By using this site, you agree to our Terms and Conditions and Privacy Policy.

আবারও পেছালো শাহরুখ খানের নতুন সিনেমা 'দ্য কিং'র নির্মাণ কাজ

ডেস্ক রিপোর্টার

৮ মার্চ, ২০২৫ এ ১০:৩১ এ এম

বলিউড
আবারও পেছালো শাহরুখ খানের নতুন সিনেমা 'দ্য কিং'র নির্মাণ কাজ

মাঝে এক বছর বিশ্রাম নিয়ে ২০২৫ সালে সুজয় ঘোষের পরিচালনায় "দ্য কিং" দিয়ে রুপালি পর্দায় ফেরার কথা ছিল শাহরুখ খানের।কিন্তু আবারও পিছিয়ে গেল সিনেমার শুটিং।

২০২৩ জুড়ে পর পর তিনটি ব্যবসাসফল ছবির পর খানিক বিরতি। ভক্ত-অনুসারীদের আশা ছিল, ২০২৫-এর শুরুতেই বড় পর্দায় হাজির হবেন তিনি। শাহরুখ খানও নতুন ছবির কাজে হাত দিয়েছিলেন এবং জানা গিয়েছিল, পরিচালক সুজয় ঘোষের ‘দ্য কিং’ ছবির মাধ্যমে প্রথমবার মেয়ে সুহানা খানের সঙ্গে বড় পর্দায় আসতে চলেছেন শাহরুখ।

‘দ্য কিং’ শিরোনামের সেই সিনেমা দিয়ে বলিউড বাদশাহর ফেরা নিশ্চিতই ছিল। কিন্তু নানা জটিলতায় বারবার পিছিয়ে যাচ্ছে সিনেমার শুটিং। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের তথ্য অনুযায়ী,

‘দ্য কিং’ সিনেমার শুটিং আবার পিছিয়েছে।

বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম সফল অভিনেতা শাহরুখ খান শুধু নিজ দেশে নয় বিশ্বজুড়ে তিনি সমাদৃত। তবে এই সফলতা, সমাদর সবকিছু ছাপিয়ে বলিউড বাদশা শাহরুখ খান একজন স্নেহপরায়ন পিতা এবং বাবা বলেই মেয়ের সাফল্যের জন্য অনেক কিছুই করতে পারেন কিং খান। তাইতো মেয়ের বলিউড অভিষেকের পথকে মসৃণ করতে তাতে জুড়ে দিয়েছেন নিজের নাম।

আগেই জানা গিয়েছিল "দ্য কিং" সিনেমার মূল উদ্দেশ্য সুহানা খানের সফল বলিউড অভিষেক ।যদিও প্রথমে কথা ছিল এই সিনেমায় বলিউড বাদশাকে ডনরূপী এক বিশেষ চরিত্রে দেখা যাবে।কিন্তু পরে চিত্রনাট্য আবার ঘষামাজা করে শাহরুখের চরিত্রটির গুরুত্ব বাড়ানো হয় এবং এতে করে সিনেমাটির নির্মাণ শুরু অবধারিতভাবে পিছিয়ে যায়।

মেয়ের বড় পর্দায় আড়ম্বরপূর্ণ অভিষেকের জন্য শাহরুখ নির্মাণ করছেন সিনেমা 'দ্য কিং' এবং এই সিনেমার সবকিছু বিশেষভাবে দেখাশোনা করছেন অভিনেতা নিজে। শাহরুখ খান হঠাৎ করে ঠিক করেন, ‘দ্য কিং’ সিনেমাটিকে ‘পাঠান’ বা ‘জওয়ান’-এর মতো পুরোদস্তুর বাণিজ্যিক সিনেমার মতো করে বানাবেন এবং সিনেমায় ভরপুর অ্যাকশন থাকবে।আর তাই পরিচালক বদলের সিদ্ধান্ত নেন তিনি।

চলতি বছরের শুরুতেই সিনেমার শুটিং শুরু হওয়ার কথা থাকলেও পরিচালক বদলের কারণে ছবির কাজ পিছিয়ে যায়। সেসময় জানা গিয়েছিল সিনেমাটি সুজয় ঘোষের পরিচালনা করার কথা থাকলেও অ্যাকশন ঘরানার ছবি বলে , সুজয় নন বরং ‘পাঠান’ নির্মাতা সিদ্ধার্থ আনন্দ সিনেমাটি বানাবেন। সেসময় জানানো হয়, অ্যাকশন, ড্রামা, ইমোশন, প্রেম সব রকম উপাদান মিশিয়ে এই ছবির যে স্টাইলে নির্মিত হতে যাচ্ছে সেই উচ্চতা ছোঁয়ার উপযুক্ত মানুষ সিদ্ধার্থ আনন্দ।

এদিকে, হঠাৎ করে আবার শোনা যাচ্ছে, সুজয় পুরো সিনেমা বানাবেন এবং সিদ্ধার্থ কেবল অ্যাকশন দৃশ্যগুলোর নির্দেশনা দেবেন। চলতি বছরের শুরুতে জানা গিয়েছিল, মার্চ থেকে সিনেমার শুটিং হবে। কিন্তু শেষ পাওয়া খবর অনুযায়ী, মার্চ নয় বরং আগামী জুন মাসে সিনেমাটির শুটিং শুরু হবে।

আরও পড়ুনঃ- এবার জাপানের ওসাকা ফিল্ম ফেস্টিভ্যালে মেহজাবীন অভিনীত ‘সাবা’

অন্যদিকে, সিনেমা সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, মূলত চিত্রনাট্য নিয়ে আরও ঘষামাজা করতেই শুটিং পেছানো হয়েছে কারণ শাহরুখ এখনকার চিত্রনাট্য নিয়ে পুরোপুরি সন্তুষ্ট নন। ‘পাঠান’ বা ‘জওয়ান’-এর মতোই যেন দর্শক তার এ সিনেমার প্রতি আগ্রহ দেখাক এমনটাই চান বলিউড বাদশাহ। এছাড়া ‘দ্য কিং’-এর বড় অংশের শুটিং ইউরোপের বিভিন্ন দেশে হবার কথা রয়েছে এবং সেখানেও প্রস্তুতির জন্য শুটিং পিছিয়েছে।

কিছুদিন আগেই এক অনুষ্ঠানে ‘দ্য কিং’ প্রসঙ্গে কথা বলেছেন বলিউড কিং। ছবির বিষয়ে তিনি বলেন, ‘আমার পরিচালক সিদ্ধার্থ আনন্দ খুব দারুণ। আমি আপনাদের এ বিষয়ে নিশ্চিত করতে পারি যে ছবিটি “পাঠান”-এর মতোই আনন্দ দেবে। আপনারা দেখে অনেক মজা পাবেন।’

একই সাক্ষাৎকারে তিনি আরও বলেন, ‘আমি কঠোর পরিশ্রম করছি। সিদ্ধার্থ আনন্দর সঙ্গে পুরো টিম কঠোর পরিশ্রম করছে। আমরা সবাইকে একটা ভালো ছবি উপহার দিতে পারব বলে আশা রাখি।’

তবে বলিউড বাদশাহর আসন্ন এই সিনেমার শুটিং পেছানোর মধ্য দিয়ে এটি নিশ্চিত যে চলতি বছর সিনেমাটি মুক্তি পাবে না। প্রযোজনা সংস্থার একটি সূত্র মারফত জানা গেছে, ২০২৬ সালের শেষের দিকে সিনেমাটি প্রেক্ষাগৃহে আসবে। এই ছবিতে শাহরুখ খান ও তার কন্যা সুহানা খান ছাড়াও খলচরিত্রে অভিনয় করবেন অভিষেক বচ্চন।

ডেস্ক রিপোর্টার

71
anonymous

সর্বাধিক পঠিত

Loading...