লাভিয়াপা' দিয়ে বলিউডে পা রাখলেন দুই স্টারকিড জুনাইদ খান ও খুশি কাপুর। জেনারেশন জি যুগের প্রেমের গল্পে নির্মিত এই ছবি কি জেন জিদেরই প্রেক্ষাগৃহে টানতে ব্যর্থ?
নেটফ্লিক্স মুভি ‘মহারাজা’ দিয়ে চলচ্চিত্রে অভিষেকের পরে আমির খান-রীনা দত্তের ছেলে জুনাইদের দ্বিতীয় ছবি 'লাভিয়াপা' । অন্যদিকে ‘দ্য আর্চিস’-এর পর শ্রীদেবী- বনি কাপুর কন্যা খুশি কাপুরেরও এটি দ্বিতীয় ছবি। তবে এই সিনেমা দিয়ে দুই তারকা সন্তানের বলিউড অভিষেক হলো।
ভ্যালেন্টাইন উইকের প্রথম দিন গত ৭ ফেব্রুয়ারি (শুক্রবার) ভারতীয় প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ২০২৫ সালের প্রথম ভালোবাসার ছবি 'লাভিযাপা'। অদ্বৈত চন্দন পরিচালিত এই সিনেমাটি প্রদীপ রঙ্গনাথন পরিচালিত তামিল ছবি 'লাভ টুডে'-র হিন্দি রিমেক ।
রোমান্টিক কমেডি ঘরানার এই ছবিতে বর্তমান অর্থাৎ জেন জি প্রজন্মের তরুণ- তরুণীদের মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতি অতি আসক্তি কি করে জীবনে কঠিন ঝামেলা বয়ে আনে সেটাই হাস্যরসের মাধ্যমে উপস্থাপিত হয়েছে।
জেনারেশন জি বা জেন জি দর্শকদের লক্ষ্য করে নির্মিত এই ছবিটি শুরু থেকে তার টার্গেট অডিয়েন্সকে ধরতে ব্যর্থ হয়েছে। সেজন্য 'লাভিয়াপা'র বক্স অফিস কালেকশন প্রথম দিন থেকেই খুব মন্থর গতিতে এগোচ্ছে।স্যাকনিল্ক-এর রিপোর্ট অনুসারে মুক্তির দিন সিনেমাটি ১.১৫ কোটি রুপি আয় করে তার বক্স অফিস কালেকশনের খাতা খুলেছে যা কিনা নির্মাতার আশার তুলনায় অত্যন্ত কম।
পরবর্তীতে দ্বিতীয় দিনে আয় কিছুটা বেড়ে ১.৬৫ কোটি রুপি ও তৃতীয় দিনে আরেকটু বেড়ে ১.৭৫ কোটি রুপি আয় করেছে ছবিটি। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী , এই ছবির সকালের শোগুলির ৬.০৯% এবং বিকেলে ১৪.৯% দখল করেছে।তবে চতুর্থ দিনে এসে একেবারে নেমে এসেছে 'লাভিয়াপা'র ব্যবসা এবং সোমবার সিনেমাটি আয় করেছে মাত্র ০.৬০ লক্ষ রূপি।
সবমিলিয়ে চারদিনে সিনেমার আয় দাঁড়িয়েছে ৫.১৫ কোটি রুপি যা কিনা খুবই হতাশাজনক। এমনকি একইদিনে মুক্তিপ্রাপ্ত সিনেমা 'ব্যাডঅ্যাস রবিকুমার' 'লাভিয়াপা'র মতো অত বেশি প্রচারের আলোতে না এসেওএর চেয়ে ভালো আয় করেছে। আর এই দুই ছবিকে টক্কর দিয়ে ছাপিয়ে গিয়েছে একইদিনে রি-রিলিজপ্রাপ্ত সিনেমা 'সনম তেরি কসম'।
সিনেবিশ্লেষকদের মতে, জুনাইদ খান ও খুশি কাপুর অভিনীত এই সিনেমা তার বক্স অফিস কালেকশনে পিছিয়ে পড়ার অন্যতম কারণ হতে পারে ভ্যালেন্টাইন উইক। তারা আশা করছেন ছবির যে টার্গেট অডিয়েন্স তারা চলতি সপ্তাহে ব্যস্ততার কারণে হলমুখী না হলেও পরবর্তী সপ্তাহে প্রেক্ষাগৃহে ভিড় করলেই ছবিটি বক্স অফিস কালেকশনে সফলতার মুখ দেখবে। বক্স অফিস বিশ্লেষকরা এমন হবার আশা রাখছেন কারণ নির্মাতা যেভাবে বর্তমান সময়ের তরুণদের বাস্তব পরিস্থিতিকে হাস্যরসের মিশ্রনে মূলধারার চলচ্চিত্র হিসেবে তুলে ধরেছেন তা আসলেই দুর্দান্ত এবং সিনেমাটি তরুণদের আকর্ষণ করতে সক্ষম হবে।
অদ্বৈত চন্দনের 'লাভিয়াপা' ছবির মূল দুই চরিত্র গৌরবের ভূমিকায় জুনায়েদ খান ও বাণীর ভূমিকায় খুশি কাপুর অভিনয় করেছেন। ছবির আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে খুশির বাবার ভূমিকায় অভিনয় করেছেন আশুতোষ রানা। এছাড়া আরও অভিনয় করেছেন কিকু শারদা,গ্রূশা কাপুর,তানভিকা পারলিকার, দেবীশি মদন প্রমুখ।
ছবির কাহিনীতে দেখা যায়, বাণীরূপী খুশি কাপুরের প্রেমে পড়েছেন গৌরব অর্থাৎ জুনাইদ খান এবং দুজনেই একে অপরের ভালোবাসায় মত্ত। কিন্তু এরই পরিপ্রেক্ষিতে বিয়ের প্রস্তাব নিয়ে যেতেই শুরু হলো গণ্ডগোল কারণ বাণীর বাবা অতুল কুমার শর্মা রূপী আশুতোষ রানা গৌরবকে পরীক্ষা করার জন্য বিয়ের আগে এক অপরের ফোন অদলবদলের প্রস্তাব দেন। আর তার এই পরিকল্পনা পুরোপুরি সফল হয় যখন একে অপরের পর্দা ফাঁস হয়ে যায় জুনায়েদ ও খুশির কাছে।
অসাধারণ এই রোমান্টিক কমেডিতে প্রেম, নাটক ও বিশৃঙ্খলার দুর্দান্ত একটি মিশ্রণ প্রতিফলিত হয়েছে। আশুতোষ রানার পরামর্শ মতো ফোন বিনিময় করতেই জুনায়েদ খান ও খুশি কাপুর একে অপরের লাইফের সিক্রেট জেনে ফেলেন। ফলে একে অপরের ভালোবাসায় আচ্ছন্ন হয়ে থাকা প্রেমের মায়া কাটিয়ে দুজনের মধ্যে তৈরি হয় তুমুল অশান্তি।
এই অশান্তি এতোটাই চরম রূপ ধারণ করে যে গৌরব- বাণীর একে অপরের কাছে ভালোবাসা প্রমাণ করার একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। কাহিনীতে আসে নানান নাটকীয় মোড় যার ফলশ্রুতিতে তৈরি হয় বিশৃঙ্খলা আর ভুল বোঝাবুঝির একটি জাল। আর এই জাল কেটে জুনাইদ- খুশি বেরিয়ে এসে তাদের প্রেমের সফল পরিণতি দিতে পারবেন কিনা সেটা জানতে সিনেমাটি দেখতে হবে সিনেমাপ্রেমীদের।
খুশি- জুনাইদের বলিউড অভিষেকের এই সিনেমার বক্স অফিস এন্ট্রি আশানুরূপ না হলেও মুম্বাইয়ে এর প্রিমিয়ার ছিল তারকাখচিত। শাহরুখ খান, সালমান খান, আলিয়া ভাট, রণবীর কাপুর, জুহি চাওলা, রেখা, ধর্মেন্দ্রসহ আরও অনেক তারকা উপস্থিত ছিলেন সেখানে।সিনেমা দেখে সকলেই নতুন এই জুটিকে প্রশংসায় ভাসিয়েছেন।
আরও পড়ুনঃ- মধুমিতার দ্বিতীয় বিয়ে ও তার প্রাক্তন স্বামী সৌরভের শুভকামনা
বিশেষ করে অভিনেতা ধর্মেন্দ্র এবং গীতিকার ও চিত্রনাট্যকার জাভেদ আখতার দুই তরুণ অভিনেতা-অভিনেত্রীর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন।প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্র অভিনয়ের প্রশংসা করে বলেন, 'ভীষণ স্বাভাবিক অভিনয় লাগল। মনেই হল না অভিনয় দেখলাম। এটি প্রত্যেক বাড়ির গল্প।' জাভেদ আখতার বলেন, 'চমৎকার একটা গল্প। একেবারে অন্যরকম সিনেমা। ভীষণ ভালো অভিনয়।'
এছাড়া, খ্যাতিমান অভিনেত্রী শাবানা আজমিও প্রশংসা করেছেন খুশি এবং জুনায়েদের। পরিচালক করণ জোহার ইনস্টাগ্রাম পোস্টে সিনেমার প্রশংসা করে বলেন, '২০২৫-এর প্রথম প্রেমের গল্প 'লাভিয়াপা' বর্তমান সময়ের গল্প দেখানো হয়েছে এই সিনেমায়। সবার দেখা উচিত।' নন্দিত বলিতারকা কাজলও টুইট করে লিখেছেন, 'গোটা টিমকে আমার অনেক অনেক শুভেচ্ছা জানাই। এই সিনেমার গল্পটা সত্যিই অসাধারণ। কাছের সিনেমা হলে এটি দেখতে একদম ভুলবেন না।'
এদিকে, বলিউড সুপারস্টার আমির খান তার ছেলে জুনারীদের থিয়েট্রিক্যাল ডেবিউ 'লাভিয়াপা'র প্রচারে বেশ ব্যস্ত। ছবির প্রচারণায় গিয়ে সংবাদ সংস্থা এ এন আই-কে তিনি খুশি কাপুরের সঙ্গে তার মা প্রয়াত শ্রীদেবীর তুলনা করে বলেন, ‘আমি রাফ কাট (ফাইনাল এডিটের আগে) দেখেছি। এই ছবিটা আমার ভালো লেগেছে। এটা খুবই বিনোদনমূলক একটা ছবি। সেলফোনের দৌলতে আজকাল আমাদের জীবন কেমন হয়ে গেছে। এর কারণে আমাদের জীবনে ঘটে যাওয়া মজার মজার ঘটনাগুলো এখানে দেখানো হয়েছে। সব অভিনেতা-অভিনেত্রীরাই ভালো অভিনয় করেছেন। ছবিতে যখন আমি খুশিকে (কাপুর) দেখি, তখন আমার মনে হচ্ছিল আমি শ্রীদেবীকে দেখছি। ওর যে এনার্জি সেটা খুশির মধ্যে আমি দেখতে পেয়েছি। আমি শ্রীদেবীর ভীষণ ভক্ত।’
ভাইয়ের বলিউড অভিষেকে উচ্ছ্বসিত জুনাইদের বোন ও আমির খান কন্যা ইরা খানও। সোশ্যাল মিডিয়ায় প্রিমিয়ারের ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘বড় পর্দায় জুন্নু!!’ ক্যাপশনে ইরা আরো লেখেন, ''আপনি যদি জুনেদকে ব্যক্তিগতভাবে চিনতেন, তাহলে বুঝতে পারতেন যে তিনি এই চরিত্রে কতটা ভাল অভিনয় করেছেন! সমস্ত কলাকুশলীরাই দারুণ কাজ করেছেন।''
ফ্যান্টম স্টুডিওস ও এজিএস এন্টারটেইনমেন্ট প্রযোজিত, অদ্বৈত চন্দন পরিচালিত ও জুনাইদ খান- খুশি কাপুর অভিনীত সকলের প্রশংসাধন্য ‘লাভিয়াপা’ ছবিটি মুক্তির প্রথম সপ্তাহে অসফল থাকলেও দ্বিতীয় সপ্তাহে ঘুরে দাঁড়াবে বলে সকলের বিশ্বাস। তরুণ জেন জি প্রজন্মই প্রেক্ষাগৃহ দখল করে ছবিটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে ফ্লপ হওয়া থেকে রক্ষা করবে।
ডেস্ক রিপোর্টার
সর্বাধিক পঠিত
Loading...