শোবিজ দুনিয়া ও নেটপাড়ায় পরীমণি - শেখ সাদীর প্রেমের গুঞ্জন যখন তুঙ্গে ঠিক তখনই সমাজমাধ্যমে সাদীর নতুন গান 'কুফা'র জন্য পরীর আত্মবিশ্বাসী শুভকামনা সবার নজর এলো।
সম্প্রতি শোবিজের আকাশে বাতাসে পরীর সঙ্গে তরুণ প্রজন্মের গায়ক শেখ সাদীর প্রেমের সম্পর্কের গুঞ্জন ভেসে বেড়াচ্ছে। নেটপাড়াতেও চলছে জোর জল্পনা কল্পনা। তবে গুঞ্জন আরো ডালপালা মেলেছে যখন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের মামলায় পরীমণি আদালতে আত্মসমর্পণ করে যে জামিন পেয়েছেন যেখানে অভিনেত্রীর জামিনদার হয়েছেন শেখ সাদী।
যদিও তাদের সম্পর্কের বিষয়ে ইতিমধ্যেই কথা বলেছেন গায়ক। জানিয়েছেন, নায়িকার সঙ্গে তার প্রেমের সম্পর্ক হতেই পারে না। পারিবারিকভাবে তাদের বোঝাপড়াটা ভালো বলেই পরীর পাশে দাঁড়িয়েছেন তিনি।
এসব আলোচনার-সমালোচনায় যখন মুখরিত চারদিক ঠিক সেসময় গতকাল মঙ্গলবার (২৮ জানুয়ারি) সোশ্যাল মিডিয়ায় সাদকে শুভেচ্ছা জানালেন পরী। ফেসবুকে শেখ সাদীর নতুন গানের পোস্টার শেয়ার করে আত্মবিশ্বাসের সঙ্গে বললেন, "সাদীর ‘কুফা’ গান বিস্ফোরণ হবে"।
জানা গেছে, তরুণ প্রজন্মের এই গায়কের ‘কুফা’ গানটি আজ বুধবার প্রকাশিত হয়েছে। তানভীরের মিউজিকে গানটির মিক্স-মাস্টারিং করেছেন সোহান রহমান।
আরও পড়ুনঃ- জনগণের বাধার মুখে আটকে গেল অপু বিশ্বাসের রেস্টুরেন্ট উদ্বোধন
এদিকে, আজ সন্ধ্যায় গানটি প্রকাশ পাওয়ার পরে চিত্রনায়িকা পরীমণি তার ভেরিফায়েড ফেসবুক পেজে শেখ সাদীর "কুফা" গানটির ইউটিউব লিঙ্ক শেয়ার করে তার ভক্ত অনুরাগীদের গানটি উপভোগ করার আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই গানের ভুবনে শেখ সাদীর বসবাস। "ললনা" গানটির মধ্য দিয়ে তিনি তরুণ প্রজন মন কেড়েছিলেন। এরপর প্রকাশিত হয়েছে বেশ কিছু গান। এছাড়া গানের পাশাপাশি তিনি মডেলিংও করেন। ' ললনা' ছাড়াও তার উল্লেখযোগ্য গানের তালিকায় রয়েছে- ‘আজ মন ভালো নেই’, ‘অভিমান’, ‘একা আমি’, ‘দোলে দোলে’, ‘চোখের বারান্দায়’, ‘লড়বে বাংলাদেশ’, ‘ললনা ২’, ‘সাজনা’ ইত্যাদি।
ডেস্ক রিপোর্টার
সর্বাধিক পঠিত
Loading...