তারকাদের দ্বারা ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধনের রীতি এদেশে চালু থাকলেও সাম্প্রতিককালে দেশের নারী তারকারা একাজে বাধাপ্রাপ্ত হচ্ছেন। মেহজাবীন, পরীমণির পর এবার বাধা পেলেন অপু বিশ্বাস।
বিশ্বের অন্যান্য তারকাদের মতো আমাদের তারকারাও বিভিন্ন ব্র্যান্ডের শোরুম উদ্বোধন করে থাকেন। তবে দেশের অতিউৎসাহী কিছু ধর্মপ্রাণ জনগণ তারকাদের এই কাজে বাধা দিয়ে আসছে। বিশেষ করে নারী অভিনয় শিল্পীরা পুরোপুরি বিফল হচ্ছেন এই কাজে।
স্থানীয় জনগণের বাধায় গত বছর অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও অতি সম্প্রতি চিত্রনায়িকা পরীমণির শোরুম উদ্বোধন বন্ধ স্থগিত হয়ে যায়। এবার একই ঘটনা ঘটলো চিত্রনায়িকা অপু বিশ্বাসের বেলায়ও।
গতকাল ২৮ জানুয়ারি (মঙ্গলবার) কামরাঙ্গীরচরের খোলামোড়া ঘাটে অবস্থিত একটি রেস্টুরেন্ট উদ্বোধনের কথা ছিল অপু বিশ্বাসের। তবে সেখানকার স্থানীয় মুসল্লিদের আপত্তিতে যাওয়া হয়নি এই চিত্রনায়িকার।
বিষয়টি নিশ্চিত করে কামরাঙ্গীরচর থানার পরিদর্শক (তদন্ত) শেখ লুৎফর রহমান সংবাদমাধ্যমকে বলেন, ‘স্থানীয় মুসল্লিরা এসে অভিযোগ করার পর, থানা থেকে যোগাযোগ করা হয় রেস্টুরেন্ট কর্তৃপক্ষের সঙ্গে। তারা বিষয়টি আমলে নিয়ে অপুকে বাদ দিয়ে গতকালই উদ্বোধন সম্পন্ন করেছেন।’
এর আগে থানায় অভিযোগ দেওয়ার পর উপস্থিত মুসল্লিদের কয়েকজন নিজ উদ্যোগে সমাজ মাধ্যমে ভিডিও প্রকাশ করেন। একজন অভিযোগের বিষয়টি তুলে ধরে বলেন, ‘অপু বিশ্বাসকে এনে উদ্বোধন করার উদ্যোগ নিয়েছে। এটা জানার পর মুসল্লি, জনতা ক্ষেপে উঠেছে। আমরা প্রশাসনের কাছে এসেছি। বলেছি, এই কামরাঙ্গীচরে নায়িকা-নর্তকি এনে এই ধরণের প্রোগ্রাম করা কিছুতেই ঠিক হবে না। দেশের জনগণ এমন আয়োজনে উত্তেজিত হয়ে যাচ্ছে। স্থানী মাদ্রাসায় অনেক ওলামায়ে কেরাম এসে অভিযোগ জানিয়েছেন। এজন্য আমরা ওসি সাহেবের কাছে দাবি জানিয়েছি, অপু বিশ্বাস যেন না আসতে পারেন।’
এদিকে অপু বিশ্বাসের এই ঘটনার খবর ফেসবুকে শেয়ার করেছেন চিত্রনায়িকা পরীমণি। যেখানে একটি গণমাধ্যমের খবরের লিঙ্ক শেয়ার করে তিনি লিখেছেন, ‘মজা না? মজা মজা’
আরও পড়ুনঃ- মাইকেল জ্যাকসনের বায়োপিক "মাইকেল"র মুক্তি পিছিয়ে গেল
পরীমণির মতো নায়িকা মাহিয়া মাহিও লিঙ্ক শেয়ার করে ক্যাপশনে লিখেছেন," দুঃখিত অপু বিশ্বাস দি। আমাদের শিল্পীদের মধ্যে ইউনিটি কম থাকার কারণে তোমাকেও এভাবে অপমানিত হতে হলো। তা না হলে মেহজাবীন, পরীমণির পর কোন শিল্পীদের এভাবে অপমান করার আগে ৫০০০ বার ভাবতে হতো।"
তবে বিষয়টি নিয়ে এখন পর্যন্ত অপু বিশ্বাস কোন ধরণের মন্তব্য করেননি।
প্রসঙ্গত, গত বছরের নভেম্বরে চট্টগ্রাম নগরের স্টেশন সড়কের রিয়াজউদ্দিন বাজার এলাকায় "খুকি লাইফ স্টাইল" নামের শোরুমের উদ্বোধন করতে গিয়ে বাধাপ্রাপ্ত হন মেহজাবীন চৌধুরী। আর গত ২৬ জানুয়ারি টাঙ্গাইলের কালিহাতিতে "হারল্যান"র শোরুম উদ্বোধনের কথা ছিল চিত্রনায়িকা পরীমণির। কিন্তু হেফাজতে ইসলামসহ স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিদের আপত্তির মুখে শেষ পর্যন্ত সেখানে যাননি পরী।
ডেস্ক রিপোর্টার
সর্বাধিক পঠিত
Loading...