরি অনুষ্ঠানস্থলে এলেও সালমান খান ‘লভেয়াপা’র প্রদর্শনীতে এসেছিলেন কড়া নিরাপত্তা নিয়ে। সিনেমা দেখার পর তিনি ও আমির একসঙ্গে ক্যামেরার সামনে পোজ দেন।
ফ্যান্টম স্টুডিওস ও এজিএস এন্টারটেইনমেন্টের প্রযোজনায় ‘লভেয়াপা’ ছবিটি পরিচালনা করেছেন অদ্বৈত চন্দন। আজ শুক্রবার (৭ ফেব্রুয়ারি) প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পেয়েছে।
ডেস্ক রিপোর্টার
সর্বাধিক পঠিত
Loading...