
কিয়ারার নতুন অধ্যায় সূচনার ঘোষণায় উচ্ছ্বসিত বলিউড ও ভক্তরা
বলিউডের মিষ্টি মধুর জুটি কিয়ারা-সিদ্ধার্থ সংসার জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন। কিয়ারা প্রথমবারের মতো মাতৃত্বের স্বাদ অনুভব করবেন,আর সিদ্ধার্থ পিতৃত্বের।
বি- টাউনের তারকা দম্পতি সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আদভানি তাদের প্রথম সন্তানলাভের প্রত্যাশা করছেন। গত ২৮ ফেব্রুয়ারি শুক্রবার দুপুরে কিয়ারা ইনস্টাগ্রামে এক আদুরে ছবি পোস্ট করে মা হওয়ার সুসংবাদ সবার সঙ্গে ভাগ করে নিয়েছেন। কিয়ারা ও সিদ্ধার্থের এই যৌথ পোস্টে দেখা গেছে, সিদ্ধার্থ আর কিয়ারা হাতের ওপর হাত রেখে ছোট্ট একজোড়া সাদা মোজা ধরে আছেন। ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘আমাদের জীবনের সেরা উপহার, শিগগিরই আসছে’।
বেশ কিছুদিন ধরেই বলিউডের আকাশে বাতাসে কিয়ারার মা হবার গুঞ্জন ভেসে বেড়াচ্ছিল। পোলকা ডট পোশাকে বড়দিনে সামনে আসতেই সকলের জল্পনা শুরু অভিনেত্রীর গর্ভধারণ নিয়ে কারণ আনুশকা শর্মার প্রথমবার ভামিকাকে নিয়ে অন্তঃসত্ত্বাকালীন অবস্থায় সুখবর ভাগ করে নিতে এইরকম পোশাকেই সামনে এসেছিলেন। তাই কিয়ারাও প্রেগন্যান্ট কি না, তা নিয়ে হিসেব নিকেষ শুরু হয় এবং 'গেম চেঞ্জার' ছবির প্রচারের আগে নায়িকা অসুস্থ হয়ে পড়লে সেই গুঞ্জন আরো জোরালো হয়।
এরপর থেকেই এই বলি অভিনেত্রীর কাছ থেকে সুসংবাদ শোনার প্রত্যাশায় ছিলেন ভক্ত অনুরাগীরা। যদিও সেসময় এই জল্পনা-কল্পনার কোনও ভিত্তি ছিলনা। তবে বর্তমানে এসে ভক্তদের আকাঙ্ক্ষা পূরণ হতে চলেছে।
কিয়ারা এবং সিদ্ধার্থের এই সুসংবাদ ঘোষণা প্রকাশ্যে আসতেই সবাইকে উচ্ছ্বসিত করেছে। মুহূর্তের মধ্যেই, বন্ধুবান্ধব এবং ফিল্ম ইন্ডাস্ট্রির সদস্যরা সহ নেটিজেনদের আন্তরিক অভিনন্দনে পোস্টের মন্তব্য বিভাগে প্লাবিত হয়েছে। শিল্পা শেঠি কুন্দ্রা অভিনন্দন জানিয়েছেন, ঈশান খাট্টার অভিনন্দন জানিয়ে লিখেছেন, " অভিনন্দন বন্ধুরা ! আশীর্বাদ ছোট্ট জন! যাত্রা নিরাপদ হোক''!
আলিয়া পোস্টে হার্ট ইমোজি দিয়ে মন্তব্য করেছেন, কারিনা কাপুর লিখেছেন, "সর্বোত্তম সময় শীঘ্রই আসছে (হার্ট এবং রেইনবো ইমোজি) ঈশ্বর আপনাদের আশীর্বাদ করুন।" রাশমিকা মান্দানা লিখেছেন, "আপনাদের অভিনন্দন।" সামান্থা রুথ প্রভু লিখেছেন, "ওএমজি (হার্ট ইমোজি) অভিনন্দন (অশ্রুসিক্ত ইমোজি), ফারহানও মন্তব্য করেছেন, “অভিনন্দন,” (একটি হাসির ইমোজি সহ) আকাঙ্ক্ষা রঞ্জন কাপুর লিখেছেন, "অভিনন্দন বন্ধুরা (হার্ট ইমোজি)।" এছাড়া মহীপ কাপুর, আরমান মালিক, জ্যাকলিন ফার্নান্দেজ এবং আরও অনেকে এই দম্পতিকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন।
এদিকে, কিয়ারা এবং সিদ্ধার্থ শীঘ্রই বাবা-মা হবার সংবাদ শুনে সোশ্যাল মিডিয়ায় ভক্তরা রোমাঞ্চিত । এক নেটিজেন লিখেছেন, "ওএমজি ! ৩ জন শিক্ষার্থীই এখন পিতামাতা," সিদ্ধার্থ এবং তার স্টুডেন্ট অফ দ্য ইয়ার সহ-অভিনেতা আলিয়া এবং বরুণ ধাওয়ানকে উল্লেখ করে এই মন্তব্য করেছেন। এছাড়া এই তারকা দম্পতির অসংখ্য অনুরাগী সুন্দর সুন্দর মন্তব্য করে জানিয়ে এটিকে 'সেরা খবর' বলে অভিহিত করেছেন।
এই তারকাজুটির সিনেমা ‘শেরশাহ’ মুক্তি পায় ২০২১ সালে। যে সিনেমাটি সত্যি কাহিনীর উপর ভিত্তি তৈরি হয়েছিল। সবাইকে আবেগপ্লাবিত করে কাঁদিয়েছিল সিনেমাটির গল্প। অনবদ্য এই সিনেমাটি থেকে তাদের মন দেয়া-নেয়া শুরু হয়। দুবছর প্রেম করে ২০২৩ সালে শুভ পরিণয়ে প্রেমের সম্পর্কের সফল ইতি টানেন সিদ্ধার্থ -কিয়ারা দম্পতি।
আরও পড়ুনঃ- সরকারি অনুদানে চলচ্চিত্র নির্মাণের জন্য চিত্রনাট্যের আহ্বান
সিদ্ধার্থ মালহোত্রা এবং অভিনেত্রী কিয়ারা আদভানি ৭ ফেব্রুয়ারি রাজস্থানে ডেস্টিনেশন ওয়েডিং - এর মধ্য দিয়ে সাতপাকে বাঁধা পড়েন। জয়সালমিরের সূর্যগড় হোটেলের সেই গ্র্যান্ড আয়োজনে তাদের পরিবারের সদস্যরা এবং শুধুমাত্র ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন।সিদ্ধার্থ এবং কিয়ারা তাদের বিয়ের অনুষ্ঠানস্থল থেকে ছবি পোস্ট করে লিখেছিলেন, " সাত ফেরে"!
কিয়ারা আদভানির প্রকৃত নাম আলিয়া আদভানি
যিনি হিন্দি এবং তেলেগু ছবিতে কাজ করেন।কমেডি ছবি ফুগলি (২০১৪) দিয়ে অভিনয়ে আত্মপ্রকাশের পর , তিনি স্পোর্টস বায়োপিক এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি (২০১৬) তে এমএস ধোনির স্ত্রীর চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন।কিয়ারাকে সম্প্রতি রাম চরণের সঙ্গে 'গেম চেঞ্জার' ছবিতে দেখা গেছে। আগামীতে তাকে রণবীর সিং এর বিপরীতে 'ডন ৩' এবং হৃত্বিক রোশনের বিপরীতে 'ওয়ার ২' ছবিতে দেখা যাবে।
অন্যদিকে ভারতীয় অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা ফ্যাশন মডেল হিসাবে তার কর্মজীবন শুরু করেছিলেন এবং পরবর্তীতে অভিনয় ক্যারিয়ারের জন্য এটি ছেড়ে দেন। ২০১০ সালে করণ জোহরের সহকারী পরিচালক হিসেবে মাই নেম ইজ খান চলচ্চিত্রে ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করেন । ২০১২ সালে করণ জোহর পরিচালিত স্টুডেন্ট অফ দ্য ইয়ারে অভিনয়ের মাধ্যমে অভিনয় জীবনে পা রাখেন।
সিদ্ধার্থ মালহোত্রা হাসি তো ফাসি (২০১৪), এক ভিলেন (২০১৪) এবং কাপুর অ্যান্ড সন্স (২০১৬) , শেরশাহ এর মতো ব্যবসায়িকভাবে সফল চলচ্চিত্রে অভিনয় করেছেন। সিডকে শেষবার রাশি খান্না এবং দিশা পাটানির সাথে 'যোধা' ছবিতে দেখা গিয়েছে। তার পরবর্তী প্রজেক্টের নাম 'পরম সুন্দরী' যেখানে তার নায়িকা চরিত্রে অভিনয় করছেন জাহ্নবী কাপুর।
স্টাফ রিপোর্টার
সর্বাধিক পঠিত
Loading...