By using this site, you agree to our Terms and Conditions and Privacy Policy.

রণবীর আলাহবাদিয়াকে শো চালুর অনুমতি দিল ভারতীয় সুপ্রিম কোর্ট

ডেস্ক রিপোর্টার

৫ মার্চ, ২০২৫ এ ১০:২১ এ এম

বলিউড
রণবীর আলাহবাদিয়াকে শো চালুর অনুমতি দিল ভারতীয় সুপ্রিম কোর্ট

যৌনতা সংক্রান্ত প্রশ্নের জেরে রণবীর আলাহবাদিয়ার পডকাস্ট শো বন্ধ করা হলেও প্রায় ২৮০ জন মানুষের জীবিকার কথা ভেবে শীর্ষ আদালত অনুষ্ঠানটি ফের চালুর অনুমতি দিয়েছে।

রণবীর আলাহবাদিয়া বর্তমানে একজন বিখ্যাত ভারতীয় ইউটিউবার, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এবং কন্টেন্ট ক্রিয়েটর। নেটদুনিয়ায় "বিয়ারবাইসেপস" নামে পরিচিত রণবীর ২০১৪ সালের ডিসেম্বরে ইউটিউবার হিসেবে যাত্রা শুরু করেন এবং সেসময় তিনি ইউটিউবে তিনি স্বাস্থ্য সচেতনতা ও ফিটনেস সংক্রান্ত শো পরিচালনা করে জনপ্রিয়তা লাভ করেন। কিছুদিন পূর্বে কমেডিয়ান সময় রায়নার ইউটিউব শো ‘ইন্ডিয়া’স গট ল্যাটেন্ট’-এ বিচারক হিসেবে এসে এক প্রতিযোগীকে মজার ছলে বাবা মায়ের যৌনতা নিয়ে প্রশ্ন করেন তিনি।

এরই পরিপ্রেক্ষিতে নেটদুনিয়ায় এই ইউটিউবারের বিরুদ্ধে নিন্দার ঝড় ওঠে। এমনকি ভারতের বিভিন্ন স্থানে তার নামে মামলা হয়। পরবর্তীতে তদন্ত চলাকালে তার অনলাইনে প্রচারিত বর্তমান পডকাস্ট শো 'দ্য রণবীর' শো বন্ধ করার নির্দেশ দেয়া হয়।

তবে শেষপর্যন্ত আবেদনের প্রেক্ষিতে, ভারতীয় সুপ্রিম কোর্ট সোমবার রণবীর আল্লাহবাদিয়াকে তাঁর ‘দ্য রণবীর শো’ পুনরায় সম্প্রচার করার অনুমতি দিয়েছে। তবে তার পডকাস্টগুলি নৈতিকতা এবং শালীনতার কাঙ্ক্ষিত মান বজায় রাখার শর্ত মেনে চলতে হবে। একইসাথে এগুলি যে কোনও বয়সের দর্শকই যেন অস্বস্তিতে না পড়ে দেখতে পারেন সেটি নিশ্চিত করতে হবে।

এই বিষয়ে শীর্ষ আদালত তাদের বিবৃতিতে জানিয়েছে, ২৮০ জন কর্মচারীর জীবিকা নির্বাহের জন্য আল্লাহবাদিয়াকে তার অনুষ্ঠানটি পুনরায় চালু করার অনুমতি দেওয়া হয়েছে ।কারণ এটির সম্প্রচারের উপর নির্ভর করে এই সব মানুষের রোজগার।

আরও পড়ুনঃ- অস্কারে সেরা আনোরা, যাদের হাতে উঠলো মর্যাদাপূর্ণ এই পুরস্কার

এর আগে, অনুষ্ঠান বন্ধের নির্দেশ প্রাপ্ত হবার পরে রণবীর সুপ্রিম কোর্টে একটি আবেদন দাখিল করেছিলেন। সেখানে তিনি অনুরোধ করেন, তাকে যেন এই পডকাস্ট ফের সম্প্রচার করতে দেওয়া হয়। এছাড়া তার উপর জারি থাকা একটি আদেশের কিছু অংশ প্রত্যাহার করার অনুরোধ করেছিলেন তিনি।

ভারতীয় সুপ্রিম কোর্ট উল্লেখ করেছে যে, অ্যাটর্নি জেনারেল এবং সলিসিটর জেনারেল তুষার মেহতার দাবি অনুযায়ী সমাজের পরিচিত নৈতিক মানদণ্ডের পরিপ্রেক্ষিতে গ্রহণযোগ্য নয় এমন অনুষ্ঠানের সম্প্রচার রোধ করার জন্য কিছু নিয়মকানুন প্রয়োজন হতে পারে।শীর্ষ আদালত কেন্দ্রের পক্ষে উপস্থিত সলিসিটর জেনারেলকে এমন কিছু ব্যবস্থা নিয়ে আলোচনা এবং পরামর্শ দিতে বলেছে যা বাকস্বাধীনতা এবং মত প্রকাশের মৌলিক অধিকারের উপর আঘাত না হানার পাশাপাশি ধারা ১৯ (৪)-এর সীমার মধ্যে থেকেই যথেষ্ট কার্যকর হবে।এছাড়া এই বিষয়ে কোনও আইনী বা বিচারবিভাগীয় ব্যবস্থা গ্রহণের আগে, সংশ্লিষ্ট পক্ষগুলির কাছ থেকে পরামর্শ নিতে হবে বলে জানিয়েছে ভারতের শীর্ষ আদালত।

উল্লেখ্য, মহারাষ্ট্র ও আসামে রণবীরের বিরুদ্ধে দায়ের করা এফআইআর-এ গ্রেফতার থেকে তাকে অন্তর্বর্তীকালীন সুরক্ষার মেয়াদও সুপ্রিম কোর্ট বাড়িয়েছে।

ডেস্ক রিপোর্টার

59
anonymous

সর্বাধিক পঠিত

Loading...