নতুন বছরের শুরুতেই বিয়ের সানাই বেজে চলেছে তারকাদের জীবন আঙ্গিনায়। গায়ক- অভিনেতা তাহসান জীবনের নতুন অধ্যায়ে পা রাখতেই সেই তালিকায় প্রথমে পড়শী ও পরে যোগ দিলেন নীলা।
২০২৫ এর সূচনালগ্নেই বিয়ের ধুম লেগেছে ঢাকাই শোবিজে। একের পর এক তারকারা উপহার দিচ্ছেন সুসংবাদ। গায়ক - অভিনেতা তাহসান খান ও গায়িকা- অভিনেত্রী পড়শির বিয়ের খবরের পর জানা গেল, এবার বিয়ে করেছেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ শাম্মী ইসলাম নীলা
মঙ্গলবার (১৪ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের কিছু ছবি শেয়ার করে বিয়ের সুখবরটি নিজেই ভক্ত অনুরাগীদের সামনে প্রকাশ করেছেন। যদিও পোস্টে স্বামীর পরিচয় উল্লেখ করেননি নীলা। ছবির ক্যাপশনে নীলা লিখেছেন, ‘এটা সহজ ছিল না তবে আমরা সহজ করেছি এবং বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছে।’
আরও পড়ুনঃ- পোশাক নিয়ে বিরূপ মন্তব্যের জবাব দিলেন শাবনূর
ছবিগুলোতে দেখা গেছে, বিয়ের সাজে নীলা পরেছেন লাল লেহেঙ্গা ও বর শেরওয়ানি। নবদম্পতি একে অপরের দিকে তাকিয়ে বেশ আনন্দমুখর বেশে ধরা দিয়েছেন ক্যামেরায়। মেহেদি হাতে চোখ ঢেকে রেখে ফটোশুট করেছেন নীলা। তার বিয়ের সাজ-পোশাক ভক্ত-অনুরাগীরা মুগ্ধ করেছে। তারা প্রশংসায় ভাসিয়েছেন নীলাকে।
প্রসঙ্গত, ফেসবুক ইনফ্লুয়েন্সার থেকে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৩’ সুন্দরী প্রতিযোগিতার মুকুট অর্জন করেন নীলা। বর্তমানে সোশ্যাল ইনফ্লুয়েন্সার'এর কাজের পাশাপাশি মডেলিংও করছেন তিনি।
ডেস্ক রিপোর্টার
সর্বাধিক পঠিত
Loading...