ঢাকাই চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় নায়ক বাপ্পারাজ তার ব্যর্থ প্রেমিক রূপের জন্যই বেশি পরিচিত। নিজের চিরাচরিত সেই রূপ ছেড়ে এবার অ্যাকশন হিরো রূপে আসতে যাচ্ছেন এই নায়ক।
হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক দাপিয়ে বেড়াচ্ছে বাপ্পারাজের পুরোনো সিনেমা ‘প্রেমের সমাধি’র একটি সংলাপ। নেটিজেনরা আচমকাই ‘হেনা’কে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। এই সিনেমায় বকুল রূপী বাপ্পারাজ দীর্ঘদিন পর বাড়ি ফিরে দেখতে পান তার প্রেমিকা হেনা অর্থাৎ শাবনাজের বাড়িঘর সাজানো।
এরপর হেনার বাবাকে বকুল জিজ্ঞেস করেন, ‘চাচা, বাড়িঘর এত সাজানো কেন? চাচা, হেনা কোথায়?’ জবাবে চাচা বলেন, ‘হেনাকে তুমি ভুলে যাও, হেনার বিয়ে হয়ে গেছে।’ কথাটি শুনেই বেদনাক্রান্ত হয়ে বকুল বলেন, ‘না, না, হেনার বিয়ে হতে পারে না। এ আমি বিশ্বাস করি না।’ এরপর বাপ্পারাজের কণ্ঠে ‘প্রেমের সমাধি ভেঙে, মনের শিকল ছিঁড়ে, পাখি যায় উড়ে যায়’ গানটি শোনা যায়।
নেটদুনিয়ায় যখন হেনাকে নিয়ে মাতামাতি চলছে ঠিক তখনই বাপ্পারাজ তার নতুন কাজের ঘোষণা দিয়ে বললেন, "অনেক তো বিরহ হলো, এবার একটু অ্যাকশন হয়ে যাক।'’ এই কাজের মধ্যদিয়ে দীর্ঘদিন পর পর্দায় ফিরছেন এক সময়ের জননন্দিত এই অভিনেতা। ওয়েব সিরিজ ‘রক্তঋণ’ দিয়ে পা রাখলেন ওয়েব দুনিয়ায়। রবিবার (২ ফেব্রুয়ারি) সিরিজের একঝলক ফেসবুকে শেয়ার করে ভক্তদের সে কথাই জানালেন চিত্রনায়ক বাপ্পারাজ।
বাপ্পারাজের পোস্ট করা ‘ক্যারেক্টার টিজার’র শুরুতেই একটি দরজা খুলে যায়। তারপর ভেতর থেকে ভেসে আসে ‘প্রেমের সমাধি’ গানটি। টেবিলে রাখা একটি চায়ের কাপ থেকে ধোঁয়া উঠছে। পাশে রাখা একটি পিস্তল। টিজার দেখে পরিচয় জানা যায়, তিনি সায়েম জব্বার, একজন পুলিশ অফিসার। সেসময় তিনি একটি লেজার লাইট ধরে আছেন সামনের বোর্ডে। সেখানে পত্রিকার খবরগুলো সাঁটানো। পরে শোনা যায় সেই পুলিশ কর্মকর্তা তার সহকারীকে বলছেন, ‘এই হাফিজ, বন্ধ করো। অনেক তো বিরহ হলো। এবার একটু অ্যাকশন হয়ে যাক।’
আরও পড়ুনঃ- শেষ হলো পরীমণির ‘ডোডোর গল্প’-এর শুটিং
ক্যারেক্টার টিজারে বাপ্পারাজের কণ্ঠে থাকা আরও কিছু সংলাপ থেকে বোঝা যায় এটি ক্রাইম থ্রিলার গল্পের সিরিজ। ওয়েব সিরিজটি প্রসঙ্গে এই নায়ক বলেন, ‘এখনও কাজ শেষ হয়নি। কাজ চলছে। আরও কিছু কাজ গুছিয়ে নিই, তখন কাজটি সম্পর্কে বিস্তারিত জানাবো।’
‘রক্তঋণ’ ওয়েব সিরিজটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা মোস্তফা খান সিহান। নির্মাতা তার এই কাজ সম্পর্কে বলেন, ‘বিভিন্ন সময় দেখেছি বাপ্পারাজ ভাইয়ের সংলাপ, গল্প নিয়ে প্রচুর মিম তৈরি হয়েছে। কখনো আবার ট্রলও হয়েছে। বলা হয়েছে ব্যর্থ প্রেমের নায়ক। বিরহের সিনেমার জন্য তিনি জনপ্রিয় ছিলেন। তার সেই ভাবমূর্তিকে পাশ কাটিয়ে একদমই থ্রিলার রহস্য গল্পে নিয়ে আসছি। দর্শকদের আমরা রিপ্লাই দিতে চাই বাপ্পারাজের নতুন চরিত্র দিয়ে।’
ডেস্ক রিপোর্টার
সর্বাধিক পঠিত
Loading...