ছোট পর্দার বর্তমান প্রজন্মের অন্যতম মেধাবী অভিনেত্রী তাসনিয়া ফারিণ। সাবলীল ও মনকাড়া অভিনয় দিয়ে অল্প সময়েই হয়েছেন দর্শকনন্দিত।এবার নতুন সিনেমার ইঙ্গিত দিলেন ফারিণ।
বর্তমান সময়ের ব্যস্ত অভিনেত্রী তাসনিয়া ফারিণ খুব অল্প সময়ে দর্শক মনে জায়গা করে নিয়েছেন।
ছোট পর্দায় নাটক, বিজ্ঞাপন এবং ওটিটির একাধিক ওয়েব ফিল্মেও তার নিয়মিত উপস্থিতি লক্ষণীয়। এমনকি দেশের বাইরে ওপার বাংলার সিনেমাতেও অভিষেক হয়েছে তার। এবার নিজ দেশে তার দ্বিতীয় সিনেমায় একেবারে নতুন এক রূপে আবির্ভুত হতে যাচ্ছেন জনপ্রিয় এই অভিনেত্রী।
গত ৩০ নভেম্বর নিজের জন্মদিনে সিনেমাটির একটি পোস্টার প্রকাশ করেছেন ফারিণ। প্রকাশিত পোস্টারে তাকে সম্পূর্ণ অ্যাকশন অবতারে দেখা গেছে। জানা গেছে, ফারিণ অভিনীত নতুন এই সিনেমাটির নাম ‘ইনসাফ’। এটি নির্মাণ করবেন সঞ্জয় সমাদ্দার। সিনেমায় অভিনেত্রীর সঙ্গে জুটি হিসেবে থাকছেন শরিফুল রাজ।
আরও পড়ুনঃ- ভালোবাসা দিবসে মিথিলা-নাঈম জুটি নিয়ে আসছেন ‘জলে জ্বলে তারা'
চলতি বছরের ফেব্রুয়ারিতে অ্যাকশন থ্রিলার গল্পের সিনেমা ‘ইনসাফ’র শুটিং শুরু হবে। এতে রাজ-ফারিণ ছাড়াও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন মোশাররফ করিম।
প্রসঙ্গত, তাসনিয়া ফারিণ অভিনীত প্রথম সিনেমা ‘ফাতিমা’। সিনেমাটি পরিচালনা করেছেন ধ্রুব হাসান। এছাড়া কলকাতায় অতনু ঘোষ নির্মিত ‘আরও এক পৃথিবী’ সিনেমায় অভিনয় করেছেন অভিনেত্রী। আর সঞ্জয় সমাদ্দার পরিচালিত 'ইনসাফ’ হতে যাচ্ছে ফারিণের তৃতীয় সিনেমা।
স্টাফ রিপোর্টার
সর্বাধিক পঠিত
Loading...