
মাতৃত্বের জন্য 'ডন ৩’র ছাড়লেন কিয়ারা আদভানি
বলিউডের এ সময়ের জনপ্রিয় নায়িকা কিয়ারা প্রথমবারের মতো মাতৃত্বের স্বাদ অনুভব করতে যাচ্ছেন। গর্ভাবস্থাকে প্রাধান্য দিয়ে 'ডন ৩'র মতো বড় প্রকল্প থেকে সরে গেলেন তিনি।
বি- টাউনের তারকা দম্পতি সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আদভানি তাদের প্রথম সন্তানলাভের প্রত্যাশা করছেন। গত ২৮ ফেব্রুয়ারি শুক্রবার দুপুরে কিয়ারা ইনস্টাগ্রামে এক আদুরে ছবি পোস্ট করে মা হওয়ার সুসংবাদ সবার সঙ্গে ভাগ করে নিয়েছেন। কিয়ারা ও সিদ্ধার্থের এই যৌথ পোস্টে দেখা গেছে, সিদ্ধার্থ আর কিয়ারা হাতের ওপর হাত রেখে ছোট্ট একজোড়া সাদা মোজা ধরে আছেন। ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘আমাদের জীবনের সেরা উপহার, শিগগিরই আসছে’।
এদিকে, কিয়ারার মা হবার সংবাদ প্রকাশ্যে আসতেই তার হাতে থাকা সিনেমার ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু হয়।আগামীতে কিয়ারাকে ‘ওয়ার ২’, ‘টক্সিক’-এর মতো বিগ বাজেটের ছবিতে দেখা যাবে এবং বর্তমানে তিনি এই দুই ছবির শুটিং পাশাপাশি করছেন বলে জানা গেছে। এছাড়া তার হাতে ছিল রণবীর সিংয়ের বিপরীতে ফারহান আখতারের ছবি 'ডন ৩' এবং সম্প্রতি ইন্ডিয়া টুডের এক সাক্ষাৎকারে পরিচালক ফারহান আখতার জানিয়েছেন, চলতি বছরের শেষের দিকেই রণবীর সিংকে নিয়ে ‘ডন ৩’র কাজ শুরু করবেন।
আর তাই, অন্তঃসত্ত্বা কিয়ারার পক্ষে সেসময় এই অ্যাকশন জনরার ছবির সাথে যুক্ত হওয়া কঠিন বলে তিনি এই ছবি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তিনি এরই মধ্যে ‘ওয়ার ২’ ও ‘টক্সিক'র শুটিং শেষ করতে চাইছেন এবং ছবি দুটির শুটিং শেষ হলে মাতৃত্বকালীন ছুটিতে যাবেন তিনি। অভিনেত্রী চান, গর্ভাবস্থার এই পর্যায়টা ভরপুর উপভোগ করতে।
আরও পড়ুনঃ- পুনরায় বিয়ে করলেন অভিনেতা আনিসুর রহমান মিলন
যদিও বহুল প্রতীক্ষিত ‘ডন ৩’ সিনেমা ঘিরে দীর্ঘদিন চর্চায় ছিলেন অভিনেত্রী। অনেকের মতে, ‘ডন’-এর মতো সুপারহিট ফ্র্যাঞ্চাইজির অংশ হওয়া কিয়ারার ক্যারিয়ারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।তবে নিজের পেশাগত জীবনের চেয়ে মাতৃত্বকে আগে রেখেছেন বলেই তিনি এমন একটি গুরুত্বপূর্ণ সিনেমা ছেড়ে দেয়ার মতো সিদ্ধান্ত নিতে পেরেছেন।
কিয়ারা এখন মা হওয়ার দিকে মনোনিবেশ করতে চাইছেন বলে শোনা যাচ্ছে এবং প্রেগন্যান্সি পর্বটা তিনি পরিবারের সঙ্গেই কাটাতে চান। আর অভিনেত্রীর সিদ্ধান্তকে সসম্মানে মেনে নিয়েছেন নির্মাতারা। আর সিদ্ধার্থ কিয়ারার বিশেষ যত্ন নিচ্ছেন বলেও ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে।
বলিউডের এই তারকা দম্পতি তাদের হবু সন্তানকে ঘিরে এখন থেকেই খুব সিরিয়াস বলে জানা গেছে। কিয়ারাএ সময়ে কোনো ঝুঁকি নিতে চান না বলেই ‘ডন ৩’-এর মতো ছবি থেকে সরে দাড়াতে দ্বিতীয়বার ভাবেননি তিনি। তাই বাধ্য হয়েই নির্মাতারা এখন কিয়ারার পরিবর্তে অন্য নায়িকার সন্ধানে আছেন এবং ভবিষ্যতে জানা যাবে রণবীরের বিপরীতে কোন বিটাউন রূপসীকে দেখা যাবে।
এছাড়া ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে কিয়ারা মা হওয়ার কিছু মাস পরই আবার কাজের জগতে ফিরবেন।কারণ, তার হাতে আছে ‘শক্তিশালিনী’ ও ‘ধুম ৪’-এর মতো বিগ বাজেট ছবি। আগামী বছর অর্থাৎ ২০২৬-এর শেষের দিকে এই দুই ছবির শুটিং তিনি শুরু করবেন বলে শোনা যাচ্ছে।
স্টাফ রিপোর্টার
সর্বাধিক পঠিত
Loading...