
'সনম তেরি কসম'র পুনঃমুক্তিতে দর্শকের উন্মাদনার জোয়ারে ভাসলো বক্সঅফিস
ইন্দর-সারুর প্রেমের গল্প 'সনম তেরি কসম' মুক্তির নয় বছর পরে আবারও দর্শকমন জয় করলো।২০১৬ সালে বক্স অফিসে ব্যর্থ ছবিটি পুনঃমুক্তিতে অপ্রত্যাশিতভাবে সফল।
এরিক সেগালের বেস্টসেলার উপন্যাস " লাভ স্টোরি" থেকে অনুপ্রাণিত হয়ে আজ থেকে নয় বছর আগে রাধিকা রাও - বিনয় সাপ্রুর রচনায় ও পরিচালনায় নির্মিত হয়েছিল রোম্যান্টিক ড্রামা 'সনম তেরি কসম'। ২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি মুক্তিপ্রাপ্ত এই সিনেমা সেসময় বক্স অফিসে সাড়া না ফেললেও পরবর্তীতে টিভি ও ওটিটি রিলিজে ছবির নিটোল প্রেমের কাহিনী দর্শককে এতোটাই মুগ্ধ করেছে দীর্ঘদিন ধরে তারা এর সিক্যুয়েল নির্মাণের দাবি করে আসছে। ইন্দর- সারুর প্রতি দর্শকের এই অগাধ ভালোবাসায় ছবিটি তার পুনঃমুক্তিতে বাজিমাত করলো।
দর্শকের দাবি মেনে ২০২৪ সালের সেপ্টেম্বরে ছবির নায়ক হর্ষবর্ধন রানে সিক্যুয়েল নির্মাণের ঘোষণা দিয়ে জানান দ্বিতীয় কিস্তির কাহিনী চূড়ান্ত হয়েছে। তবে তার আগেই ভালোবাসার মাসে, প্রেমের সপ্তাহে গত ৭ ফেব্রুয়ারি (শুক্রবার) আবারও ভারতীয় প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে 'সনম তেরি কসম'। আর মুক্তি পেতেই দর্শকমনে তীব্র উত্তেজনার জোয়ার সৃষ্টি করেছে এই সিনেমা।
আবারও বড় পর্দায় এই সিনেমা আসতেই মিষ্টি প্রেমের জাদুতে আচ্ছন্ন হয়ে হলে ভিড় জমিয়েছেন দর্শকরা এবং বক্স অফিসে দারুণ সাড়া পাচ্ছে ছবিটি। হর্ষবর্ধন রানে এবং মাওরা হুসেন অভিনীত এই মিউজিক্যাল রোমান্টিক ড্রামা ঘরানার ছবিটি রি-রিলিজের পর এতোই আলোচনায় যে মাত্র দুদিনেই তার আসল বক্স অফিস কালেকশন অর্থাৎ প্রথমবার মুক্তির ভারতীয় বক্স অফিস কালেকশন ছাপিয়ে গেল। আর তৃতীয় দিনে এসে বিশ্বব্যাপী আয়কে ছুঁই ছুঁই করার পাশাপাশি টপকে গেল লাভিয়াপ্পা-ব্যাডঅ্যাস রবিকুমারকেও।
স্যাকনিল্ক ডট কমের রিপোর্ট অনুযায়ী শুক্রবার মুক্তির দিনে ছবিটি বক্স অফিসে ৪ কোটি ২৫ লাখ রুপি ব্যবসা করেছে এবং দ্বিতীয় দিনে ছবিটির খাতায় যোগ হয়েছে আরও ৫ কোটি ২৫ লাখ রূপী ।ফলে রি-রিলিজ করতেই এই ছবির বক্স অফিস কালেকশনে নতুন করে যোগ হয়েছে ৯ কোটি ৫০ লাখ রূপী ।ভারতীয় বক্স অফিস কালেকশনের অনলাইন প্রতিষ্ঠান ইন্ডাস্ট্রি ট্র্যাকারের মতে, সিনেমাটির দুই দিনের আয় ইতিমধ্যে তার ভারতের বক্স অফিসের মূল সংগ্রহ ৮ কোটিকে ছাড়িয়ে গেছে।
এদিকে তৃতীয় দিনে এসে ছবির আয় আরো বেড়ে ৫.৭৫ কোটিতে দাঁড়িয়েছে এবং তিন দিনের মোট আয় হয়েছে ১৫.২৫ কোটি রুপি । বক্স অফিসে 'সনম তেরি কসমের' এই অবিশ্বাস্য সাফল্যে সদ্য মুক্তি পাওয়া দুই ছবি 'লাভিয়াপ্পা' এবং 'ব্যাডঅ্যাস রবিকুমার'-কেও টক্কর দিয়ে এগিয়ে গিয়েছে। ছবির রি-রিলিজের এই সফলতায় উচ্ছ্বসিত ছবির অভিনেতা হর্ষবর্ধন রানে ভারতীয় সংবাদমাধ্যম ফ্রি প্রেস জার্নালকে দেয়া তার প্রতিক্রিয়ায় বলেন,'এটা একটা অদ্ভুত ভালো লাগা। এটা আমায় আবার বিশ্ব করালো 'ওম শান্তি ওম' ছবিতে শাহরুখ স্যারের বলা সেই কথা, যখন সব ঠিক হয় তখন সেটা শেষ নয়। ছবি এখনও বাকি আছে বন্ধু। আমি সেই অনুভূতি ৯ বছর চেষ্টা, ব্যর্থতা, আবার চেষ্টা করার পর বুঝতে পারছি।'
২০১৫ সালে, পরিচালক জুটি রাধিকা রাও এবং বিনয় সাপ্রু ইরোস ইন্টারন্যাশনাল পরিবেশিত ছবি "সনম তেরি কসম'' নির্মাণের ঘোষণা দেন। ছবির কাহিনী দুজন বিপরীত ধর্মী মানুষ ইন্দর - সরুর (স্বরস্বতী) একে অপরের ঘটনাচক্রে কাছে আসা, তাদের মিষ্টি প্রেমের গল্প, তাদের বিয়ে এবং শেষপর্যন্ত তাদের ভালোবাসার ট্র্যাজিক বা বিয়োগান্তক পরিণতিকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। ছবিতে হর্ষবর্ধন রানে আইনজীবী ইন্দর লাল পরিহার চরিত্রে ও পাকিস্তানি অভিনেত্রী মাওরা হুসেন সরস্বতী "সারু" পার্থসারথি পরিহার চরিত্রে অভিনয় করেছেন এবং এই ছবির মাধ্যমেই দুজনের বলিউডে অভিষেক হয়েছিল।
আরও পড়ুনঃ- "ব্যাডাস রবি কুমার'' দিয়ে বক্স অফিসে হিমেশ রেশমিয়ার সফল প্রত্যাবর্তন
এছাড়া ছবির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অর্থাৎ সারুর বাবা জয়রাম পার্থসারথির চরিত্রে মনীশ চৌধুরী, সারুর মা অরুন্ধতী পার্থসারথির চরিত্রে পিউমরি মেহতা ঘোষ, সারুর বোন কাবেরী পার্থসারথির চরিত্রে দিব্যেত্তা সিং, ইন্দরের বাবা রাজিন্দর লাল পরিহার চরিত্রে সুদেশ বেরি, ইন্সপেক্টর হরি নিকমের চরিত্রে মুরলি শর্মা, সারুর প্রাক্তন বাগদত্তা অভিমন্যু শাস্ত্রীর চরিত্রে অনুরাগ সিনহা ও ইন্দরের সাবেক প্রেমিকা রুবি মালহোত্রার চরিত্রে শ্রদ্ধা দাস অভিনয় করেছেন। ছবিতে আরো ছিলেন সঞ্জয় চরিত্রে রিপু দমন সিং, মুশতাকীন ভাই চরিত্রে বিজয় রাজ, ডাক্তার চরিত্রে রুশাদ রানা, অমিত চরিত্রে সিদ্ধান্ত ঘেগাদমল, অলোক পান্ডে প্রহরী হিসেবে এবং পণ্ডিত চরিত্রে রবি শর্মা।গিরিধর স্বামী ছিলেন ছবির কাস্টিং ডিরেক্টর।
দীপক মুকুট প্রযোজিত " সনম তেরি কসম" এর চিত্রগ্রহণ করেছেন চিরন্তন দাস , সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন হিমেশ রেশমিয়া এবং গানের কথা লিখেছেন হিমেশ রেশমিয়া, সমীর অঞ্জন , শাব্বির আহমেদ এবং সুব্রত সিনহা। সেসময় ছবিটি বক্স অফিসে ব্যর্থ হলেও এর গানের অ্যালবাম জনপ্রিয় ও ব্যবসাসফল হয়। সিনেমাটি সম্পাদনা করেছেন দেবেন্দ্র মুরদেশওয়ার।
রাধিকা রাও - বিনয় সাপ্রু নির্মিত ও হর্ষবর্ধন - মাওরা অভিনীত ছবিটির একটি বড় অংশের শুটিং করা হয়েছে কেপটাউনের সেন্ট্রাল লাইব্রেরিতে । সিনেমার
মূল চিত্রগ্রহণ শুরু হয় ২০১৫ সালে ও ছবিটির সম্পূর্ণ শুটিং হয়েছে দিল্লি , মুম্বাই এবং কেপটাউনে । মুম্বাইয়ের দাদরের পার্সি কলোনি এবং কেপটাউনের সেন্ট্রাল লাইব্রেরি ছিল ছবির প্রধান শুটিং স্থানগুলির মধ্যে অন্যতম।
২০১৫ সালের ৫ ফেব্রুয়ারি প্রথমবার মুক্তির পর সিনেবিশ্লেষক ও দর্শকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছিল '' সনম তেরি কসম"। অভিনয় এবং সঙ্গীতের প্রশংসিত হয়েছে ছবিটি এবং অনেকেই মন্তব্য করেছেন, "অসম্ভব সুন্দর প্রেমের গল্প যা নিঃসন্দেহে আপনার হৃদয় ছুঁয়ে যাবে।" কিন্তু অনেক সমালোচক সেসময় ছবিটির অতিরিক্ত দৈর্ঘ্য বক্স-অফিসে ছবির সবচেয়ে বড় একক ত্রুটি হিসেবে চিহ্নিত করেছিল।
তবে রি- রিলিজে এসে ছবিটি ব্যাপকভাবে প্রশংসিত ও সমাদৃত হচ্ছে। ছবি দেখে আবেগপ্রবণ হয়ে কেঁদে বুক ভাসাচ্ছেন দর্শকরা। আর প্রেক্ষাগৃহ ছাড়াও অনিন্দ্য সুন্দর প্রেমের ছবি "সনম তেরি কসম" ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিও এবং জিও সিনেমায় উপভোগ করা যাবে।
স্টাফ রিপোর্টার
সর্বাধিক পঠিত
Loading...