
আইফা অ্যাওয়ার্ডের রজতজয়ন্তীতে ‘লাপাতা লেডিস'র সাফল্যগাঁথা
ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি বা আইফা ভারতীয় সিনেমার মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড শো। এবার ভারতের রাজস্থানের জয়পুরে বসেছিল অ্যাওয়ার্ডের রজতজয়ন্তী আসর।
চলতি বছর আইফা অ্যাওয়ার্ডসের রজত জয়ন্তী সংস্করণটি ভারতের রাজস্থানের জয়পুরে আয়োজিত হয়। ৮ ও ৯ মার্চ দুদিনব্যাপী এই অনুষ্ঠানের উদ্বোধনী আসরে আইফা ডিজিটাল অ্যাওয়ার্ড প্রদান করা হয়। আর রবিবার (৯ মার্চ) রাতে চলচ্চিত্র পুরস্কার প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের পর্দা নামে।
আর বলিউডের নামিদামি তারকাদের নিয়ে বসেছিল একেবারে জমজমাট আসর। শনিবার ডিজিটাল অ্যাওয়ার্ডের পর, রবিবার ফিল্ম অ্যাওয়ার্ড তুলে দেওয়া হল বিজয়ীদের হাতে। এদিন ছিল কিরণ রাও নির্মিত ‘লাপাতা লেডিস’ সিনেমার জয়জয়কার এবং সবচেয়ে বেশি পুরস্কার জিতেছি সিনেমাটি।
ঝলমলে এই আয়োজনে চলচ্চিত্র পুরস্কারে এবার সেরা ছবি হয়েছে আমির খান প্রযোজিত ‘লাপাতা লেডিস’।
‘লাপাতা লেডিস’-এর জন্য সেরা নির্মাতার পুরস্কার পেয়েছেন কিরণ রাও। ‘লাপাতা লেডিস’-এর জন্য সেরা গল্পকারের পুরস্কার পেয়েছেন বিপ্লব গোস্বামী।
‘লাপাতা লেডিস’ র বিজয়ের দিনে বাজিমাত করেছেন কার্তিক আরিয়ান।‘ভুল ভুলাইয়া ৩’-এর জন্য সেরা পুরুষ অভিনয়শিল্পী হয়েছেন কার্তিক আরিয়ান। তবে সেরা নারী অভিনয়শিল্পীর পুরস্কার উঠেছে ‘লাপাতা লেডিস’-এর জন্য নিতাংশী গোয়েলের হাতে।
এদিকে, গত বছরের আলোচিত কমেডি সিনেমা ছিল ‘মারগাঁও এক্সপ্রেস’। এ সিনেমার জন্য সেরা নবাগত নির্মাতা হয়েছেন কুনাল খেমু। অ্যাকশন সিনেমা ‘কিল’-এ অনবদ্য পারফরম্যান্সের সেরা নবাগত পুরুষ অভিনয়শিল্পী হয়েছে লক্ষ্য লালওয়ানি। সেরা নবাগত নারী অভিনয়শিল্পী হয়েছেন প্রতিভা রত্না, ‘লাপাতা লেডিস’-এর জন্য এ পুরস্কার জিতেছেন তিনি।
এছাড়া, 'কিল' ছবির জন্য নেতিবাচক চরিত্রে সেরা অভিনয়শিল্পী হয়েছেন রাঘব জুয়াল । ‘লাপাতা লেডিস’-এর জন্য পার্শ্ব চরিত্রে সেরা পুরুষ
অভিনয়শিল্পী হয়েছেন রবি কৃষাণ। ‘শয়তান’-এর জন্য পার্শ্ব চরিত্রে সেরা নারী অভিয়শিল্পী হয়েছেন জানকি বড়িওয়ালা।
‘ভুল ভুলাইয়া ৩’ সিনেমার ‘আমি যে তোমার ৩.০’ গানের জন্য সেরা নারী সংগীতশিল্পী হয়েছেন শ্রেয়া ঘোষাল। সেরা পুরুষ সংগীতশিল্পীর পুরস্কার পেয়েছে জুবিন নটিয়াল। ‘আর্টিকেল ৩৭০’ সিনেমার ‘ডুয়া’ গানের জন্য এ পুরস্কার পেয়েছেন তিনি।
‘লাপাতা লেডিস’-এর জন্য সেরা সংগীত পরিচালক হয়েছেন রাম সমপথ। ভারতীয় সিনেমায় অসামান্য অবদান রাখার জন্য খ্যাতিমান নির্মাতা রাকেশ রোশনকে সম্মানিত করা হয়। এছাড়া ভারতীয় চলচ্চিত্রের আইকনিক ছবি 'শোলে'র ৫০ বছর পূর্তি উপলক্ষে ছিল বিশেষ আয়োজন।
এবারের আইফা অ্যাওয়ার্ডসে সঞ্চালকের ভূমিকায় ছিলেন কার্তিক আরিয়ান।অ্যাওয়ার্ড শোতে করিনা কাপুর খানের পারফরম্যান্স মুগ্ধ করে সকলকে যেখানে তিনি তার দাদা কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা রাজ কাপুরকে শ্রদ্ধা জানান। শাহরুখ খানের পাশাপাশি এবারের আসরে মঞ্চ মাতান মাধুরী দীক্ষিত, নোরা ফাতেহি এবং কার্তিক আরিয়ান।
আরও পড়ুনঃ- মাগুরায় নি*পী*ড়নের শিকার শিশুর জন্য বিচার চাইলেন শাকিব খান
বার্নাবী নিউজের পাঠকের জন্য আইফা অ্যাওয়ার্ড ২০২৫ এর সম্পূর্ণ তালিকা তুলে ধরা হলো:
*সেরা ছবি - লাপাতা লেডিস
*সেরা অভিনয় ইন আ লিডিং রোল (পুরুষ) - কার্তিক আরিয়ান (ভুল ভুলাইয়া ৩)
*সেরা অভিনয় ইন আ লিডিং রোল (মহিলা)- নীতাংশি গোয়েল (লাপাতা লেডিজ)
*সেরা পরিচালক- কিরণ রাও (লাপাতা লেডিজ)
*নেতিবাচক ভূমিকায় সেরা অভিনয়- রাঘব জুয়াল (কিল)
*সেরা পার্শ্ব চরিত্র (মহিলা)- জানকি বোদিওয়ালা (শয়তান)
*পার্শ্ব চরিত্রে সেরা পারফরম্যান্স (পুরুষ)- রবি কিষাণ (লাপাতা লেডিজ)
*সেরা গল্প (মৌলিক) জনপ্রিয় বিভাগে- বিপ্লব গোস্বামী (লাপাতা লেডিজ)
*সেরা গল্প (অ্যাডাপ্টেড)- শ্রীরাম রাঘবন, অরিজিৎ বিশ্বাস, পূজা লাধা সুর্তি এবং অনুকৃতি পান্ডে (মেরি ক্রিসমাস)
*সেরা পরিচালক ডেবিউ - কুনাল খেমু (মাদগাঁও এক্সপ্রেস)
*সেরা নবাগত অভিষেক (পুরুষ)- লক্ষ্য লালওয়ানি (কিল)
*সেরা অভিষেক (মহিলা)- প্রতিভা রত্ন (লাপাতা লেডিজ)
*সেরা সঙ্গীত পরিচালক- রাম সম্পত (লাপাতা লেডিজ)
*সেরা লিরিক্স- প্রশান্ত পান্ডে (লাপাতা লেডিজ থেকে সজনী)
*সেরা গায়ক (পুরুষ)- জুবিন নটিয়াল (আর্টিকেল ৩৭০ থেকে দোয়া)
*সেরা গায়িকা (মহিলা)- শ্রেয়া ঘোষাল (আমি যে তোমার ৩.০-ভুল ভুলাইয়া ৩)
*সেরা সাউন্ড ডিজাইন- সুভাষ সাহু, বলয় কুমার দোলোই, রাহুল কার্পে (কিল)
*সেরা চিত্রনাট্য- স্নেহা দেশাই (লাপাতা লেডিজ)
*সেরা সংলাপ- অর্জুন ধাওয়ান, আদিত্য ধর, আদিত্য সুহাস জাম্ভালে, মোনাল থাকর (আর্টিকেল ৩৭০)
*সেরা এডিটিং- জাবিন মার্চেন্ট (লাপাতা লেডিস)
*সেরা সিনেমাটোগ্রাফি- রাফি মাহমুদ (কিল)
*সেরা কোরিওগ্রাফি- বস্কো-সিজার (ব্যাড নিউজের তৌবা তৌবা)
*সেরা স্পেশাল এফেক্টস- রেড চিলিজ ভিএফএক্স (ভুল ভুলাইয়া ৩)
*ভারতীয় সিনেমায় অসামান্য কৃতিত্ব- রাকেশ রোশন
ডেস্ক রিপোর্টার
সর্বাধিক পঠিত
Loading...