
জীবনের ৬০তম বসন্তে নতুন অধ্যায় সূচনার পথে আমির খান
বলিউডের তারকা আমির খান জীবনের ৫৯টি বসন্ত পার করে আজ ৬০ এ পা দিলেন। বর্তমানে ব্যক্তিজীবন নিয়ে আলোচিত আমির জন্মতিথির পূর্বে প্রেমিকার পরিচিতি সামনে এনে চমক দিলেন।
বলিউডের অন্যতম সফল তারকা অভিনেতা তার অভিনয়ের জন্য দর্শকনন্দিত ও সমাদৃত হয়ে এসেছেন।তবে ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত অভিনেতা আমির খান বেশ অনেকদিন ধরে রুপালি পর্দার বাইরে। কিন্তু "লাল সিং চাড্ডা" ছবির ব্যবসায়িক অসফলতার পরে আমির খান তার চলচ্চিত্র ক্যারিয়ারে বিরতি নেন এবং এরপর থেকেই অভিনয়ের চেয়ে ব্যক্তিগত কারণেই বেশি চর্চিত হয়ে আসছেন।
দীর্ঘদিনের প্রেমিকা ও স্ত্রী রিনা দত্তকে ছেড়ে দিয়ে পরিচালক কিরণ রাওয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার মধ্য দিয়ে আমির খানের লাভ লাইফ নিয়ে আলোচনার সূত্রপাত। সেই কিরণের সাথে ডিভোর্সের ঘোষণা দিয়ে সবাইকে অবাক করে দিয়েছিলেন অভিনেতা এবং কিরণের সাথ কেন বিচ্ছেদ হলো আমির খানের, এটা এখনো বলিউডে রহস্য! এরপর গেল বছর আমির খানের সঙ্গে নাম জড়িয়েছিল তার দঙ্গল সিনেমার নায়িকা ফাতিমা সানা শেখের এবং তার সঙ্গেই বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন বলে গুঞ্জন উঠলেও শেষপর্যন্ত সেটা গুঞ্জনেই শেষ হয়েছে সত্যতা পাওয়া যায়নি।
তবে বেশ কিছুদিন ধরে আমিরের নতুন প্রেম নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমে জল্পনা কল্পনা চলছিল। ভারতীয় সংবাদমাধ্যম ফিল্মফেয়ারের এক খবরে বলা হয়েছিল, আমিরের সঙ্গে ওই নারীর সম্পর্ক নাকি বেশ গভীর এবং বলিউড তারকার নতুন প্রেমিকা বেঙ্গালুরুর বাসিন্দা। তিনি এই সম্পর্ক নিয়ে এতটাই নাকি সিরিয়াস যে সম্প্রতি পরিবারের সঙ্গে পরিচয়ও করিয়ে দিয়েছেন প্রেয়সীকে।
এমন নানা জল্পনা কল্পনা শেষে ১৩ মার্চ জন্মদিনের আগের দিন আমির খান প্রকাশ্যে আনলেন তার তৃতীয় প্রেম গৌরী স্প্রাটকে। মুম্বাইয়ে আয়োজিত মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠানে ১৮ মাসের বান্ধবী এবং প্রেমিকা গৌরিকে মিডিয়ায় পরিচয় করিয়ে দিয়ে তাক লাগালেন তিনি। ৬০তম জন্মদিনের ঠিক আগমুহূর্তে ভক্তদের ধামাকা উপহার দিলেন আমির খান।
বৃহস্পতিবার (১৩ মার্চ) মুম্বাইয়ের একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে অনানুষ্ঠানিক সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন তিনি। সেখানে অভিনেতা তার জীবন এবং ক্যারিয়ার সম্পর্কে কথা বলার পরে তার নতুন 'পার্টনার' বা প্রেমিকা গৌরিকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন। আমির ও গৌরী একসঙ্গে বসে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন।
মিস্টার পারফেকশনিস্ট জানান, ২৫ বছর আগে দুজনের দেখা হয়েছিল এবং মাঝে যোগাযোগ হারিয়ে ফেলেছিলেন। তবে কয়েক বছর আগে ফের তাদের যোগাযোগ হয়। আমির বলেন, '১৮ মাস ধরে তারা একসঙ্গে রয়েছেন। এরপর আমির মজা করে মিডিয়ার জন্য বলে ওঠেন, দেখুন কেমন আপনাদের কিছুই টের পেতে দেইনি’!'
এদিন আমির এও জানান, নিজের প্রেমকাহিনী সবার সামনে প্রকাশ করার আগে ১২ মার্চ নিজের দুই কাছের বন্ধু সালমান খান এবং শাহরুখ খানের সঙ্গে গৌরীর পরিচয় করিয়েছেন। তার পর নতুন প্রেমের কথা প্রকাশ্যে এনেছেন। ১২ মার্চ তিন বন্ধু এ কারণেই আমিরের বাড়িতে একত্রিত হয়েছিলেন এবং সেদিনের গল্প বলিতারকার কথায়, “আমার মুম্বইয়ের বাড়িতে শাহরুখ-সালমানকে আমন্ত্রণ জানিয়েছিলাম। ওদের সঙ্গে গৌরীর আগে পরিচয় করিয়ে দিই। তার পর বাকিদের জানালাম।”
গৌরী বেঙ্গালুরুর বাসিন্দা ছিলেন এবং ইতোপূর্বে বিয়েও হয়েছিল।তার ছয় বছরের একটি ছেলে সন্তান রয়েছে। অভিনেতা আরও জানান, তিনি গৌরীকে শোবিজের এই দুনিয়ার জন্য প্রস্তুত করার চেষ্টা করেছেন এবং এমনকি গৌরীর 'মানসিক শান্তির' জন্য তার জন্য ব্যক্তিগত সুরক্ষাও নিয়োগ করেছেন।
গৌরীর সঙ্গে প্রেম প্রসঙ্গে আমির ‘লগান’ ছবির কথা উল্লেখ করেন কারণ এই ছবিতে আমির অভিনীত চরিত্রের নাম ‘ভুবন’, নায়িকার নাম ‘গৌরী’। সে কথা মনে করিয়ে দিয়ে বলেন, “ভুবন কো উস্কি গৌরি মিল হি গয়ি'।২৫ বছর আগে বেঙ্গালুরুর যে রমণীর সঙ্গে তার পরিচয়, অবশেষে সেই পরিচয় পূর্ণতা পেল'। এদিন আমির খান তার ‘অকেলে হম অকেলে তুম’ ছবির জনপ্রিয় গান ‘রাজা কো রানি সে প্যায়ার হো গ্যয়া’ শোনান উপস্থিত সাংবাদিকদের।
আরও পড়ুনঃ- ঈদে আসছে আশফাক নিপুণের নির্মাণে জয়ার প্রথম ওয়েব সিরিজ 'জিম্মি'
এদিকে, ষাট বছরে এসে জীবনে ফের বসন্তের ছোঁয়া লাগলেও জনপ্রিয় এই বলিউড তারকা তৃতীয় বার সংসারী হয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করার বিষয়ে কিছুটা সন্দিহান।নিজেই মাস কয়েক আগে তার জীবনে সঙ্গীর প্রয়োজন বলে স্বীকার করলেও পাশাপাশি এও জানান, ৬০ বছর বয়সে আর বিয়ে করা উচিত কি না, তিনি জানেন না। তবে তার ছেলেমেয়েরা ভীষণ খুশি এবং তারা বাবার জীবনের নতুন অধ্যায় দেখতে আগ্রহী।
প্রসঙ্গত, ১৯৮৬ সালে ভালোবেসে রীনা দত্তকে বিয়ে করেন আমির এবং এই দম্পতির দুই সন্তান- জুনায়েদ ও ইরা খান। ইতিমধ্যেই মেয়ের বিয়ে দিয়েছেন আমির এবং ছেলেও বলিউডে আত্মপ্রকাশ করেছে। আমির খান ও রিনার বিবাহ বিচ্ছেদ হয় ২০০২ সালে।
এরপর ২০০৫ সালে কিরণ রাওকে বিয়ে করেন আমির। তাদের একমাত্র সন্তান আজাদ। ২০২১ সালে বিচ্ছেদের ঘোষণা করেন দুজনে।
বিচ্ছেদের এতদিন পরও প্রাক্তন স্ত্রীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছেন আমির খান। প্রথম স্ত্রী রিনা দত্ত হোক কিংবা দ্বিতীয় স্ত্রী কিরণ রাও- দুই প্রাক্তনের সাথেই তার বন্ধুত্ব অটুট। শুধু তাই নয়, নিয়ম করে তাদের দুইজনের সঙ্গে সপ্তাহে দুইদিন দেখাও করেন আমির।
যেহেতু আমির বলেছেন যে তার সন্তানরা এবং পরিবার গৌরীর সঙ্গে দেখা করেছে এবং সবাই খুবই খুশি। তারা অভিনেতার তৃতীয় বিয়ের বিষয়ে ভীষণ উৎসাহী। তাই গৌরীর সঙ্গে আমিরের জীবনের নতুন ইনিংস শুরু করা এখন শুধু অপেক্ষা মাত্র।
ডেস্ক রিপোর্টার
সর্বাধিক পঠিত
Loading...