জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির যেমন জনপ্রিয় তেমনি তার সোজাসুজি সত্য কথা বলার কারণে সমালোচিতও হন ।এবার অহেতুক সমালোচনাকারীদের মুখ বন্ধের উপায় দেখালেন তিনি।
দেশের বর্তমান প্রজন্মের কাছে সালমান মুক্তাদির বেশ জনপ্রিয় ব্যক্তিত্ব। একজন ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটর ব্র্যান্ড প্রোমোটার হিসেবে তার পরিচিতি ব্যাপক। সালমানের সবচেয়ে বড় গুণ তিনি যে কোন সত্যকে উপস্থাপন করতে সদা নির্ভীক। সামাজিক যোগাযোগ মাধ্যমে যেকোন প্রসঙ্গে সঠিক মন্তব্য করতে কিংবা মুখের উপরে সত্য প্রকাশে তিনি কখনো পিছপা হন না। ন্যায় কে ন্যায় আর অন্যায় কে অন্যায় বলার সৎসাহস তার মধ্যে বিদ্যমান বলেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকে সরকার পতনের এক দফা দাবির ডাক পর্যন্ত—সব সময়ই শিক্ষার্থীদের পাশে ছিলেন দেশের জনপ্রিয় ইউটিউবার সালমান মুক্তাদির। এমনকি বর্তমানেও যে অসঙ্গতি কিংবা কোন দুর্নীতিপরায়ন ব্যক্তিকে নিয়ে মন্তব্য করতেও তিনি কখনোই দ্বিধান্বিত নন। তার চারিত্রিক এই বৈশিষ্ট্য অনেকের কাছে সমাদৃত হলেও জনপ্রিয় এই ব্র্যান্ড প্রোমোটার অনেকের দ্বারা সমালোচিত হন।
সোশ্যাল মিডিয়ার এই যুগে ট্রল বা কটাক্ষ কিংবা সমালোচনা যেন খুব স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে।আর তারকা ও সমাজমাধ্যমে জনপ্রিয়দের জন্য সেটা আরো বাস্তবিক। তবে অহেতুক সমালোচনাকারীদের মুখ বন্ধ করার উপায় বাতলে দিলেন এবার সমাজমাধ্যমের স্বনামধন্য ব্যক্তিত্ব সালমান মুক্তাদির। আজ ১৫ জানুয়ারি (বুধবার) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ফ্যামিলি ফটোগ্রাফ পোস্ট করে ক্যাপশনে তিনি সেই উপায়টি উল্লেখ করেছেন।
আরও পড়ুনঃ- নায়িকা হওয়ার স্বপ্নপূরণের খুব কাছাকাছি রাজ রিপা
সালমান মুক্তাদিরের পোস্ট করা ছবিতে দেখা যায় সালমান, তার স্ত্রী ও দুই কন্যা অদ্ভূত রকমের মুখভঙ্গিতে ক্যামেরার দিকে তাকিয়ে পোজ দিয়েছেন। অনেকটা কিম্ভুতকিমাকার দেখতে এই ছবির ক্যাপশনে সালমান মুক্তাদির লিখেছেন, " কে কি বললো ঐটায় কান না দিয়ে এই পোজ গুলা দাও।এমনিই চুপ হয়ে যাবে।"
সালমান মুক্তাদিররের এই পোস্টে মাত্র দুই ঘন্টায় আটত্রিশ হাজার রিয়্যাক্ট পড়েছে। নেটিজেনরা এই পারিবারিক ছবির প্রশংসা করেছে ও পরিবারকে শুভকামনা জানিয়েছেন। সালমান বরাবরই ঠোঁটকাটা স্বভাবের। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার পোস্টে কেউ কটাক্ষমূলক কোন মন্তব্য করলে তিনিও তার উত্তর তীর্যকরূপেই দেন। তবে তার এবারের পদ্ধতি সমালোচনাকারীদের মুখ বন্ধ করতে কতটা সফল হবে সেটা সময় বলে দিবে।
স্টাফ রিপোর্টার
সর্বাধিক পঠিত
Loading...