দাপুটে মারাঠা অধিপতি ছত্রপতি সম্ভাজির জীবনকাহিনী 'ছাভা'ও বক্স অফিসে ব্যাপক দাপট দেখাচ্ছে।
ভালোবাসা দিবস অর্থাৎ গত ১৪ ফেব্রুয়ারি বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে ঐতিহাসিক অ্যাকশন ড্রামা "ছাভা"। আর মুক্তি প্রথম দিন থেকেই ভালোবাসার মাসে ছবিটিকে ভালোবাসায় ভাসিয়েছেন সিনেপ্রেমীরা। ২০২৫ সালের প্ৰথম হিন্দি সিনেমা হিসেবে ছবিটি বিশ্বব্যাপী ৫০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে যা কিনা বক্স অফিসে বলিউড ছবির দুর্দশার দিনগুলোতে এক অনন্য নজির।
বলিউডে ইদানীং ইতিহাস আশ্রিত এবং পৌরাণিক গল্প অবলম্বনে তৈরি ছবির সংখ্যা দিন দিন বাড়ছে এবং সেই ধারাবাহিকতায় "ছাভা" তেমনি এক ঐতিহাসিক কাহিনী নির্ভর সিনেমা। ছত্রপতি শিবাজি পুত্র ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবন কাহিনী ভিত্তি করে নির্মিত এই জীবনীচিত্র বা বায়োপিক। এই ছবির মুখ্য চরিত্রেও অভিনয় করেছেন ভিকি কৌশল। আর 'ছাভা'তে ছত্রপতি শিবাজির পুত্রবধূ ও সম্ভাজি মহারাজের স্ত্রী মহারানি ইয়েসুবাঈয়ের ভূমিকায় অভিনয় করেছেন রাশমিকা মান্দানা।
সম্ভাজি মহারাজরূপী ভিকি কৌশলের ফার্স্ট লুক ও টিজার এবং 'ইয়েসুবাঈ’-এর ভূমিকায় রাশমিকার ফার্স্ট লুক সিনেপ্রেমীদের মুগ্ধ করলেও ট্রেলার প্রকাশ্যে আসতেই কিছুটা বিপত্তি ও শোরগোল শুরু হয়েছিল। ‘ছাভা’ ছবির ঝলক প্রকাশ্যে আসতেই তা দেখে ভুল তথ্য পরিবেশিত হচ্ছে মর্মে আপত্তি তুলেছিলেন শিবাজির বংশধর সম্ভাজিরাজে ছত্রপতি।
ট্রেলারে মারাঠাদের বিশেষ বাদ্যযন্ত্র লেজ়িম-এর তালে নাচতে দেখা গিয়েছে ছত্রপতি শম্ভাজি -রূপী ভিকি এবং ইয়েসুবাঈ-রূপী রশ্মিকাকে এবং পর্দায় স্ত্রী ইয়েসুবাঈকে নিয়ে সম্ভাজি মহারাজের নাচ-গান মেনে নিতে পারছিলেন না ছত্রপতির বংশধর এবং প্রাক্তন মারাঠা সাংসদ সম্ভাজিরাজে ছত্রপতি।
পরবর্তীতে লেজ়িম-এর তালে ছত্রপতি শম্ভাজি - ইয়েসুবাঈয়ের এই নাচ- গান মহারাষ্ট্রের কেউ মানতে রাজি হননি।ফলে বাধ্য হয়েই ছবির এই গানটির বিতর্ক নিয়ে তিনি রাজ ঠাকরের সঙ্গে আলোচনা করে তার পরামর্শে সম্ভাজি মহারাজের নাচের দৃশ্য মুছে দেয়ার সিদ্ধান্ত নেন পরিচালক লক্ষণ উতেকার এবং এক বিবৃতিতে বলেন, “লেজিম নৃত্য কোন বিরাট বিষয় নয়। সম্ভাজি মহারাজ এই নাচের থেকে অনেক বড়। তাই আমরা ছবি থেকে এই নাচের দৃশ্যে মুছে দিচ্ছি।” মারাঠা শাসক সম্ভাজি মহারাজের প্রতি নির্মাতার এই শ্রদ্ধা ও ভালোবাসা যেন দর্শক বিশেষ করে মহারাষ্ট্রের সিনেপ্রেমীরা ছবি মুক্তির পরে শতগুণে ফিরিয়ে দিচ্ছে।
ভিকি কৌশলের পিরিয়ড ড্রামা 'ছাভা' বক্স অফিসে বেশ ভালোই পারফর্ম করবে এমনই আশা ছিল ফিল্ম সমালোচকদের কারণ ট্রেড ট্র্যাকার স্যাকনিল্ক আগেই জানিয়েছিল প্রথম দিনের অগ্রিম বুকিং হিসেবে দেশজুড়ে ‘ছাবা’র প্রায় ৫ লক্ষ টিকিট বিক্রি হয়েছে। আর তাতেই এই ছবির উপর বিশ্বাস রেখেছিলেন ট্রেড এনালিস্টরা এবং তাদের সেই বিশ্বাসকে সত্য প্রমাণ করে লক্ষ্মণ উতেকারের এই ছবি ২০২৫ সালে সবচেয়ে বড় সব থেকে বড় 'ওপেনিং' দিয়েছে। ছবিটি ভারতীয় বক্স অফিসে প্রথম দিনেই দুর্দান্ত পারফর্ম করে সব ভাষা মিলিয়ে উদ্বোধনী দিনে ৩১ কোটি টাকা আয় করেছে ও বিশ্বব্যাপী আয় মিলিয়ে ৫০ কোটি টাকা আয় করে।
মুক্তির প্রথম দিনে ঐতিহাসিক অ্যাকশন ফিল্মটি ৩১ কোটি রুপি আয় যে কোনও ভ্যালেন্টাইনস ডে-তে মুক্তিপ্রাপ্ত সিনেমার জন্য সর্বোচ্চ।স্যাকনিল্ক'র তথ্যমতে,'ছাভা' প্রথম শনিবারে ভারতে ৩৬.৫ কোটি টাকা নেট সংগ্রহ করে এবং প্রথম রবিবার শনিবারের তুলনায় এক লাফে অনেকটাই বেড়ে গিয়ে ১৬ ফেব্রুয়ারি বক্স অফিসে ভিকি কৌশল অভিনীত ছবিটি ৪৮ কোটি ৫০ লাখ টাকার ব্যবসা করে। মাত্র মাত্র ৩ দিনেই ১০০ কোটির গণ্ডি টপকে সেসময় ছবির মোট আয় গিয়ে দাঁড়ায় ১১৬ কোটি ৫০ লাখ টাকায়।
এরপর আরো এক বিস্ময়কর ঘটনা ঘটিয়ে ভিকি কৌশল ও রাশমিকা মান্দানা অভিনীত ছবিটি মুক্তির চার দিনে রীতিমত চমকে দেয় সকলকে। আর বক্স অফিসের রিপোর্ট অনুযায়ী সেই চমকপ্রদ ঘটনা হলো , চার দিনেই ছবির নির্মাণ ব্যয় তুলে ফেলেছে ‘ছাভা’! সিনে বিশ্লেষকরা আগেই জানিয়েছিলেন প্রচার-প্রচারণাসহ ‘ছাবা’র মোট বাজেট ১৪০ কোটি রুপি এবং চতুর্থ দিনে বিশ্বব্যাপী ছবিটি আয় করেছে ১৮৫ কোটি রুপি।
ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবনের উপর নির্ভর করে বানানো ঐতিহাসিক চলচ্চিত্র ‘ছাভা’ মুক্তির পর থেকেই ভারতীয় বক্স অফিস যে দখলে নিয়েছে প্রথম সপ্তাহের মতো দ্বিতীয় সপ্তাহেও দারুণ আয় অব্যাহত রেখেছে। দ্বিতীয় সপ্তাহের শুক্রবার ২৩ কোটি ৫০ লাখ, শনিবার ৪৪ কোটি টাকা ,রবিবার ৪০ কোটি টাকা আয় করেছে এবং দ্বিতীয় সোমবার ভারতে ১৫.১২ কোটি টাকার নেট আয় করেছে। যার ফলে ভারতে এই ছবির মোট আয় দাঁড়িয়েছে ৩৪১.৮৭ কোটি টাকা এবং বিশ্বব্যাপী ১১ দিনে এটি আয় করেছে ৪৮৩ কোটি টাকা।
'ছাভা'য় শিল্পীদের অভিনয় ব্যাপক প্রশংসিত হলেও ছবির নির্মাণ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে।ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস বাংলা তাদের রিভিউতে জানিয়েছে, ‘ছাভা' ছবির প্রথম ভাগ বেশ দুর্বল , স্লো এবং গল্পের বুননও তেমন জমাটবদ্ধ না হলেও দ্বিতীয় ভাগে গোটা ছবিটাই বদলে টানটান গল্প, অ্যাকশনের মধ্যে দিয়ে এগিয়ে চলে । তবে চিত্রনাট্য দুর্বল হলেও নজর কেড়েছে গোটা ছবির প্রতিটি অ্যাকশন দৃশ্য এবং ডিটেলে প্রতিটি অ্যাকশন দৃশ্য দেখানো হয়েছে। সম্ভাজি মহারাজের জীবনের শেষ লড়াইয়ের সিকোয়েন্সটি এককথায় অসাধারণ!
হিন্দুস্তান টাইমসের সামগ্রিক পর্যালোচনা অনুসারে, ‘ছাভা’ ‘সম্ভাজির সাহসিকতা ও আত্মত্যাগের একটি শক্তিশালী শ্রদ্ধাঞ্জলি হতে পারে। তবে সেই লক্ষ্যের মাঝখানে বাধা হয়ে দাঁড়িয়ে আছে, বাজে সম্পাদনা এবং মারাঠা শাসকের অতিমাত্রায় সুপারহিরোফিকেশন।' তবে সমালোচকরা যাই বলুক মারাঠা নায়ক ছত্রপতি শিবাজীর ছেলে ছত্রপতি সম্ভাজি মহারাজের বায়োপিককে ভালোবাসায় ভরিয়ে তুলেছেন অনুরাগীরা এবং মহারাষ্ট্রের সবথেকে বেশি এবং ভালো ব্যবসা করছে এই ছবিটি। এমনকি দর্শকদের চাহিদা মেনে মুম্বই ও পুণের সিনেমা হলগুলিতে মধ্যরাতের শো চালু হয়েছে।
"ছাভা" সিনেমায় মূল চরিত্র অর্থাৎ ছত্রপতি সম্ভাজি মহারাজের চরিত্রে অভিনয় করেছেন ভিকি কৌশল এবং ছত্রপতির তেজোদীপ্ত চরিত্রে পর্দায় তিনি আরও একবার তার অভিনয় প্রতিভার ঝলক দেখিয়েছেন। এই সিনেমায় অভিনয়ের জন্য প্রশংসায় ভাসছেন ভিকি কৌশল এবং সম্ভাজি মহারাজের চরিত্রে অভিনেতা নিজেকে রীতিমতো সপে দিয়েছেন বলা যায়।এই চরিত্রের জন্য ভিকি নিজের ওজন ১০০ কেজি করেছিলেন, কানে ফুটো পর্যন্ত করান এবং ঘোড়দৌড় থেকে লাঠিখেলা– সব শিখে নিখুঁতভাবে নিজেকে মেলে ধরেছেন ঐতিহাসিক বীরের চরিত্রে। মারাঠি মহারাজের চরিত্রে ভিকি কৌশল এককথায় দুর্ধর্ষ!
এছাড়া অক্ষয় খান্নাও আওরঙ্গজেবের চরিত্রে রেখেছেন আইকনিক ছাপ। ছবির প্রত্যেকেই যার যার চরিত্র সুচারুরূপে ফুটিয়ে তুলেছে। তাই দর্শকের পাশাপাশি অভিনয়ের জন্য সমালোচকদেরও প্রশংসা কুড়াচ্ছে সিনেমাটি।
আরও পড়ুনঃ- শেষ হলো আফরান নিশো'র ‘দাগি' সিনেমার শুটিং
পুরো ভারত জুড়ে "ছাভা" তার প্রভাব এতোটাই বিস্তার করেছে যে, স্বয়ং ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই ছবিতে মুগ্ধ বলে জানা গেছে।শুক্রবার দিল্লির বিজ্ঞান ভবনে ৯৮তম অখিল ভারতীয় মারাঠি সাহিত্য সম্মেলনে এই ছবির প্রশংসা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, 'ইয়ে মহারাষ্ট্র অউর মুম্বই হি হ্যায় জিসনে মারাঠি ফিল্মো কে সাথ, হিন্দি সিনেমা কো ইয়ে উঁচাই দি হ্যায়। অউর ইন দিনো তো, ছাবা কি ধুম মাচি হুই হ্যায়। (মহারাষ্ট্র এবং মুম্বই মারাঠি ছবির পাশাপাশি হিন্দি সিনেমাকেও উন্নত করেছে। আর আজকাল ছাবার ঢেউ উঠেছে)।
তবুও বক্স অফিসে বিশাল এই ধামাকার মধ্যেই নতুন করে বিপত্তি বেধেছে সিনেমাটি নিয়ে।তথ্য বিকৃতির অভিযোগ এনে সম্প্রতি মুক্তি পাওয়া ‘ছাভা’ সিনেমার নির্মাতাদের বিরুদ্ধে ১০০ কোটি রুপির মানহানি মামলার হুমকি দিয়েছেন দুই মারাঠা যোদ্ধা গনোজি ও কানহোজির বংশধররা।সিনেমাটিতে দেখানো হয়েছে, গনোজি ও কানহোজির বিশ্বাসঘাতকতার জেরেই আওরঙ্গজেবের কাছে পরাস্ত হতে হয় সম্ভাজিকে যা কিনা মারাঠা লোককথাতেও বহুল প্রচারিত।
সিনেমার পর্দায় এমন দৃশ্য দেখেই গনোজি, কানহোজির বংশের ত্রয়োদশ প্রজন্ম অভিযোগ এনেছে ছবিতে এমন দৃশ্যের জন্য তাদের পরিবারের মান-মর্যাদা নষ্ট হচ্ছে এবং অবিলম্বে পরিচালক সেই দৃশ্য বদল না করলে ১০০ কোটি রুপির মানহানি মামলা করা হবে পরিচালক লক্ষ্মণ উতরেকর ও টিম ‘ছাভা’র বিরুদ্ধে। কথিত এই তথ্য বিকৃতি এড়াতে গত ২০ ফেব্রুয়ারি ছবির টিমের বিরুদ্ধে আইনি নোটিশও পাঠিয়েছেন গনোজি, কানহোজির বংশধরেরা। তবে এর মধ্যেই দুঃখপ্রকাশ করে বিবৃতি দিয়েছেন নির্মাতা লক্ষ্মণ উতেকার।
তবে যত বিতর্ক সামনে আসুক না কেন বক্স অফিসে "ছাভা"র সাফল্যের ঝাণ্ডা মুক্তির তেরতম দিনে এসেও উড্ডীন। মুক্তির তেরতম দিন অর্থাৎ দ্বিতীয় বুধবারে ছবিটি ২১.৭৫ কোটি রুপি আয় করেছে এবং ভারতে এর সর্বমোট বক্স অফিস কালেকশন দাঁড়িয়েছে ৩৮৫ কোটি রুপি। বিশ্বব্যাপী এই সিনেমার আয় মুক্তির তেরদিনে ৫০০ কোটি রুপি ছড়িয়েছে এবং ট্রেড অ্যানালিস্টরা বলছেন, ‘ছাভা’ যেভাবে বক্স অফিসে দাপট দেখাচ্ছে, তাতে মনে হচ্ছে- ২০২৫ সালের অন্যতম ব্যবসাসফল ছবির তকমা নিয়েই বছর পার করবে এটি।
লক্ষ্মণ উতেকার পরিচালিত ও ম্যাডক ফিল্মসের অধীনে দীনেশ বিজন প্রযোজিত 'ছাভা' একটি ঐতিহাসিক মহাকাব্য। এই ছবির সিনেমাটিক স্কোর ও সাউন্ডট্র্যাক অ্যালবামটি সুর দিয়েছেন এ আর রহমান এবং গানের কথা লিখেছেন ইরশাদ কামিল। ছবিতে ছত্রপতি সম্ভাজি মহারাজের চরিত্রে ভিকি কৌশল, মহারানি ইয়েসুবাইয়ের চরিত্রে রশ্মিকা মান্দানা, আওরঙ্গজেবের ভূমিকায় অক্ষয় খান্না, সরসেনাপতি হাম্বিরাও মোহিতের চরিত্রে আশুতোষ রানা এবং সোয়ারাবাইয়ের চরিত্রে দিব্যা দত্ত অভিনয় করেছেন। চলচ্চিত্রটি শিবাজী সাওয়ান্তের মারাঠি উপন্যাস ‘ছাভা’ অবলম্বনে নির্মিত।
ডেস্ক রিপোর্টার
সর্বাধিক পঠিত
Loading...