'ব্যাডাস রবি কুমার' দিয়ে বলিউডে ফিরে এলেন গায়ক - অভিনেতা হিমেশ রেশমিয়া। প্রযোজক টিমের ব্যবসায়িক কৌশল শুরুতেই বক্স অফিসে ছবির আয়ের ভিত্তি গড়ে দিয়েছিল।
দীর্ঘদিনের বিরতি শেষে আলোচিত এই মিউজিক্যাল অ্যাকশন সিনেমা দিয়ে চর্চায় হিমেশ রেশমিয়া।
ছবি মুক্তির আগেই অনেকটাই বক্স অফিসে সফল হিমেশের এই সিনেমা।আর এই কৃতিত্বের দাবিদার ছবির মিউজিক্যাল রাইটস।
"ব্যাডাস রবি কুমার''সিনেমাটির সংগীত স্বত্ব বিক্রয় এবং ওমান থেকে প্রাপ্ত ভর্তুকি থেকেই সিনেমার পুরো বাজেট পুনরুদ্ধার করেছে প্রযোজক টিম। ২০ কোটি রুপিতে নির্মিত এই ছবি সংগীত স্বত্ব থেকে ১৬ কোটি রুপি এবং ওমানের শুটিং লোকেশনের জন্য আরও ৪ কোটি রুপি ভর্তুকি হিসেবে আয় করেছে। এর ফলে, থিয়েট্রিকাল, ডিজিটাল এবং স্যাটেলাইট স্বত্ব থেকে অর্জিত আয় পুরোপুরি সিনেমার লাভ হিসেবে গণ্য হবে।
সেদিক থেকে মুক্তির প্রথম দিন থেকেই জনপ্রিয় গায়ক-অভিনেতার এই ছবি বক্স অফিসে লাভের খাতা খুলেছে। গত ৭ ফেব্রুয়ারি ভারতে মুক্তি পেয়েছে কিথ গোমেজ পরিচালিত এবং হিমেশ রেশমিয়া মেলোডিস প্রযোজিত ছবি "ব্যাডাস রবি কুমার"।ভারতীয় বক্স অফিস কালেকশনের অনলাইন সংস্থা স্যাকনিল্ক ডট কমের রিপোর্ট অনুযায়ী মুক্তির আগেই এই ছবি ৩.৫২ কোটি রূপীর অগ্রিম টিকেটে বিক্রি করে।
এছাড়া স্যাকনিল্কের প্রতিবেদন অনুযায়ী মুক্তির প্রথম দিন শুক্রবার বক্স অফিসে ছবির আয় ২.৭৫ কোটি রুপি । দ্বিতীয় দিন ৮ ফেব্রুয়ারি (শনিবার) ছবির বক্স অফিস কালেকশন ২ কোটি রুপি । আর অগ্রিম টিকেট বিক্রি ও বক্স অফিস কালেকশন মিলিয়ে ছবির মোট যায় ৮.২৭ কোটি রুপি যা কিনা সম্পূর্ণ লাভ হিসেবে বিবেচিত।
'ব্যাডাস রবি কুমার' ছবিতে রবি কুমারের ভূমিকায় পুনরায় অভিনয় করেছেন হিমেশ রেশমিয়া। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রের মধ্যে কার্লোস পেদ্রো প্যান্থার চরিত্রে প্রভু দেবা,লায়লা চরিত্রে কীর্তি কুলহারি, মধুবালা চরিত্রে সিমোনা জে, অবস্থির চরিত্রে সৌরভ সচদেব ও জাগওয়ার চৌধুরীর চরিত্রে রাজেশ শর্মা অভিনয় করেছেন।এছাড়া ছবির অন্যান্য চরিত্রে সঞ্জয় মিশ্র, জনি লিভার,মনীশ ওয়াধওয়া এবং ক্যামিও চরিত্র নিশার ভূমিকায় সানি লিওনিকে দেখা যাবে।
হিমেশ রেশমিয়ার এই মিউজিক ড্রামা তার ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ছবি "দ্য এক্সপোজ"র একটি স্পিন অফ এবং এই ইউনিভার্সের দ্বিতীয় কিস্তি ।সিনেমাটি দিয়ে ছবির নির্মাতা কিথ গোমেজের পরিচালক হিসেবে বলিউড অভিষেক হয়েছে। ছবিটি প্রযোজনা করেছেন
হিমেশ রেশমিয়া, এমপিসিংহ,কুনাল শ্রীবাস্তব,মনোজ শ্রীবাস্তব ও রাজেন্দ্র তোরাস্কর।
২০২২ সালের নভেম্বর মাসে হিমেশের এই সিনেমার নির্মাণ ঘোষণা করা হয়। ২০২৩ সালের সেপ্টেম্বরে এর নির্মাণ শুরু হয়ে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ছবির নির্মাণ শেষ হয়। ভারত, ওমান এবং যুক্তরাজ্যে সিনেমার দৃশ্যধারণ করা হয়েছে।
আরও পড়ুনঃ- "অ্যানোরা"- সমালোচকদের দৃষ্টিতেও অনন্য হিসেবে বিবেচিত
"ব্যাডাস রবি কুমার'' চিত্রগ্রহণ করেছেন মনোজ সোনি, নৃত্য পরিচালনা করেছেন গণেশ আচার্য এবং সম্পাদনা করেছেন রামেশ্বর এস. ভগত। সিনেমার গানের কথা লিখেছেন ময়ূর পুরী , সমীর অঞ্জন এবং হিমেশ রেশমিয়া এবং সবগুলো গানের সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন হিমেশ রেশমিয়া । এদিকে স্টান্ট সিলভা ছবিটির অ্যাকশন পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
‘ব্যাডাস রবি কুমার’ সিনেমাটি ১৯৮০-এর দশকের প্রেক্ষাপটে নির্মিত এবং এই সিনেমার মাধ্যমে ফিরোজ খান ও রাজীব রাইয়ের মতো ক্লাসিক পরিচালকদের নির্মাণ স্টাইলকে সম্মান জানানো হয়েছে। ছবির কেন্দ্রীয় অভিনেতা হিমেশ রেশমিয়া এই ছবিতে স্বাভাবিক পারিশ্রমিক ছেড়ে লাভের অংশীদারিত্ব বেছে নিয়েছেন। এ প্রসঙ্গে হিমেশ বলেছেন,'আমি এই সিনেমাতে লাভের অংশীদারিত্বের চুক্তিতে আছি এবং আমার গানের জন্য কোনো পারিশ্রমিক নিইনি। আমাদের পূর্বের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমরা এই সিনেমাটিকে খুবই সুশৃঙ্খলভাবে পরিকল্পনা করেছি যাতে কোনো অপচয় না হয় এবং এটি একটি বড় প্রজেক্ট হিসেবে দেখায়।'
'ব্যাডাস রবি কুমার' ছবিটি বক্স অফিসে তার চাহিদানুযায়ী মোটামুটি ভালো ফলাফল পেলেও
সমালোচক এবং দর্শকদের কাছ থেকে মিশ্র পর্যালোচনা পেয়েছে। সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামা ছবিটিকে ৩/৫ তারকা রেটিং দিয়ে "পুরোপুরি বিনোদনমূলক" সিনেমা হিসেবে আখ্যায়িত করেছে এবং অন্যদিকে এবিপি নিউজের সিনেবিশ্লেষক অমিত ভাটিয়া এই ছবিটিকে ১/৫ তারকা রেটিং দিয়ে লিখেছেন, "হিমেশ রেশমিয়া অভিনীত কিছু চলচ্চিত্রের অস্তিত্ব থাকা উচিত নয়"।তবে হিমেশ রেশমিয়ার বলিউড প্রত্যাবর্তনের এই ছবি বলিউড বক্স অফিসে কতদূর যাবে তা সপ্তাহ শেষে অনেকটাই প্রতীয়মান হবে।
স্টাফ রিপোর্টার
সর্বাধিক পঠিত
Loading...