রাজনৈতিক পট পরিবর্তনের পরে সাংস্কৃতিক সংস্কারের ধারা মেনে বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজন করছে নানারকম অনুষ্ঠান। তাই বছরের শুরু থেকে দেশজুড়ে চলছে ‘তারুণ্যের উৎসব ২০২৫’।
বাংলাদেশ শিল্পকলা একাডেমীর উদ্যোগে সারাদেশের জেলা, বিভাগ এবং কেন্দ্রীয় পর্যায়ে বিভিন্ন সাংস্কৃতিক কর্মসূচি আয়োজিত হচ্ছে। এরই অংশ হিসেবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের ব্যবস্থাপনায় দেশের ৬ টি জেলায় আয়োজন করা হয়েছে ব্যান্ড সংগীত অনুষ্ঠান। তারুণ্যের শক্তি, উদ্দীপনা ও উৎসাহের অপার সম্ভাবনাকে উদযাপন করার লক্ষ্যে আয়োজিত এই ব্যান্ড সংগীতের আসরের শিরোনাম ‘বল বীর-আমি চির-উন্নত শির!’
গত ১০ জানুয়ারি নেত্রকোনা জেলায় ব্যান্ড সংগীত অনুষ্ঠান ‘বল বীর- আমি চির-উন্নত শির!’ আয়োজনের মধ্য দিয়ে এই উদ্যোগের যাত্রা শুরু হয়ম
আগামীতে আরো ৫টি জেলায় চলবে ব্যান্ড সংগীতের এই আসর। এরমধ্যে আজ ২৯ জানুয়ারি বিকাল ৪টায় রংপুরে, ১ ফেব্রুয়ারি বিকেল ৪টায় মুন্সিগঞ্জে, ৪ ফেব্রুয়ারি নড়াইলে, ৮ ফেব্রুয়ারি বরগুনায় এবং ১৩ ফেব্রুয়ারি রাজশাহীতে অনুষ্ঠিত হবে ব্যান্ড সংগীত অনুষ্ঠান ‘বল বীর- আমি চির-উন্নত শির!’
আরও পড়ুনঃ- ধানুশের কাছে নয়নতারার পরাজয়
বাংলাদেশ শিল্পকলা একাডেমি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, জেলা পর্যায়ে অনুষ্ঠিতব্য ব্যান্ড সংগীতের এই আসরগুলো সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
ডেস্ক রিপোর্টার
সর্বাধিক পঠিত
Loading...