গুরুতর শারীরিক অসুস্থতা নিয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন বরেণ্য লালনগীতি শিল্পী ফরিদা পারভীন। শিল্পীর ছোট ছেলে ইমাম জাফর নোমানী এ তথ্য নিশ্চিত করেছেন।
শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন ফরিদা পারভীন। এরপর জরুরী ভিত্তিতে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়।
জানা গেছে, ফরিদা পারভীন দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছে। নিজ বাসায় হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। এরপর থেকে তিনি হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন।
এদিকে চিকিৎসক মারফত জানা গেছে, শিল্পীর ফুসফুস আক্রান্ত, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং থাইরয়েডের সমস্যাসহ বার্ধক্যজনিত কিছু সমস্যা আছে। বর্তমানে বক্ষব্যাধি, কিডনি এবং ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞের তত্ত্বাবধানে আছেন তিনি।
প্রসঙ্গত, ফরিদা পারভীন লালনগীতি শিল্পী হিসেবে সর্বাধিক পরিচিত হলেও ১৯৬৮ সালে রাজশাহী বেতারের তালিকাভুক্ত শিল্পী হিসেবে নজরুল সংগীত গাইতে শুরু করেন তিনি। এরপর দেশাত্মবোধক গান গেয়েও জনপ্রিয়তা অর্জন করেন তিনি। তবে সাধক মোকসেদ আলী শাহের কাছে লালনসংগীতে তালিম নেয়ার পর থেকে লালনগীতিই ছিল ফরিদা পারভীনের ধ্যানজ্ঞান।
আরও পড়ুনঃ- আমির খানের তৃতীয় বিয়ে নিয়ে চর্চা তুঙ্গে
সংগীতাঙ্গনে বিশেষ অবদানের জন্য "একুশে পদক"-এ ভূষিত হয়েছেন ফরিদা পারভীন। এ ছাড়া ২০০৮ সালে তিনি জাপান সরকারের পক্ষ থেকে ‘ফুকুওয়াকা এশিয়ান কালচার’ পুরস্কারও পেয়েছেন। সেরা প্লে-ব্যাক গায়িকা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন এই শিল্পী।শিশুদের লালনসংগীত শিক্ষার জন্যে ‘অচিন পাখি স্কুল’ নামে একটি গানের স্কুল প্রতিষ্ঠা করেন এই গুণী শিল্পী।
ডেস্ক রিপোর্টার
সর্বাধিক পঠিত
Loading...