প্রেমে একাধিকবার বিচ্ছেদই নার্গিস ফাখরিকে বলিউড থেকে দূরে সরিয়ে নিয়েছিল। এবার গোপনে আমেরিকান ব্যবসায়ীর সাথে বিয়ে সেরে বলিউডকে যেন অনেকটা বিদায় জানালেন অভিনেত্রী।
বলিউডে নার্গিস ফাখরি অভিনীত সিনেমার সংখ্যা হাতেগোনা। তবে ‘রকস্টার’ এবং ‘মাড্রাজ ক্যাফে’র মতো ছবির মাধ্যমে পরিচিতি পেয়েছিলেন তিনি। কিন্তু অনেকটা ব্যক্তিগত জীবনে বিপর্যয়ের কারণে সময়ের সাথে সাথে বলিউডের সঙ্গে এই বলি নায়িকার দূরত্ব বেড়েছে।
বলিউড ছেড়ে দীর্ঘদিন ধরে নার্গিস ফাখরি বাস করছেন মার্কিন মুলুকে। আর এবার শোনা গেছে, আমেরিকার এক ব্যবসায়ীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন অভিনেত্রী। বর্তমানে স্বামীকে নিয়ে মধুচন্দ্রিমা উদযাপনে ব্যস্ত তিনি।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আমেরিকান ব্যবসায়ী টোনি বাগকে বিয়ে করেছেন নার্গিস। খুবই ঘনিষ্ঠ বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজনের উপস্থিতিতে ক্যালিফোর্নিয়ার বেভারি হিলসের একটি বিলাসবহুল হোটেলে বসেছিল তাদের বিয়ের আসর। তবে বিয়ের অনুষ্ঠানের এক সপ্তাহ আগেই মূল বিয়ের কার্যক্রম শেষ হয়েছে।
আরও পড়ুনঃ- শিল্পকলায় চলছে ছোট পর্দার নির্মাতাদের নির্বাচন
এদিকে, সম্প্রতি নার্গিস তার ইনস্টাগ্রামে সুইজারল্যান্ড থেকে হানিমুনের ছবি শেয়ার করেছেন। শুধু তাই নয়, টনির পোস্ট করা স্টোরিগুলোও ভাগ করে নিয়েছেন নিজের ইনস্টাগ্রামে। ছবিগুলোতে মধুচন্দ্রিমার মধুর ও একান্ত মুহূর্তগুলো বিমূর্ত হয়ে ধরা দিয়েছে।
প্রসঙ্গত, বলিউডে 'রকস্টার' ছবির কাজ করতে গিয়ে একটা সময় রণবীর কাপুরের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে নার্গিসের কিন্তু এই সম্পর্ক টেকেনি। তারপর প্রায় পাঁচ বছর উদয় চোপড়ার সঙ্গে সম্পর্কে থাকলেও সেই সময় সম্পর্কের কথা স্বীকার করেননি তিনি এবং পরবর্তীতে প্রেম ভাঙার পর সম্পর্কের কথা স্বীকার করেন নার্গিস। বলা বাহুল্য, মন ভাঙার কারণেই বলিউডকে বিদায় জানিয়েছেন অভিনেত্রী।
ডেস্ক রিপোর্টার
সর্বাধিক পঠিত
Loading...