ইউটিউব জগতের জনপ্রিয় মুখ রণবীর আলাহবাদিয়ার অনুরাগীর সংখ্যা প্রায় কোটির ঘরে।তবে কি সময় রায়নার শোয়ের ভিউ বাড়াতে তাকে এমন সস্তা ও রুচিহীন প্রশ্নের আশ্রয় নিতে হলো?
রণবীর আলাহবাদিয়ার পুরো নাম রণবীর অরোরা আলাহবাদিয়ার। ১৯৯৩ সালের ২ জুন ভারতের মহারাষ্ট্রের মুম্বাইতে জন্মগ্রহণ করেন। নেটদুনিয়ায় "বিয়ারবাইসেপস" নামে পরিচিত রণবীর ২০১৪ সালের ডিসেম্বরে ইউটিউবার হিসেবে যাত্রা শুরু করেন এবং সেসময় তিনি ইউটিউবে তিনি স্বাস্থ্য সচেতনতা ও ফিটনেস সংক্রান্ত শো পরিচালনা করতেন।
রণবীর আলাহবাদিয়া বর্তমানে একজন বিখ্যাত ভারতীয় ইউটিউবার, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এবং কন্টেন্ট ক্রিয়েটর। তিনি ইউটিউবে দৈনন্দিন জীবনের হ্যাক ভিডিও এবং স্বাস্থ্য-সম্পর্কিত ভিডিওগুলির জন্য সবচেয়ে বেশি পরিচিত।মাত্র ৩১ বছর বয়সে ভারতের এই অন্যতম সফল ইউটিউবারের মোট সম্পদের পরিমাণ ৬-৭ মিলিয়ন মার্কিন ডলার হলেও রণবীর কি এমন প্রয়োজনে সময় রায়নার ইউটিউব শো 'ইন্ডিয়াস গট ল্যাটেন্ট" -এ এমন মানহীন প্রশ্ন করে নেটিজেনদের তোপের মুখে পড়লেন সেটাই এখন তুমুল চর্চার বিষয়।
সোশ্যাল মিডিয়ার এই যুগে ইউটিউব শো গুলোতে মানের চেয়ে ভিউস ব্যবসার প্রতিই চ্যানেলের বা শো হোস্টের নজর থাকে বেশি। ভিউয়ার্সদের আকর্ষণ করতে তারা নানারকম অরুচিকর জিনিস প্রচারেও দ্বিধা করেনা। তাই বলে রণবীর আলাহবাদিয়ার মতো সফল ইউটিউবারের জন্য কোন শোতে এসে এমন কুরুচিপূর্ণ প্রশ্ন করা বেমানান বলে গত কদিন ধরে তিনি আলোচনা ও সমালোচনায় জর্জরিত।
নেটদুনিয়া জুড়ে জনপ্রিয় ইউটিউবার রণবীর আলাহাবাদিয়া ওরফে ‘বিয়ারবাইসেপস’-এর প্রশ্ন ঘিরে উঠেছে নিন্দার ঝড়। কমেডিয়ান সময় রায়নার ‘ইন্ডিয়া’স গট ল্যাটেন্ট’-এ এক প্রতিযোগীকে মজার ছলে বাবা মায়ের যৌনতা নিয়ে প্রশ্ন করেন তিনি।এমনিতে প্রতিযোগীদের কবিতা, জাদু , কমেডি, গান এবং নাচ প্রদর্শনের এই প্ল্যাটফর্মটি প্রায়শই অসংবেদনশীল মন্তব্যের জন্য সমালোচিত হলেও এবারে রণবীরের করা প্রশ্নটি অতীতের সব রেকর্ডকে ছাপিয়ে গেছে।
ইন্ডিয়া’স গট ল্যাটেন্ট’-এর ওই ভাইরাল শোর ভিডিয়ো ক্লিপে দেখা গিয়েছে প্রতিযোগীতায় অংশ নিতে আসা ওই প্রতিযোগীকে রণবীর জিজ্ঞাসা করছেন, ‘আপনি কি আপনার মা-বাবাকে সারা জীবন যৌনমিলনে লিপ্ত হতে দেখতে চান? নাকি তাতে একবার যোগ দিয়ে সেটাকে সারা জীবনের মতো বন্ধ করে দিতে চান?’ রণবীরের মুখে এই প্রশ্ন শুনে স্বাভাবিক ভাবেই অপ্রস্তুত হয়ে পড়েন প্রতিযোগীএবং সেসময় সময় রায়না বলেন, 'এগুলো সব ওঁর পডকাস্টের বাতিল হওয়া প্রশ্ন।' সেদিনের অনুষ্ঠানে বিচারক হিসেবে আরো ছিলেন আশিষ চঞ্চলানি, যশপ্রীত সিং, অপূর্বা মুখিজা এবং তারাও যৌনতা বিষয়ক এই প্রশ্নের মজা নিয়ে বলতে থাকেন, ‘কী দারুণ একটা প্রশ্ন।’
ইউটিউবার "বিয়ারবাইসেপস"র প্রশ্ন সম্বলিত এই শো ইউটিউবে প্রকাশ্যে আসতেই প্রশ্নকর্তার নিন্দা, সমালোচনা ও কটাক্ষের ঝড়ে উত্তাল হয়েছে নেটদুনিয়া। শুধু তাই নয়, তার বিরুদ্ধে কয়েক স্থানে আইনি অভিযোগ করা হয়েছে । এমনকি শোয়ের হোস্ট
সময় রায়নাসহ অন্য যারা উপস্থিত ছিলেন সেদিন অর্থাৎ আশিস চঞ্চলানি, জসপ্রীত সিং, অপূর্ব মাখিজার নামেও অভিযোগ করা হয়েছে কারণ বাবা মায়ের যৌনতা নিয়ে করা প্রশ্ন শুনে হেসে গড়িয়ে পড়েন সময় রায়না সহ অন্যান্যরা।
রণবীরের করা এই প্রশ্ন শুনে হতবাক হয়ে যান নেটিজেনরা এবং চারদিক জুড়ে শুরু হয় জোর চর্চা। ফলশ্রুতিতে কৌতুক অভিনেতা সময় রায়নার "ইন্ডিয়াস গট ল্যাটেন্ট" শোতে ইউটিউবারদের বাজে মন্তব্যের জন্য রণবীর আলাহবাদিয়া এবং অন্যদের বিরুদ্ধে সর্বপ্রথম আসামে একটি পুলিশ মামলা দায়ের করা হয় যা ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে। সেই মামলায়তাদের বিরুদ্ধে শোতে অশ্লীলতা প্রচার এবং যৌনতাপূর্ণ এবং অশ্লীল আলোচনায় জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।
আসামের এই মামলাটি ব্যাপক আলোড়ন সৃষ্টি করে এবং পরবর্তীতে তার বিরুদ্ধে একাধিক পুলিশ অভিযোগ দায়ের করা হয়। নীলোৎপল মৃণাল পান্ডে নামে বিজেপির এক নেতা মুম্বাইয়ের খার পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। এছাড়া রাহুল ইশ্বর নামে এক নেটিজেন ভারতীয় ন্যায় সংহিতা এবং তথ্য প্রযুক্তি আইনের অধীনে এফআইআর চেয়ে একটি অভিযোগ দায়ের করেছেন।
এছাড়া,বম্বে হাইকোর্টের আইনজীবী আশীষ রায় এবং পঙ্কজ মিশ্র মুম্বাই পুলিশ কমিশনার বিবেক ফলসঙ্কর এবং রাজ্য মহিলা কমিশনকে চিঠি লিখে জানিয়েছেন, শোতে করা মন্তব্যগুলি মহিলাদের অসম্মান করার সমান এবং অবশ্যই পদক্ষেপ নেওয়া উচিত।এদিকে বার্তাসংস্থা এএনআই এর প্রতিবেদন থেকে জানা গেছে, ভারতের জাতীয় মানবাধিকার সংস্থার সদস্য প্রিয়াঙ্ক কানুনগো ইউটিউব থেকে এই কন্টেন্ট সরানোর অনুরোধ জানিয়ে ইউটিউবের সংশ্লিষ্ট কর্মকর্তা মিরা ছাতের কাছে চিঠি পাঠান। এরপর ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র উপদেষ্টা কাঞ্চন গুপ্তা সোশ্যাল হ্যান্ডেল 'এক্স' এ একটি পোস্ট দিয়ে জানান যে ইউটিউব থেকে "ইন্ডিয়াস গট ল্যাটেন্ট"র রণবীর আলাহবাদিযার অপ্রাসঙ্গিক ও প্রাপ্তবয়স্ক প্রশ্ন সম্বলিত পর্বটি সরিয়ে নেয়া হয়েছে।
ঘটনার প্রতিক্রিয়া এতোই তীব্র রূপ ধারণ করেছে যে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস পর্যন্ত জনপ্রিয় ইউটিউবারের এমন কাণ্ডের সমালোচনা করেছেন। এহেন আচরণের বিরূদ্ধে পদক্ষেপ নেয়া হবে জানিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী বলেছেন,"আমাকে এই বিষয়ে জানানো হয়েছে, যদিও আমি এখনও ভিডিওটি দেখিনি। আমি জানতে পেরেছি যে এটি খুব অশ্লীল এবং এটি ভুল ছিল। প্রত্যেকেরই বাক স্বাধীনতা আছে কিন্তু এই স্বাধীনতা শেষ হয় যখন আমরা অন্যের স্বাধীনতা হরণ করি। প্রত্যেকেরই সীমাবদ্ধতা আছে, যদি কেউ সেগুলি অতিক্রম করে তবে ব্যবস্থা নেওয়া হবে।"
জনপ্রিয় ইউটিউবার ‘বিয়ারবাইসেপস’ প্রথমে তার এই প্রশ্নের প্রতিক্রিয়া এতো জটিল রূপ ধারণ করবে হয়তো সেটা বুঝতে পারেননি। কিন্তু চারিদিকে তাকে ঘিরে সৃষ্ট বিরূপ মন্তব্য ও আইনি পদক্ষেপের জেরে প্রতিযোগীকে মজার ছলে করা অশ্লীল প্রশ্নের মতো বিবেকহীন কাজের জন্য লজ্জিত হয়ে তিনি ভিডিও পোস্ট করে ক্ষমা চাইলেন।ভিডিওটি শেয়ার করে তিনি ক্যাপশনে লেখেন, ‘ইন্ডিয়া’স গট ল্যাটেন্ট-এ আমার ওইসব বলা উচিত হয়নি। আমি দুঃখিত।'
আরও পড়ুনঃ- লাভিয়াপা'র বক্স অফিস ব্যর্থতার কারণ কি জেন জিদের অনুপস্থিতি?
ভিডিওতে রণবীর বলেন, 'বিষয়টা একেবারেই মজাদার ছিল না, আমার মন্তব্য ভুল ছিল। কমেডি আমার বিষয় নয়। আমি শুধু বলতে চাই আমি খুব দুঃখিত। অনেকেই জিজ্ঞাসা করেছেন যে এই ধরনের প্রশ্ন আমি আমার পডকাস্টের জন্য ভাবি কিনা, তাদের বলি আমি কখনওই এই ধরনের প্রশ্ন করার কথা ভাবি না। আমি যা করেছি তা ঠিক প্রমাণ করার পক্ষে আমি কোনও যুক্তি দেব না, যা ঘটেছে তা ঘটা উচিত ছিল না। আমি সকলের কাছে ক্ষমাপ্রার্থী। কমেডির ক্ষেত্র আমার জন্য নয়। তবে সব ধরনের, সব বয়সের মানুষ আমার পডকাস্ট দেখেন। আর কখনও কারুর পরিবারকে আমি অশ্রদ্ধা করতে চাই না। আমি আমার মতো করে আরও ভালো করে কাজ করার চেষ্টা করি, আর সেটাই করব। তবে আমি নির্মাতাদের এই ভিডিওটি সরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করব। আর সব শেষে আবারও বলতে চাই আমি খুব দুঃখিত, আশাকরি আপনারা আমাকে ক্ষমা করে দেবেন।'
ক্ষমা প্রার্থনাসূচক এই ভিডিও প্রকাশ্যে আসতেই মন্তব্যের ঘর ভেসে গিয়েছে নানা বিদ্রূপমূলক কমেন্টে যেখানে অনেকেই এই দুঃখ প্রকাশকে নাটক বলে মন্তব্য করেছেন।কেউবা লিখেছেন, ‘ভিডিও থেকে নোংরামি মুছে ফেলতে বলেছেন, কিন্তু মন থেকে সেটা কীভাবে মুছে ফেলবেন?’ বাবা-মাকে নিয়ে করা এই নোংরা প্রশ্ন কখনো মন থেকে মুছবে না উল্লেখ করে এক নেটিজেন লিখেন, ‘'বাবা-মা অত্যন্ত শ্রদ্ধার পাত্র, তাঁরা জীবনদাতা এবং তাঁরা সন্তানদের জীবনে ঈশ্বরের ভূমিকা পালন করেন। তাঁদের ত্যাগ, ভালোবাসাকে সম্মান করা উচিত। ক্ষমা তো দূর, আপনি যা বলেছেন তা ভুলতে পারা যাবে না।’'
রণবীর আলাহবাদিয়া ক্ষমা চাইলেও তার প্রভাব আইনি পদক্ষেপের উপর পড়তে পারেনি এবং পুলিশ ইতোমধ্যে তদন্ত কাজের স্বার্থে শুটিংস্থল পরিদর্শন করেছে। ভারতীয় সংবাদমাধ্যমের সূত্র মতে, পুলিশের একটি দল গতকাল ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) খার পশ্চিমের দ্য হ্যাবিট্যাট ক্যাফে পরিদর্শন করেছে যেখানে পর্বটি শ্যুট করা হয়েছিল। এই ক্যাফেটি কমেডি অনুষ্ঠানের শুটিং স্পট হিসেবে কাজ করে এবং এর মালিক বলরাজ সিং ঘাই ' ইন্ডিয়া'স গট ল্যাটেন্টর হোস্ট সময় রায়নার বন্ধু।
মুম্বাই পুলিশ তদন্ত কাজের অংশ হিসেবে দ্য হ্যাবিট্যাট কর্তৃপক্ষের কাছে বিতর্কিত পর্ব এবং এর সিসিটিভি ফুটেজ চাইলে তারা তা দিতে ব্যর্থ হয় এবং এ সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নিয়ে তারা দেখেছে যে বেশিরভাগ শুটিংয়ের সময়, সিসিটিভি ক্যামেরাগুলি একটি কালো কাপড় দিয়ে আবৃত থাকে তাই সেগুলি সিসিটিভিতে ধরা পড়ে না। যারা এই পর্বগুলোর শুটিং করেন তারা শুটিংয়ের পর বিষয়বস্তু সঙ্গে নিয়ে যান বিধায় স্টুডিওতে কী গুলি করা হয়েছিল তার কোনও রেকর্ড নেই। YouTube-এর জন্য রেকর্ডিং বিষয়বস্তু স্টুডিও থেকে ফাঁস না হয় তা নিশ্চিত করার জন্য শ্যুট চলাকালীন সিসিটিভি কভার করা একটি সাধারণ অভ্যাস বা নিয়ম যা তারা পালন করছেন না।
স্ট্যান্ড-আপ কমেডি শোতে পরিপক্ক বিষয়বস্তু নিয়ে দেশব্যাপী বিতর্ক সৃষ্টিকারী আলাহবাদিয়ার মন্তব্যের সাথে যুক্ত অভিযোগের তদন্ত শুরু করার পরে মুম্বাই পুলিশের দেয়া চমকপ্রদ এই তথ্য সকলকে বিস্মিত করেছে। সকলেই শুধুমাত্র শোয়ের নির্দিষ্ট এই পর্ব সরিয়ে নেয়াকে যথেষ্ট মনে করছে না। তারা এমন হীন বক্তব্যের যথোপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন।
ভারতীয় যুব আইকন হিসেবে পরিচিত রণবীর আলাহবাদিয়া বর্তমানে জনপ্রিয় ইউটিউবারের খ্যাতিকে ছাড়িয়ে প্রিমিয়ার পডকাস্ট দ্য রণবীর শো হোস্ট করেও সমাদৃত হচ্ছেন কারণ বর্তমানে স্পটিফাই-এর সর্বভারতীয় পডকাস্ট চার্টে #১ ভারতীয় পডকাস্ট। তার এই শোতে আইকন আর্নল্ড শোয়ার্জনেগার, প্রিয়াঙ্কা চোপড়া, সাইফ আলী খান, রনি স্ক্রুওয়ালা, সিদ্ধার্থ রায় কাপুর ,আয়ুষ্মান খুরানা, শিল্পা শেঠি, ডিজে ব্রাভো, বোমান ইরানি, লিউক কৌতিনহোসহ আরও অনেকের উপস্থিতি শোকে সমৃদ্ধ করেছে। এতকিছুর পরেও শুরু থেকে অনুসারীদের কাছে ফিটনেস গুরু বলে আখ্যায়িত এই ইউটিউবার কি তার ৪.৫ মিলিয়ন ইনস্টাগ্রাম ফলোয়ার ও ১.০৫
কোটি ইউটিউব গ্রাহকের চোখে তার জঘন্য আচরণের জন্য প্রশ্নবিদ্ধ হবার পাশাপাশি পছন্দের আসন হারাবেন না?
স্টাফ রিপোর্টার
সর্বাধিক পঠিত
Loading...