সম্প্রতি রাজধানীতে শুরু হয়েছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৩তম আসর । উৎসবের ৯টি বিভাগে প্রদর্শিত হতে যাওয়া ২২০টি চলচ্চিত্রের মধ্যে জায়গা করে নিয়েছে 'নীলপদ্ম’।
গত ১১ জানুয়ারিতে পর্দা উঠেছে দেশের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসবের। এবারের উৎসবে ৭৫টি দেশের চলচ্চিত্র প্রদর্শন করা হবে। প্রদর্শিতব্য বাংলাদেশি সিনেমার তালিকায় রয়েছে অভিনেত্রী রুনা খান অভিনীত সিনেমা 'নীলপদ্ম’।
আজ বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা ৭টায়, জাতীয় জাদুঘর মিলনায়তনে সিনেমাটির প্রিমিয়ার শো হয়েছে। পরের শোটি উৎসবের শেষ দিন আগামী ১৯ জানুয়ারি বিকেল ৩টায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
মূলত দৌলতদিয়ার যৌনকর্মীদের জীবন, সামাজিক পরিচয় ও অধিকারের গল্প নিয়ে সাজানো হয়েছে ‘নীলপদ্ম’র গল্প। সিনেমাটি নির্মাণ করেছেন তৌফিক এলাহী।
অভিনেত্রী রুনা খান দুদিনই উপস্থিত থেকে সিনেমাটি দর্শকের সঙ্গে দেখার ইচ্ছাপোষণ করেছেন।প্রিমিয়ার শোতে জাতীয় জাদুঘরে উপস্থিত ছিলেন তিনি।রুনা চান, সকল দর্শক ‘নীলপদ্ম’ দেখুক।তার মতে, যত বেশি দর্শকের কাছে এটি পৌঁছাবে ততই তাদের পরিশ্রম সার্থক বলে মনে হবে।
আরও পড়ুনঃ- সমাজমাধ্যমের পরিচিত মুখ রোবাইয়াত ফাতিমা তনির স্বামী মারা গেছেন
রুনা গণমাধ্যমে বলেন,'আমি চাই সিনেমাটি দেখে দর্শক তাদের সব ধরনের ফিডব্যাক আমাদের দেবেন।'
প্রসঙ্গত, ‘নীলপদ্ম’ সিনেমায় রুনা খান ছাড়া আরও অভিনয় করেছেন রাশেদ মামুন অপু, একে আজাদ সেতু, শাহেদ আলী, সুজাত শিমুল প্রমুখ। সিনেমার একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন রোকেয়া প্রাচী।
ডেস্ক রিপোর্টার
সর্বাধিক পঠিত
Loading...