বিনোদন জগতের প্রিয় মুখ মিথিলা তার অভিনয় দক্ষতায় দুই বাংলার মন কেড়েছেন। কণ্ঠশিল্পী ও ভয়েস আর্টিস্ট রূপেও ধরা দিয়েছেন। এবার নিলেন বিচারকের দায়িত্ব।
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা হাজারো ব্যস্ততার মাঝেও বাংলাদেশ ও ভারতে কাজ করে যাচ্ছেন সমানতালে। একইসঙ্গে চাকরির দায়িত্বও পালন করছেন। সেই সুবাদে ছুটে বেড়াচ্ছেন দেশ-বিদেশে। এবার এই অভিনেত্রী দায়িত্ব নিয়েছেন সেরা অভিনয় শিল্পীদের খোঁজার।
সম্প্রতি মিথিলা রিয়েলিটি শো ‘দীপ্ত স্টার হান্ট’র বিচারক হিসেবে নাম লিখিয়েছেন।। আর সে উচ্ছ্বাসে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, 'স্টার হওয়ার এই তো সুযোগ!'
জানা গেছে, প্রথমবারের মতো কোনো রিয়েলিটি শোর বিচারকের দায়িত্ব পালন করতে যাচ্ছেন মিথিলা। ‘দেখাও অভিনয়ের ট্যালেন্ট! হয়ে যাও বড়পর্দার সুপারস্টার!’- এমন স্লোগান নিয়ে যাত্রা শুরু হয়েছে বেসরকারি টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভির রিয়েলিটি শো ‘দীপ্ত স্টার হান্ট’।
গতকাল সোমবার (২৭ জানুয়ারি) দীপ্ত টেলিভিশন প্রাঙ্গণে শুরু হয়েছে রিয়েলিটি শোর অডিশন পর্। যেখানে প্রতিযোগীরা তাদের অভিনয় প্রতিভা ও দক্ষতা প্রদর্শন করছেন। প্রথম পর্যায়ের ওই অডিশনে সম্মানিত জুরি ছিলেন সমু চৌধুরী, নাজনীন নাহার চুমকি, গৌতম কৈরি, রোজী সিদ্দিকী, শাহেদ আলি সুজন, অনিমেষ আইচ ও আজিজুল হাকিম। আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে দ্বিতীয় পর্যায়ের অডিশন।
আরও পড়ুনঃ- মহারাষ্ট্রের জনতার তীব্র বিতর্কের মুখে বাদ পড়লো ‘ছাভা’র সেই
‘দীপ্ত স্টার হান্ট'শো’র সেরা প্রতিযোগীরা আগামী দুই বছর দীপ্ত টিভি সিরিজ, ওয়েব সিরিজ, ওয়েব ফিল্ম ও সিনেমায় কাজের সুযোগ পাবেন। এছাড়া তারা কাজী মিডিয়ার সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে নানা ধরনের কাজে অংশ নেবেন।
‘দীপ্ত স্টার হান্ট’র চূড়ান্ত পর্বে অসংখ্য প্রতিভাবানের মধ্য থেকে প্রকৃত মেধাবী ও যোগ্যদের খুঁজে বের করার দায়িত্ব পালন করবেন অভিনয়শিল্পী তারিক আনাম খান, পরিচালক শিহাব শাহীন ও অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা।
প্রসঙ্গত, মিথিলাকে দেশের শোবিজ অঙ্গনে সবশেষ ‘কাজলরেখা’ সিনেমা ও ‘অ্যালেন স্বপন’ ওয়েব সিরিজে দেখা গিয়েছে। ভিন্নধারার দুটি চরিত্রে অভিনয় করে সেসময় বেশ প্রশংসিত হন তিনি।
স্টাফ রিপোর্টার
সর্বাধিক পঠিত
Loading...