
সালমান - রাশমিকার মিষ্টি রোমান্সে মুগ্ধ সিনেপ্রেমীরা
বলিউডের ঈদুল ফিতর মানেই সালমান খানের তার ভক্তদের জন্য ঈদি। ২০২৪'র বিরতির পর এবার আসছে 'সিকান্দার' যাতে প্রথমবারের মতো তাক লাগালো সালমান - রাশমিকার অপূর্ব রসায়ন।
বলিউডে সালমান খানের সিনেমা মানেই ধামাকা এবং হিন্দী ফিল্ম ইন্ডাস্ট্রির এই সুপারস্টার বড় পর্দায় ধামকাদার রূপে উপস্থাপিত হতেই বেশি ভালোবাসেন। আর 'সিকান্দার'-এ যে সেই ধামাকা আরো জোরালো ও সফল হতে যাচ্ছে তার প্রমাণ ইতোমধ্যে সিনেমার দুটি টিজার দিয়েছে। তবে এই সিনেমায় অন্যতম আকর্ষণ হতে যাচ্ছে বলিউড ভাইজান আর দক্ষিণী নায়িকা রাশমিকার অনন্য এক জুটি।
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে গত সপ্তাহে প্রকাশ্যে এসেছে বহুল প্রতীক্ষিত 'সিকান্দার' ছবির টিজার। অনুরাগীরা যেমন বলিউড ভাইজানের স্টাইল দেখার, ডায়লগ শোনার অপেক্ষায় ছিল তেমনি তাদের আগ্রহের মূল কেন্দ্রবিন্দুতে ছিল রাশমিকার সাথে তার কেমিস্ট্রি উপভোগ করা। ছবির টিজারে সুপারস্টারের ফাটাফাটি অ্যাকশন সিকোয়েন্স ও মনকাড়া ডায়লগ থাকলেও এক মিনিট ২১ সেকেন্ডের সেই টিজার ভিডিওটিতে নায়িকাকে একঝলকই দেখা গিয়েছিল। ফলে ভক্তদের এদিক দিয়ে তৃপ্ত করতে পারেনি ছবির টিজার।
অবশেষে ভক্ত অনুরাগীদের মনের আকাঙ্ক্ষা পূরণ করতে মঙ্গলবার ৪ মার্চ প্রকাশ্যে এসেছে 'সিকান্দার' ছবির প্ৰথম গান ''জোহরা জাবীন"। গান মুক্তি পেতেই সালমান- রাশমিকার মিষ্টি মধুর রোমান্সে কুপোকাত নিন্দুকেরাও। সিনেপ্রেমী থেকে নেটিজেন, ভাইজানের ভক্ত অনুরাগীরা সহ সকলেই তাদের প্রেমের রসায়নে বিমোহিত।
''জোহরা জাবীন" শিরোনামের এই রোমান্টিক পার্টি ট্র্যাকটির সঙ্গীত পরিচালনা করেছেন প্রীতম এবং গানটি গেয়েছেন নাকাশ আজিজ ও দেব নেগি। গানটির র্যাপ অংশ লিখেছেন ও গেয়েছেন মেলো ডি।
সালমান - রাশমিকার প্রেমময় গানের রঙিন আবহ এবং ফুট-ট্যাপিং বিটগুলির সাথে ‘বজরঙ্গি ভাইজান’ ছবির চার্টবাস্টার হিট ‘আজ কি পার্টি’র কিছুটা মিল খুঁজে পাওয়া যায়।
"সিকান্দার" ছবির প্রথম গানটির কোরিওগ্রাফিতে তিনটি বিষয় হাইলাইট করা হয়েছে। এক সলমনের অতুলনীয় সোয়াগ; দুই,রাশমিকার সিজলিং নাচের ভঙ্গি এবং সর্বোপরি তাদের আশ্চর্যজনকভাবে সুন্দর রসায়ন। আর এতেই মুগ্ধ সকল শ্রেণীর দর্শকেরা।
প্রাথমিকভাবে যখন 'সিকান্দার' ছবিটির ঘোষণা হয়েছিল, তখন নেটিজেনদের অনেকে সালমান- রাশমিকার বয়সের ব্যবধানের নিয়ে অনেক সমালোচনা করেছেন। তারা নতুন এই জুটিকে বেমানান বলে উল্লেখ করেছিলেন। কিন্তু গান প্রকাশ্যে আসতেই সকলকেই চমকেই দিয়েছেন এই জুটি।
'জোহরা জাবীন' গানের ভিডিওটি দেখলে একবারও সালমান ও রাশমিকার বয়সের পার্থক্যের কথা মাথাতেও আসবে না বরং বিমুগ্ধ হতে হবে তাদের রোম্যান্সে। বলিউড ভাইজানের ভালোবাসাপূর্ণ পরিশীলিত এক্সপ্রেশন বা অভিব্যক্তি গানটিতে বিশেষ মাত্রা যোগ করেছে।পাশাপাশি দক্ষিণী নায়িকার আবেদনময়ী স্টেপ নজর কেড়েছে সকলের।
নেট দুনিয়ায় মুক্তি পেতেই ভাইজানের অনুরাগীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে এবং সোশ্যাল মিডিয়ায় নানান মন্তব্য উঠে এসেছে। এক নেটিজেন লেখেন, ‘উফ মুভস ভাই কা সোয়াগ আলাগ হি লেভেল হ্যায়। সালমান খানের এক নম্বর সং, ভাই আর ভাইয়ের স্টেপ’, অন্য এক ভক্ত লিখেছেন, ‘কাহা গিয়ে ও লোগ জো কেহ রে থে ভাই কো ডান্স নেহি আতা।’আরও একজন লিখেছেন, ‘জোহরা জাবীন স্ট্রেইট চার্টবাস্টার! সমস্ত মিউজিক চার্টকে শাসন করতে চলেছে .. ফুল ইড ভাইবস, সালমান খান-রাশমিকা ফ্রেশিং কেমিস্ট্রি.. সিঙ্গল স্ক্রিনও নাচবে নিশ্চিত!’এছাড়া অনেকের মতে, একমাত্র বলিউড ভাইজানই জানেন কোনরকম ভালগার স্টেপ ছাড়া গানকে কিভাবে ভরপুর রোমান্সে সমৃদ্ধ করে দর্শককে আকৃষ্ট করা যায়।
জাহরা জাবিন’ গানটির কথা লিখেছেন সমীর এবং দানিশ সাবরি। ফারাহ খানের নৃত্যপরিচালনায় গানটিতে সালমান খান ও রাশমিকা মান্দানার জুটি নজর কেড়েছে দর্শকের। মুক্তির ১৮ ঘন্টায় ইউটিউবে গানটির ভিউ দাঁড়িয়েছে ১৮ মিলিয়নের বেশি , গানটিতে তিন লক্ষ ২৭ হাজারের বেশি রিয়্যাক্ট পড়েছে এবং ইউটিউব ট্রেন্ডিংয়ে গানটি বর্তমানে ২২ নম্বরে রয়েছে।
এর আগে, ২৮ ডিসেম্বর ছবির প্রথম টিজার মুক্তি পেতেই সিনেপ্রেমীদের মন কেড়ে নিয়েছিল। আর ২৭ ফেব্রুয়ারি প্রকাশ্যে আসা দ্বিতীয় টিজারে যেন তিনি আরও বিধ্বংসী এবং টিজার প্রকাশ্যে আসতেই সকলের উচ্ছ্বাস, 'ভাইজান ইজ ব্যাক'। আর গান প্রকাশের পরপরই দর্শকদের মধ্যে তুমুল সাড়া ফেলেছে।
আরও পড়ুনঃ- হরর ছবি ‘জ্বীন ৩'র পোস্টার হাসালো দর্শককে !
২০২৫-এর ঈদের বক্স অফিস দখলের জন্য এখন থেকেই প্রস্তুত বলিউডের অন্যতম সফল তারকা সালমান খান। দীর্ঘদিন ধরে সফলতার দেখা না পাওয়া এই বলি সুপারস্টার এবার হারানো সাম্রাজ্য ফিরে পেতে নিজের চেরচেনা রুদ্রমূর্তিতে ধরা দিয়েছেন।অতীতের সকল সফলতার পথ ধরে আবারো নতুন ধামাকা নিয়ে আসছে সালমান-সাজিদ জুটির আগামী অ্যাকশন-প্যাকড সিনেমা ‘সিকান্দার’।
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সালমান খানের 'সিকান্দার'। ছবিটি পরিচালনা করেছেন 'গজনি', :থুপ্পাক্কি', 'হলিডে: আ সোলজার ইজ নেভার অফ ডিউটি' ও 'সরকার'র মতো তামিল ও হিন্দি ছবির পরিচালনার জন্য খ্যাত এ আর মুরুগাদোস এবং প্রযোজনা করেছে সালমানের ঘনিষ্ঠ বন্ধু সাজিদ নাদিয়াদওয়ালার প্রযোজনা সংস্থা নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেইনমেন্ট।এ সিনেমায় সালমান ও রাশমিকা মান্দানা ছাড়াও অভিনয় করেছেন, কাজল আগরওয়াল, সত্যরাজ, সুনীল শেঠি, শরমন যোশী, প্রতীক বাব্বর প্রমুখ।
সালমান খানকে সবশেষ দেখা গিয়েছিল ২০২৩ সালে ‘টাইগার ৩’ ছবিতে এবং তারপর থেকে বেশ কিছু ছবিতে ক্যামিও চরিত্রে দেখা গিয়েছিল তাকে। তবে "সিকান্দার"র টিজারে সুপারস্টারের দাপুটে স্টাইল ও দুর্দান্ত অ্যাকশন এবং গানে সালমান- রাশমিকার চোখ জুড়ানো কেমিস্ট্রি দর্শকের আগ্রহে নতুন মাত্রা যোগ করেছে। তাই ‘সিকান্দর’ নিয়ে সালমান-ভক্তদের উত্তেজনা তুঙ্গে।
স্টাফ রিপোর্টার
সর্বাধিক পঠিত
Loading...