একসময়ের ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজল এখন সেখানে নিয়মিত না হলেও ব্যস্ত আছেন ওয়েব সিরিজ ও সিনেমার কাজ নিয়ে। এবারের ঈদেও বড় পর্দায় দেখা যাবে তাকে।
আসন্ন ঈদুল ফিতরে জাজের ‘জ্বীন’ সিনেমার সিক্যুয়েল ‘জ্বীন-থ্রি’তে নিয়ে প্রেক্ষাগৃহে হাজির হবেন দর্শকপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজল। এর আগে ‘জ্বীন ১’-তেও পূজা চেরীর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছিলেন তিনি। তবে এবার নায়িকা চরিত্রে স্থলাভিষিক্ত হচ্ছেন নুসরাত ফারিয়া। খবরটি নিশ্চিত করেছেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ।
আরো চমকপ্রদ খবর হলো, এটিই বাংলাদেশের প্রথম সিনেমা যেটি নিয়ে তিনটি কিস্তি হচ্ছে। ভৌতিক ঘরানার এ সিনেমাটির নতুন সিজন পরিচালনা করবেন কামরুজ্জামান রোমান।
"জ্বীন" এর নতুন সিক্যুয়েল নির্মাণ প্রসঙ্গে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ বলেন, "যেহেতু আমাদের ‘জ্বীন’ ও ‘জ্বীন-২’ দুটো ছবিই দর্শকমহলে বেশ ভালো সাড়া ফেলেছে, তাই আমরা পরিকল্পনা করছিলাম ‘জ্বীন-থ্রি’ নিয়ে। সেই সঙ্গে একটা চমকও দিতে চেয়েছিলাম, যার কারণে সজলকে চূড়ান্ত করা। তার সঙ্গে জুটি হিসেবে থাকবে ফারিয়া। অনেক দিন আগেই তাদের চুক্তিবদ্ধ করেছি। সব প্রস্তুতি সম্পন্ন, এখন শুধু শুটিং শুরু করার পালা।"
আরও পড়ুনঃ- এবার প্রিয়দর্শন নিজেই 'হেরা ফেরি ৩' নির্মাণের ঘোষণা দিলেন
সিনেমাটির বিষয়ে অভিনেতা সজল বলেন, "এটা সত্যি অনেক ভালো লাগার, আনন্দের। সিনেমাটি দর্শকদের কাছে ভাল লেগেছে বিধায় এই সিনেমাটিকে নিয়ে তিনটি কিস্তি হচ্ছে। দর্শকরা কাজটিকে পছন্দ করেছেন, ভালোবাসা দিয়েছেন। যদিও প্রথম কিস্তি থেকে আমি অনেক বেশি ভালোবাসা পেয়েছি, এরপর দ্বিতীয় কিস্তিতে আমি ছিলাম না। কিন্তু এখন আবার ফিরেছি নতুন চমক নিয়ে। আমি যেহেতু ব্যাক করেছি এই গল্পে তার মানে এখানে নিশ্চয়ই নতুন এবং ইন্টারেস্টিং কিছু আছে। আপাতত সিনেমাটির গল্প কিংবা কি থাকছে সেসব নিয়ে কিছু বলছি না। শুধু এতটুকু বলব, ইন্টারেস্টিং গল্প নিয়ে ফিরছি। এই গল্পটিকেও দর্শকরা পছন্দ করবেন আমার বিশ্বাস।"
প্রসঙ্গত, জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘জ্বীন ৩’ সিনেমটির শুটিং শুরু হচ্ছে আজ ১ ফেব্রুয়ারি থেকে। এবার গল্পের প্রয়োজনে বিস্তৃত পরিসরে শুটিং হবে জানা গেছে। ঢাকার পাশাপাশি টাঙ্গাইল, গাজীপুর, মানিকগঞ্জ, খুলনাসহ বেশ কিছু জায়গায় এর দৃশ্যায়ন হবে। এরপর আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পাবে সিনেমাটি।
ডেস্ক রিপোর্টার
সর্বাধিক পঠিত
Loading...