চিত্রনায়িকা পরীমণি যেন আলোচনাতেই থাকতেই ভালোবাসেন। তাই ক্যারিয়ারের বাইরে ব্যক্তিগত জীবন নিয়ে তিনি সদা চর্চায়। সম্প্রতি গায়ক শেখ সাদীর সাথে প্রেমের গুঞ্জনে তিনি আলোচনায়।
প্রেম, বিয়ে, বিচ্ছেদ,মামলা নিয়ে হরহামেশাই সংবাদের শিরোনামে থাকেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণি। সম্প্রতি শোবিজের আকাশে বাতাসে পরীর সঙ্গে তরুণ প্রজন্মের গায়ক শেখ সাদীর প্রেমের সম্পর্কের গুঞ্জন ভেসে বেড়াচ্ছে। নেটপাড়াতেও চলছে
জোর জল্পনা কল্পনা। তবে এই গুঞ্জনের অন্যতম কারণ গত কদিন ধরে পরীমণি সোশ্যাল হ্যান্ডেল ফেসবুকে শেখ সাদীর আনাগোনা। কখনো পরীর সন্তানদের সাথে সাদীকে খেলতে দেখা গেছে কখনোবা সাদীর বাসা থেকে পরীর জন্য এসেছে বিশাল পিঠার ডালা।
তবে গুঞ্জন আরো ডালপালা মেলেছে যখন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের মামলায় পরীমণি আদালতে আত্মসমর্পণ করে যে জামিন পেয়েছেন যেখানে অভিনেত্রীর জামিনদার হয়েছেন শেখ সাদী।
এতসব জল্পনা কল্পনার মাঝেও বিষয়টি নিয়ে পরীমণি নিশ্চুপ রয়েছেন। তবে নায়িকার পক্ষ থেকে কোনো মন্তব্য না আসলেও শেখ সাদী এ বিষয়ে নিজের ভাষ্য সংবাদমাধ্যমের কাছে ব্যক্ত করেছেন। তিনি জানিয়েছেন, পরীর সঙ্গে তার কোনো প্রেমের সম্পর্ক নেই। তবে পারিবারিকভাবে একটি সম্পর্ক রয়েছে।
প্রেমের গুঞ্জন প্রসঙ্গে সাদী বলেন, ‘পরীমণির সঙ্গে আমার প্রেমের সম্পর্ক হতেই পারে না। পারিবারিকভাবে আমাদের বোঝাপড়া ভালো। আমাদের পরিবারের সদস্যরা তার বাসায় যান; তিনিও আমাদের বাসায় আসেন। পারিবারিক সম্পর্কের বাইরে তার সঙ্গে প্রেমের কোনো সম্পর্ক নেই। মানুষ না জেনে না বুঝে আমাদের নিয়ে রিউমার ছড়াচ্ছেন।’
আরও পড়ুনঃ- শিল্পকলার আয়োজনে দেশের ছয় জেলায় ব্যান্ড সংগীতের আসর
এছাড়া পরীমণির সঙ্গে পরিচয়ের বিষয়টি ব্যাখ্যা করে শেখ সাদী বলেন, ‘একই অঙ্গনে দীর্ঘদিন কাজ করার ফলে পরীমণির সঙ্গে বেশ আগেই পরিচয়। পেশাগত কারণে তার সঙ্গে আমার পরিচয়। নিয়মিত কথাবার্তাও হয়; এটা নিয়ে বলার তো কিছু দেখি না।’
শুধু তাই নয়, জামিনদার হওয়ার কারণও ব্যাখ্যা করেছেন এই গায়ক । তিনি বলেছেন, ‘দায়িত্ববোধের জায়গা থেকে আদালতে গিয়েছিলাম। পরীমণি আমার সহকর্মী। তার গ্রেপ্তারি পরোয়ানা জারির খবর শুনে বেশ দুশ্চিন্তায় পড়ে যাই। তখন পরীমণির সঙ্গে কথা হয়। তিনি আমাকে জানিয়েছিলেন, আদালতে আত্মসমর্পণ করবেন। জামিন হওয়ার পর তার আইনজীবী একজন জামিনদার হন; আমি আরেকজন জামিনদার হই।’
আর প্রেমের গুঞ্জন বিষয়ে শেখ সাদী তার নিজ বক্তব্য পরিষ্কাররূপে তুলে ধরে গুঞ্জনের সত্যতা অস্বীকার করলেন।
ডেস্ক রিপোর্টার
সর্বাধিক পঠিত
Loading...