সুপারস্টার শাকিব খান অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা 'দরদ' বক্স অফিসে সাফল্য না পেলেও শাকিব খানের অভিনয়ের জন্য ছবিটি আলোচিত ও প্রশংসিত হয়।এবার 'দরদ' আসছে ওটিটিতে।
ঢাকাই তারকা শাকিব খানের সিনেমা 'দরদ' গত ১৫ নভেম্বর দেশে ও বিদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। অনন্য মামুন পরিচালিত ‘দরদ’ নিয়ে দর্শকমনে প্রবল আগ্রহ থাকলেও বক্স অফিসে তার প্রতিফলন ঘটেনি।অবশেষে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির মাত্র দুই মাস না যেতেই এবার এলো ওটিটি প্লাটফর্মে স্ট্রিমিংয়ের খবর।
জানা গেছে, দেশের ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনে স্ট্রিমিং হতে যাচ্ছে সুপারস্টার শাকিব খান অভিনীত প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সবশেষ সিনেমা ‘দরদ’।গত ১৩ জানুয়ারি (সোমবার) রাতে 'দরদ: ছবির পোস্টার শেয়ার করে স্ট্রিমিংয়ের খবরটি নিশ্চিত করে
ওটিটিতে মুক্তির খবর প্রকাশ্যে আসতেই ছবিটি নিয়ে আগ্রহী হয়ে উঠছেন দেশের সিনেপ্রেমীরা। বিশেষ করে শাকিব ভক্তরা নিজ উদ্যোগে প্রচারণা শুরু করেছেন।
তবে কবে থেকে স্ট্রিমিং হতে যাচ্ছে ‘দরদ’, সেটা এখনো প্রকাশ করেনি আইস্ক্রিন কর্তৃপক্ষ। শুধু জানানো হয়েছে, খুব শিগগির আইস্ক্রিনের দর্শক সিনেমাটি দেখতে পারবেন।
আরও পড়ুনঃ- ফের অসুস্থ সামান্থা রুথ প্রভু
সাইকো-থ্রিলার ধাঁচের গল্পে নির্মিত “দরদ” সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছে ভারতের এসকে মুভিজ ও বাংলাদেশের একশন কাট এন্টারটেইনমেন্ট ও কিবরিয়া ফিল্মস।প্রযোজক হিসেবে আছেন অশোক ধানুকা, হিমাংশু ধানুকা, কামাল মোহাম্মদ কিবরিয়া ও অনন্য মামুন।
অনন্য মামুন পরিচালিত "দরদ" সিনেমায় শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন বলিউডের সোনাল চৌহান। ছবিতে দুলু মিয়ার ভূমিকায় অভিনয় করেছেন শাকিব খান আর ফাতিমা চরিত্রে দেখা গেছে সোনাল চৌহানকে। সিনেমাটির কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন অনন্য মামুন।শাকিব-সোনাল ছাড়া এই সিনেমায় আরও অভিনয় করেছেন, পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, এলিনা শাম্মী, ইমতু রাতিশ, রাহুল দেব, অলোক জৈন, সাফা মারিয়া, জেসিয়া ইসলাম প্রমুখ।
স্টাফ রিপোর্টার
সর্বাধিক পঠিত
Loading...