
ঈদের ছবিতে হোলির গানে সবার মন মাতালেন 'সিকান্দার' সালমান
ঈদের ছবিতে সালমান খান নিয়ে এলেন হোলির গান 'ব্যোম ব্যোম ভোলে’। দুয়ারে কড়া নাড়ছে হোলি। তাই এর আগেই রঙিন আমেজে হাজির হয়ে ভক্তদের উন্মাদনার পারদ চড়িয়ে দিলেন তিনি।
২০২৫-এর ঈদের বক্স অফিস দখলের জন্য এখন থেকেই প্রস্তুত বলিউডের অন্যতম সফল তারকা সালমান খান। দীর্ঘদিন ধরে সফলতার দেখা না পাওয়া এই বলি সুপারস্টার এবার হারানো সাম্রাজ্য ফিরে পেতে নিজের চেরচেনা রুদ্রমূর্তিতে ধরা দিয়েছেন। অতীতের সকল সফলতার পথ ধরে আবারো নতুন ধামাকা নিয়ে আসছে সালমান-সাজিদ জুটির আগামী অ্যাকশন-প্যাকড সিনেমা ‘সিকান্দার’।
"সিকান্দার" নিয়ে দর্শকের আগ্রহের পারদ ছড়াতে কোন ত্রুটি রাখেন নি বলিউড ভাইজান। আর তাই মঙ্গলবার (১১ মার্চ) তিনি প্রকাশ্যে নিয়ে এসেছেন ‘সিকান্দার' ছবির নতুন গান যেখানে ‘ব্যোম ব্যোম ভোলে’ ধ্বনি দিয়ে রঙের উৎসবে মেতে উঠতে দেখা গিয়েছে সালমান খানকে। আর সেই গানের ঝলক দেখেই "সিকান্দার" ‘ব্লকবাস্টার’ হওয়ার ভবিষ্যদ্বাণী করে ফেললেন অনুরাগীরা।
সমীর আনজান রচিত এই গানটি গেয়েছেন শান ও দেব নেগী। নির্মাতারা হোলির ঠিক আগেই এই গানটি মুক্তি দিলেন কারণ হোলির নেপথ্যে তৈরি এই গানটি খুব স্বাভাবিকভাবেই এই মুহূর্তে সবথেকে বেশি গ্রহনযোগ্য মানুষের কাছে। গানটি শুরু হয়একটি চমৎকার র্যাপ দিয়ে এবং তারপর রঙের মাঝে দেখা যায় সুপারস্টার সলমন খানের এন্ট্রি।
‘ব্যোম ব্যোম ভোলে’ গানের ঝলকে সালমানের সাথে রাশমিকা মান্দানাকেও দেখা গিয়েছে যেখানে সাদা সালোয়ারে কামিজে তিনি যেন মনমোহিনী। আরেক অভিনেত্রী কাজল আগরওয়ালের ঝলকও মিলেছে গানে। তবে এই গানে উপরি পাওনা সলমনের নাচ এবং দীর্ঘদিন বাদে ভাইজানের রঙিন অবতার দেখে ততোধিক মুগ্ধ ভক্তরাও।
হোলিতে প্রিয় সুপারস্টারকে হোলির গানে নাচতে দেখা দর্শকদের জন্য এক বিশেষ আনন্দের ব্যাপার। গানের দৃশ্যে সালমান - রাশমিকা জুটিকে অসাধারণ লেগেছে। আর তাই হোলির আগে রঙিন সালমানের বুঁদ নেটপাড়া।
বলিউড ভাইজানের অসাধারণ এই উপস্থিতিতে ভক্ত অনুরাগীরা এতোই বিমুগ্ধ যে গানটির ভিডিওর কমেন্ট সেকশন প্রশংসা বাণীর বন্যায় প্লাবিত হয়েছে।
এক নেটিজেন লিখেছেন, ‘ভাইজান, আজ তো তুমি সবাইকে উড়িয়ে দিলে।’ অন্য একজন লিখেছেন, ‘কামাল করে দিলেন ভাইজান।’
অন্য একজন সমাজমাধ্যমবব্যবহারকারী লিখেছেন, ‘না পয়সা লাগে না খরচ লাগে, রাম রাম বললে ভালো লাগে।’ আরেক নেটাগরিক কমেন্ট করেছেন, ‘গানটি খুবই দারুণ এবং সালমান খানের লুকও অসাধারণ।’
আরও পড়ুনঃ- সালমান - শাহরুখের মৃত্যুর ভবিষ্যৎবাণী করে রোষের মুখে জ্যোতিষী
গানটি ইউটিউবে জি-মিউজিক কোম্পানির চ্যানেলের অধীনে মুক্তি পেয়েছে। মুক্তির ১৯ ঘন্টায় ইউটিউবে গানটির ভিউ দাঁড়িয়েছে ২১ মিলিয়নের বেশি , গানটিতে দুই লক্ষ ৯ হাজারের বেশি রিয়্যাক্ট পড়েছে এবং ইউটিউব ট্রেন্ডিংয়ে গানটি বর্তমানে ২০ নম্বরে রয়েছে।প্রীতমের সুর দিয়ে সাজানো এই গানটিতে জনসাধারণের প্রতিক্রিয়া বেশ ইতিবাচক।
এর আগে, ২৮ ডিসেম্বর ছবির প্রথম টিজার মুক্তি পেতেই সিনেপ্রেমীদের মন কেড়ে নিয়েছিল। আর ২৭ ফেব্রুয়ারি প্রকাশ্যে আসা দ্বিতীয় টিজারে যেন তিনি আরও বিধ্বংসী এবং টিজার প্রকাশ্যে আসতেই সকলের উচ্ছ্বাস, 'ভাইজান ইজ ব্যাক'। আর গান প্রকাশের পরপরই দর্শকদের মধ্যে তুমুল সাড়া ফেলেছে।
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সালমান খানের 'সিকান্দার'। ছবিটি পরিচালনা করেছেন 'গজনি', :থুপ্পাক্কি', 'হলিডে: আ সোলজার ইজ নেভার অফ ডিউটি' ও 'সরকার'র মতো তামিল ও হিন্দি ছবির পরিচালনার জন্য খ্যাত এ আর মুরুগাদোস এবং প্রযোজনা করেছে সালমানের ঘনিষ্ঠ বন্ধু সাজিদ নাদিয়াদওয়ালার প্রযোজনা সংস্থা নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেইনমেন্ট।এ সিনেমায় সালমান ও রাশমিকা মান্দানা ছাড়াও অভিনয় করেছেন, কাজল আগরওয়াল, সত্যরাজ, সুনীল শেঠি, শরমন যোশী, প্রতীক বাব্বর প্রমুখ।
২০২৩ সালের পরে সালমান খান আবারও অ্যাকশন অবতারে দেখা দেবেন "সিকান্দার" সিনেমায়। ছবিটি ঘোষণার সময় থেকেই মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন এই সিনেমার জন্য। ছবিটি আগামী ২৮ মার্চ পবিত্র ঈদুল ফিতর মুক্তি পাবে বড়পর্দায়।
ডেস্ক রিপোর্টার
সর্বাধিক পঠিত
Loading...