শোবিজের স্বনামধন্য তারকা বিদ্যা সিনহা মীম নাটক ও সিনেমায় তার মানসম্মত কাজের জন্য সহজে দর্শকমন জয় করেছেন। তবে শত ব্যস্ততাতেও পরিবারের জন্য তিনি সময় খুঁজে নেন নিয়মিত।
অভিনয়ের পাশাপাশি নিয়মিত মডেলিংও করছেন জনপ্রিয় এই অভিনেত্রী। বিভিন্ন আন্তর্জাতিক মানের পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডরের দায়িত্ব পালন করছেন মিম। এসবের পাশাপাশি আবারও নতুন সিনেমা নিয়ে রুপালি পর্দায় আসার প্রস্তুতি নিচ্ছেন মিম।
তবে কাজ নিয়েই যতই ব্যস্ত থাকেন না কেন যুগের ধারা মেনে সমাজমাধ্যমে মিমের নিয়মিত উপস্থিতি লক্ষ্য করা যায়। নিজের কাজ কিংবা ব্যক্তিগত মুহূর্তের ছবি ভাগ করে নেন ভক্ত অনুরাগীদের সাথে। সমাজমাধ্যমের কল্যাণে ঢাকাই সিনেমার জনপ্রিয় এই অভিনেত্রীকে প্রায়ই ঘুরে বেড়াতে দেখা যায়। কাজের ফাঁকে সময় বের করে নিয়ে কখনো স্বামীর সাথে,আবার কখনো পরিবারের সবাইকে ঘুরতে বেরিয়ে পড়েন মিম।আর সেসব মুহূর্ত সোশ্যাল হ্যান্ডেল ফেসবুকে পোস্ট করেন নিয়মিত।
সম্প্রতি পরিবারের সাথে ঘুরে বেড়ানোর ছবি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ভাগ করে নিয়েছেন বিদ্যা সিনহা মিম।গত ৩১ জানুয়ারি (শুক্রবার) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশ কিছু ছবি পোস্ট করে মিম ক্যাপশনে লিখেছেন,"হ্যাপি ফ্রাইডে"।মিমের এই পোস্টে চব্বিশ ঘন্টায় দশ হাজার প্রতিক্রিয়া পড়েছে।ভক্ত অনুরাগীরা তাকে শুভেচ্ছা জানিয়েছেন মন্তব্যের ঘরে।
আরও পড়ুনঃ- ভাইরাল কন্যা মোনালিসার ভাগ্যের চাকা ঘুরে এবার বলিউডে
প্রসঙ্গত, বিদ্যা সিনহা মিমকে সবশেষ দেশীয় ছবির ক্ষেত্রে ‘অন্তর্জাল’ সিনেমায় ও টলিউডে "মানুষ" ছবিতে দেখা গিয়েছে।বেশ কিছুদিন হলো মিম "দিগন্তে ফুলের আগুন" ছবির কাজ শেষ করেছেন। এছাড়া বিদ্যা সিনহা মিম যুক্ত হয়েছেন ‘আমি ইয়াসমিন বলছি’ সিনেমায়। ‘আমি ইয়াসমীন বলছি’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন তিনি। ঈদের পরে নব উদ্যমে চলচ্চিত্রের কাজে ফিরবেন বলে জানিয়েছেন মিম।
ডেস্ক রিপোর্টার
সর্বাধিক পঠিত
Loading...