প্রথমবারের মতো বিপিএলে ঢাকা ক্যাপিটালসের মালিকানা কিনে শোরগোল ফেলে দেন শাকিব খান। নিজ দল টুর্নামেন্টে আশানুরূপ ফলাফল না করতে পারলেও টিমের শেষ ম্যাচে মাঠে থাকবেন নায়ক।
বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল)-এ ঢাকাই তারকা শাকিব খানের ঢাকা ক্যাপিটালস দলটি প্রথম রাউন্ড থেকে ছিটকে পড়লেও বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছে । এদিকে, শেষ ম্যাচে খুলনা টাইগার্সের সঙ্গে ঢাকার খেলায় গ্যালারির চমক হিসেবে উপস্থিত থাকবেন এই মেগাস্টার।
শাকিব খানের ঘনিষ্ঠ সূত্র থেকে পাওয়া তথ্যানুযায়ী, ১ ফেব্রুয়ারি মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খুলনা টাইগার্সের সঙ্গে টুর্নামেন্টে তাদের শেষ ম্যাচটি খেলবে ঢাকা ক্যাপিটালস। দুপুর ১টা ৩০ মিনিটে অনুষ্ঠিতব্য এই ম্যাচে শাকিব খান নিজেও গ্যালারিতে উপস্থিত থাকবেন।
এর আগে রংপুর রাইডার্সের সঙ্গে ম্যাচেও শাকিব ঢাকা ক্যাপিটালসকে অনুপ্রেরণা যোগাতে গ্যালারিতে ছিলেন। পরে তিনি ‘বরবাদ’ ছবির শুটিংয়ে যোগ দিতে মুম্বাই যান। প্রায় দুই সপ্তাহ ধরে শুটিং সেরে গত ২৯ জানুয়ারি (বুধবার) বিকেলে দেশে ফিরেছেন ঢালিউডের এই সফল অভিনেতা।
আরও পড়ুনঃ- নতুন রূপে নতুন সিনেমায় ফারিণ
দেশে ফিরেই সময় বের করে শেষ ম্যাচ দেখতে মাঠে যাচ্ছেন এই চিত্রতারকা। এর আগে এক মন্তব্যে শাকিব খান টুর্নামেন্টে যুক্ত হওয়া প্রসঙ্গে বলেছিলেন, 'এবারই প্রথম আমার বিপিএলে সরাসরি যুক্ত হওয়া। এবার অনেককিছু শিখলাম। হয়তো এই অভিজ্ঞতা ভবিষ্যতে কাজে লাগবে।'
ডেস্ক রিপোর্টার
সর্বাধিক পঠিত
Loading...