
সালমান - শাহরুখের মৃ*ত্যু*র ভবিষ্যৎবাণী করে রোষের মুখে জ্যোতিষী
ভারতে তারকাদের বিয়ে - সন্তান নিয়ে জ্যোতিষীর ভবিষ্যৎবাণী নতুন কিছু নয়। তবে এবার সালমান ও শাহরুখের মৃ*ত্যু নিয়ে ভবিষ্যৎবাণী করে তোপের মুখে জ্যোতিষী সুশীল কুমার সিং।
সম্প্রতি এমনই এক ভবিষ্যদ্বাণী করেছেন এক জ্যোতিষী। করে বেশ তোপের মুখে পড়েছেন তিনি।
সম্প্রতি সিদ্ধার্থ কান্নানের পডকাস্ট শোয়ে এসে বলিউডের এই দুই তারকাকে বিস্ফোরক মন্তব্য করেন জ্যোতিষী সুশীল কুমার সিংহ। তিনি বলেন, একই বছর মারা যাবেন বলিউডের দুই মেগাস্টার শাহরুখ খান ও সালমান খান! আর এই ভবিষ্যদ্বাণী করার পর থেকে তার দিকে ধেয়ে এসেছে কটাক্ষ।
দুই সুপারস্টারের অনুরাগীদের রোষের মুখে পড়েছেন তিনি। ২০২৫ সাল শাহরুখ ও সালমানের জন্য কেমন যাবে সে বিষয়ে প্রথমে আলোচনা করেন তিনি। তার ভাষ্যে, “শাহরুখ খানের সময়টা ঠিকই যাচ্ছে। কিন্তু সালমানের খারাপ সময় চলছে বেশ কিছু দিন ধরে। চলতি বছরসহ আগামী ২০২৬ ও ২০২৭ সালও খারাপ যাবে সালমানের।”
কোষ্ঠী বিচার করে শাহরুখ ও সালমানের একটি মিলও খুঁজে বার করেছেন এ জ্যোতিষী। তার কথায়, ‘সালমানের খুব জটিল রোগ ধরা পড়বে শিগগিরই। এই রোগের নাম নেওয়া যায় না। তবে দুজনের মৃত্যুর ক্ষেত্রে একটি মিল রয়েছে। একই সালে শাহরুখ ও সালমানের মৃত্যু হবে। ৬৭ বছরে তারা দুজন শেষনিঃশ্বাস ত্যাগ করবেন।’
সুশীল কুমার আরো দাবি করেন, সালমান ইতিমধ্যেই মারণ রোগে আক্রান্ত।সেই রোগ শুধু ধরা পড়ার অপেক্ষায় এবং এই রোগ সারবে না। জীবনের শেষের দিনগুলি নাকি তার খুব কষ্টে কাটবে।
আরও পড়ুনঃ- এবার ধ*র্ষ*ণের প্রতিবাদে রাজপথে নামলেন নাট্য নির্মাতারা
জ্যোতিষীর এহেন মন্তব্যে ক্ষিপ্ত সালমান ও শাহরুখের অনুরাগীরা। তাদের দাবি, কোনো ভালো জ্যোতিষী কারো মৃত্যু দিন প্রকাশ করেন না। মৃত্যু দিন প্রকাশ করা জ্যোতিষশাস্ত্রে অনৈতিক। অনুরাগীরা ইতিমধ্যেই দুই তারকার জন্য প্রার্থনা শুরু করে দিয়েছেন। সেই সঙ্গে জ্যোতিষী সুশীল কুমার সিংকে রীতিমতো তুলোধনা করছেন তারা।
এদিকে বলিউডের এই দুই তারকার মৃত্যুর সময় নিয়ে করা ভবিষ্যৎবাণী প্রসঙ্গে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন বলিউড বাদশার সাবেক সহশিল্পী সুচিত্রা কৃষ্ণমূর্তি ।সুচিত্রা তার পোস্টে লিখেন 'যে জ্যোতিষীরা সোশ্যাল মিডিয়ায় সেলিব্রিটিদের দুর্ভাগ্য, এমনকী মৃত্যুর ভবিষ্যদ্বাণীও করছেন, তাদের নিষিদ্ধ করা উচিত ভয় ছড়ানোর জন্য। এটা খুবই মারাত্মক। এছাড়াও চ্যাট শো/হোস্ট যারা অর্থ উপার্জনের জন্য তাদের কল করছে তাদেরও নিষিদ্ধ করা উচিত।'
শাহরুখের 'কভি হ্যাঁ কভি না' সিনেমার সহশিল্পী সুচিত্রা আরও একটি পোস্টে নিজের ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, ‘আগে পোস্ট করেছিলাম জ্যোতিষীরা যেভাবে সেলিব্রিটিদের সম্পর্কে অযথা এবং মিথ্যা তথ্য দিচ্ছে। কিছুদিন আগে #সিদ্ধার্থকন্নন শোতে একজন জ্যোতিষী যিনি সুশীল নামে পরিচিত, ঘৃণিত গুজব এবং দুঃখজনক ভবিষ্যদ্বাণী করে- আমাদের সবচেয়ে প্রিয় তারকাদের মৃত্যুর এবং বিচ্ছেদের ভবিষ্যদ্বাণী-সহ। টক শো হোস্টদের এত ঘৃণা ও নেতিবাচকতা ছড়ানো বাদ দিয়ে আরও দায়িত্বশীল হতে হবে।' সুচিত্রা নিজের পডকাস্টটির সঞ্চালক সিদ্ধার্থ কাননকে ট্যাগ করে তাই লেখেন, ‘আশা করি এটা আপনার কাছেও পৌঁছবে’।
জ্যোতিষী সুশীল কুমার সিং শুধু বলিউড কিং ও বলিউড ভাইজানকে নিয়ে মন্তব্য করে ক্ষান্ত হননি। তিনি আরো জানিয়েছিলেন, দেড় বছরের মধ্যে করিনা ও সাইফ আলী খানের বিবাহবিচ্ছেদ হয়ে যাবে। এছাড়া সাইফের উপর হামলা হয়নি তবে এ ঘটনায় কিছু লুকানো হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
ডেস্ক রিপোর্টার
সর্বাধিক পঠিত
Loading...