শাকিব খান বিপিএলে ঢাকা ক্যাপিটালসের মালিকানা কিনে শোরগোল ফেলে দিলেও দল টুর্নামেন্টে অসফল। তবুও তিনি টিমের শেষ ম্যাচ মাঠে বসে দেখলেন এবং খেলা শেষে দিলেন নতুন বার্তা।
শাকিব খান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকা ক্যাপিটালসের মালিক—এই খবর সর্বজনবিদিত।তাই শাকিব ভক্তদের এই দল নিয়ে ছিল অনেক আশা ভরসা। যদিও তারা নিজেদের প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। শাকিব খান নিজ দলের প্রথম ম্যাচ মাঠে বসে উপভোগ করেছিলেন এরপর ঢাকাই সুপারস্টার নিজের আসন্ন ঈদের ছবি ‘বরবাদ’ সিনেমার শুটিংয়ে মুম্বাইয়ে উড়াল দেন শাকিব। টানা দুসপ্তাহ শুটিং শেষে গত ২৯ জানুয়ারি (বুধবার) তিনি ঢাকায় ফিরে আসেন।
গতকাল শনিবার (১ ফেব্রুয়ারি) ছিল ঢাকা ক্যাপিটালের শেষ ম্যাচ। নিজের দলের প্রথম রাউন্ড থেকে বিদায়ের খবর নিশ্চিত হলেও শাকিব খান সেই ম্যাচে উপস্থিত ছিলেন। খেলা উপভোগ করেছেন। ফটোসেশনে অংশ নিয়েছেন। মাঠে থেকে ম্যাচ শেষে পুরস্কার প্রদান অনুষ্ঠানেও অংশ নিয়েছেন।
টুর্নামেন্টের শেষ ম্যাচে ঢাকা ক্যাপিটালস খুলনা টাইটানসের মুখোমুখি হয়। সেই ম্যাচে দারুণ এক জয় পেয়েছে খুলনা টাইটানস। শাকিব খান দলের পারফরম্যান্সে অসন্তুষ্ট নন। বরং তিনি ভবিষ্যতের জন্য দলকে এবং ভক্তদের উজ্জীবিত করতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন।
শনিবার (১ ফেব্রুয়ারি) ম্যাচ শেষে শাকিব খানের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া সেই পোস্টের শুরুতে লেখা হয়েছে, ‘'এবারের বিপিএলে আমরা ঢাকা ক্যাপিটালস দল নিয়ে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলাম। এটি আমাদের জন্য যেমন নতুন অভিজ্ঞতা ছিল, তেমনি ছিল নতুন চ্যালেঞ্জ। প্রথমবার ক্রিকেটের এমন আসরে অংশ নিয়ে আমরাও ভালো করার চেষ্টা করেছি। যেহেতু এবারই শুরু, তাই সব দিক থেকে নতুন নতুন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি।’'
আরও পড়ুনঃ-আইসিইউতে খ্যাতিমান লালনগীতি শিল্পী ফরিদা পারভীন
এরপর এই তারকা অভিনেতা নিজে কখনো হেরে যান না উল্লেখ করে লিখেছেন, ‘'যারা আমাকে পছন্দ করেন তাঁরা হয়তো জেনে থাকবেন, আপনাদের নিঃস্বার্থ ভালোবাসায় আমি কখনো হারি না; হয় জিতি, না হয় শিখি! হয়তো আগামীতে আমরা আরও শক্তিশালী, আগ্রাসী এবং জয়ের জন্য আরও প্রস্তুত দেখতে পাবেন—এটাই আমাদের প্রতিশ্রুতি।’'
ফেসবুক পোস্টের শেষে নিজ টিম,সংশ্লিষ্ট কর্মকর্তা ও সমর্থকদের ধন্যবাদ জানিয়ে শাকিব খান লিখেছেন, '‘ঢাকা ক্যাপিটালসের খেলোয়াড়, টিম ম্যানেজমেন্ট, সমর্থক এবং স্পন্সর হিসেবে যাঁরা যুক্ত ছিলেন, সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ। আপনাদের ভালোবাসা, সমর্থন আর বিশ্বাসই আমাদের সবচেয়ে বড় শক্তি। আসুন, আগামীতে সবাই মিলে ঢাকা ক্যাপিটালসকে চ্যাম্পিয়ন করার স্বপ্ন দেখি এবং সেটাকে বাস্তবে রূপ দেই।’'
ডেস্ক রিপোর্টার
সর্বাধিক পঠিত
Loading...