
"সিকান্দার"র টিজারে চিরচেনা রবিনহুড রূপে সালমান খান
ভক্তদের প্রতীক্ষার দিন শেষ।খুব শীঘ্রই অতীতের হিসাব মেটাতে "সিকান্দার" রূপে ঈদি নিয়ে আসছেন বলিউড ভাইজান। টিজার প্রকাশ্যে আসতেই সকলের উচ্ছ্বাস, 'ভাইজান ইজ ব্যাক'।
২০২৫-এর ঈদের বক্স অফিস দখলের জন্য এখন থেকেই প্রস্তুত বলিউডের অন্যতম সফল তারকা সালমান খান। দীর্ঘদিন ধরে সফলতার দেখা না পাওয়া এই বলি সুপারস্টার এবার হারানো সাম্রাজ্য ফিরে পেতে নিজের চেরচেনা রুদ্রমূর্তিতে ধরা দিলেন। বলিউডের ছবিতে লড়াইয়ের দৃশ্যে সালমান তুলনাহীন এবং এই ছবিতেও সেই একই মেজাজে ভাইজান।
২৮ ডিসেম্বর ছবির প্রথম টিজার মুক্তি পেতেই সিনেপ্রেমীদের মন কেড়ে নিয়েছিল। আর দ্বিতীয় টিজারে যেন তিনি আরও বিধ্বংসী। ১ মিনিট ২১ সেকেন্ডের টিজারটি শুরু হয় সালমানের চরিত্রের নাটকীয় পরিচয় দিয়ে এবং সেখানে তার নাম বলতে 'সঞ্জয়'। নস্টালজিয়ার ইঙ্গিত দিয়ে, তিনি প্রকাশ করেন যে তার দাদি তাঁকে ‘সিকান্দার’ নাম দিয়েছিলেন কিন্তু একইসঙ্গে তিনি জানান লোকে তাকে রাজা বলে ডাকে।
এরপরেই টিজারে আসে একের পর এক অ্যাকশন দৃশ্য যেখানে সালমানকে তার সিগনেচার স্টাইল লার্জার-দ্যান-লাইফ অবতারে দেখানো হয় এবং সেসব দৃশ্যে দেখা মেলে তার চিরপরিচিত সেই ‘সোয়াগ’-এর। পুরো অ্যাকশন দৃশ্য জুড়ে দাবাং খান একই একশো এবং একাই একাধিক প্রতিপক্ষের সঙ্গে মোকাবিলা করে অনায়াসে তাদের ঘুষি ও লাথি মেরে পর্যুদস্ত করতে দেখা যায় তাকে। অ্যাকশনটি কবরস্থান থেকে বিমানবন্দর সংলগ্ন এলাকা পর্যন্ত বিভিন্ন পটভূমিতে উঠে আসে যেখানে সর্বত্রই অ্যাকশন মেজাজেই আবির্ভুত হন সাল্লু।
মারকাটারি দৃশ্যে ভরপুর এই টিজারে মন কাড়ে ‘কায়দে মে রহো ফায়েদে মে রহো’ এবং ‘ইনসাফ নেহি হিসাব করনে আয়া হুঁ’-এর মতো ওয়ান-লাইনার ডায়ালগগুলি। অসহায় মানুষদের হয়ে লড়াই করাই ‘সিকান্দর’-এর উদ্দেশ্য এবং সেই উদ্দেশ্য সাধন করতে সে নির্দ্বিধায় দ্বন্দ্বের পথ বেছে নেয়। টিজারে দেখা মিলেছে ভাইজান-এর নায়িকা রাশমিকারও যার সঙ্গে তার রসায়ন দেখতে উদগ্রীব দর্শকও।
বৃহস্পতিবার মুক্তিপ্রাপ্ত ‘সিকান্দার’-এর টিজার বেশ পছন্দ করেছেন তাঁর ভক্ত-অনুসারীরা। তবে নিন্দুকেরা অবশ্য এর সাথে 'সালার' ছবির কিছু দৃশ্যের মিল খুঁজে পেয়েছেন । তবে যত যাই হোক সিনেপ্রেমীদের আশা, এ সিনেমা দিয়ে আবারও সফলতার মুখ দেখবেন সালমান।
এর আগে প্রথম টিজারেও ভাইজান সবার নজর কেড়েছিল এবং বিশেষ করে সেই টিজারের উল্লেখযোগ্য সংলাপের সঙ্গে অনেকেই খুঁজে পেয়েছেন লরেন্স বিশ্নোইয়ের যোগ।এক মিনিট ৪১ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, সালমান এমন একটা ঘরে ঢুকছেন যে ঘরটিতে অস্ত্র ভর্তি আর সেখানে রয়েছে বর্ম পরিহিত সামুরাই সেনা। মনে হচ্ছিল যে, তিনি একটি ফাঁদে পা দিয়েছেন এবং তবে ঠিক তখনই তিনি বলেন,“শুনছি আমার পিছনে অনেকে ধাওয়া করে বেড়াচ্ছে। আমার শুধু পিছন ফেরার অপেক্ষা...” ঝলকে সালমনের এই সংলাপ নাকি ছিল লরেন্স বিশ্নোইয়ের জন্যই। আর তাতেই উৎফুল্ল সালমান ভক্তরা।
আরও পড়ুনঃ- শিল্পকলা একাডেমির মহাপরিচালকের পদ থেকে জামিল আহমেদের পদত্যাগ
বর্তমানে দক্ষিণী ছবির চাপে অনেকটাই কোণঠাসা বলিউড। এছাড়া করোনাকাল থেকে বক্স অফিসে তেমন ভালো সময় যাচ্ছে না সালমানের। তার শেষ রিলিজ টাইগার ৩ ভালো ব্যবসা করলেও পাঠান কিংবা জওয়ানের মতো রেকর্ড গড়তে পারেনি। তাই 'গজিনী' ছবি খ্যাত দক্ষিণী পরিচালক এ আর মুরুগাদসের নির্দেশনায় এই প্রথম কাজ করলেও "সিকান্দার" নিয়ে অনেক প্রত্যাশা ভাইজানের।
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সালমান খানের 'সিকান্দার'। ছবিটি পরিচালনা করেছেন 'গজনি', :থুপ্পাক্কি', 'হলিডে: আ সোলজার ইজ নেভার অফ ডিউটি' ও 'সরকার'র মতো তামিল ও হিন্দি ছবির পরিচালনার জন্য খ্যাত এ আর মুরুগাদোস এবং প্রযোজনা করেছে সালমানের ঘনিষ্ঠ বন্ধু সাজিদ নাদিয়াদওয়ালার প্রযোজনা সংস্থা নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেইনমেন্ট।এ সিনেমায় সালমান, রাশমিকা ছাড়াও আরও অভিনয় করেছেন শারমান জোশী, কাজল আগরওয়াল,সত্যরাজ, প্রতীক বাব্বর প্রমুখ।
সালমান খানকে সবশেষ দেখা গিয়েছিল ২০২৩ সালে ‘টাইগার ৩’ ছবিতে এবং তারপর থেকে বেশ কিছু ছবিতে ক্যামিও চরিত্রে দেখা গিয়েছিল তাকে। টিজারে সুপারস্টারের দাপুটে স্টাইল ও দুর্দান্ত অ্যাকশন দর্শকের আগ্রহে নতুন মাত্রা যোগ করেছে। তাই ‘সিকান্দর’ নিয়ে সালমান-ভক্তদের উত্তেজনা তুঙ্গে।
অনুরাগীদের মতে, সালমান খানের অ্যাকশন অবতার, শক্তিশালী সংলাপ এবং রশ্মিকার সঙ্গে তার জুটি—সব মিলিয়ে এটি একটি অবিস্মরণীয় ছবি হতে চলেছে। বক্স অফিসে এর প্রভাব কী হবে, তা দেখার জন্য ঈদ পর্যন্ত অপেক্ষা করতে হলেও টিজার যে দর্শকদের মনে গভীর ছাপ ফেলেছে, তা সন্দেহাতীত।
ডেস্ক রিপোর্টার
সর্বাধিক পঠিত
Loading...